হায়দরাবাদ, 24 এপ্রিল: হিমাচল প্রদেশ থেকে হায়দরাবাদে এসেছিলেন । কিন্তু, লকডাউনের জেরে আটকে পড়েন । এবার তাঁর জরুরি অস্ত্রোপচারের জন্য 20 হাজার টাকা দিয়ে সাহায্য করলেন হায়দরাবাদেরই এক পুলিশ অফিসার ।
সাইবারাবাদ পুলিশ কমিশনারেটের কুকটপল্লি থানার ইনস্পেক্টর ও স্টেশন হাউজ় অফিসার বি এল লক্ষ্মীনারায়ণ রেড্ডি । হিমাচল প্রদেশের বাসিন্দা ললিত কুমারকে শুধু বেসরকারি হাসপাতালে ভরতিই করেননি তাঁকে আর্থিক সাহায্যও করেছেন তিনি ।
ললিত কুমার হিমাচল প্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা । লকডাউনের জেরে তিনি কুকটপল্লিতে আটকে পড়েন । এরই মধ্যে তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে । তিনি পুলিশের কাছে সাহায্য চান । তারপরই লক্ষ্মীনারায়ণ রেড্ডি তাঁকে সাহায্য করেন । ভরতি করেন বেসরকারি একটি হাসপাতালে ।
এর জন্য হিমাচল প্রদেশের রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় ও মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর এই পুলিশ অফিসারের প্রশংসা করেছেন । হিমাচল প্রদেশের রাজ্যপাল নিজেও হায়দরাবাদের বাসিন্দা । লক্ষ্মীনারায়ণ রেড্ডির সঙ্গে তিনি ফোনে কথা বলেন । খুব কম সময়ের মধ্যে তিনি যে সাহায্য করেছেন, তাঁর প্রশংসা করেন তিনি। তাঁর এই কাজ সবাইকে অনুপ্রাণিত করবে বলেও জানান।
লক্ষ্মীনারায়ণ রেড্ডিকে চিঠি পাঠান জয় রাম ঠাকুর । তিনি লেখেন, "আপনার এই কাজ মহান । আমি আপনার এই চেষ্টার প্রশংসা করি । কোরোনা মোকাবিলায় যুক্তদের আপনার এই কাজ অনুপ্রেরণা দেবে ।"
তেলাঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনেরাল এম মহেন্দ্র রেড্ডি টুইটারে লেখেন, "ললিত কুমারকে লকডাউনের মাঝে আপনার এভাবে সাহায্য করা সত্যিই প্রশংসনীয় । তাঁকে হাসপাতালে ভরতি করা ও আর্থিক সাহায্য করা আবারও প্রমাণ করে যে প্রয়োজনীয়দের পাশে সবসময় পুলিশ আছে । আপনার জন্য গর্বিত ।"