ETV Bharat / bharat

কাশি হলেই দাওয়াই ছিল হেরোইন ! - কাশির ওষুধ হেরোইন

হেরোইনের আবার বিভিন্ন ধরন ৷ টনিক থেকে শুরু করে লজেন্স, ড্রপ সবরকমেরই মিলত হেরোইন ৷

হেরোইন হাইড্রোক্লোরাইড
হেরোইন হাইড্রোক্লোরাইড
author img

By

Published : Jul 9, 2020, 7:00 AM IST

Updated : Jul 9, 2020, 4:41 PM IST

কাশি হয়েছে ? উনিশ শতকে হলে আপনাকে এতক্ষণে হেরোইন নেওয়ার জন্য প্রেশক্রিপশন দিয়ে দিতেন ডাক্তার ৷ অবাক হবেন না ৷ হেরোইনের শুরুটা কিন্তু মাদক হিসেব হয়নি ৷ হয়েছিল ওষুধ হিসেবে ৷ আগে কাশির ওষুধ হিসেবেই ব্যবহার করা হত হেরোইন ৷

উনিশ শতকে হেরোইনের ব্যবহার

উনিশ শতকে শিশুদের সামান্য কাশি হলেও হেরোইন খাইয়ে দেওয়া হত ৷ সে হেরোইনের আবার বিভিন্ন ধরন ৷ টনিক থেকে শুরু করে লজেন্স, ড্রপ সবরকমই মিলত হেরোইন ৷ আর এই ওষুধ বাজারে এনেছিল বায়ার ফার্মাসিউটিক্যালস ৷ ওষুধের নাম ছিল হেরোইন হাইড্রোক্লোরাইড ৷ এর আগে কাশির ওষুধ হিসেবে ব্যবহার করা হত মরফিন ৷ কিন্তু কাশি কমলেও মরফিনে তীব্র আসক্তি তৈরি হত ব্যবহারকারীদের ৷ সেই কারণেই হেরোইন বাজারে আনা হয় মরফিনের বিকল্প হিসেবে ৷ প্রথম দিকে মনে করা হয়েছিল হেরোইন কোনওরকম আসক্তির জন্ম দেবে না ৷

বায়ার ফার্মাসিউটিক্যালস ও হেরোইন ওষুধ

1898 সাল থেকেই বায়ার ফার্মাসিউটিক্যালস জোরকদমে এই ওষুধের বাণিজ্যিক প্রচার শুরু করে দেয় ৷ বলা হয়, এই ওষুধে কোনওরকম আসক্তি তৈরি হবে না ৷ ব্রংকাইটিস, টিউবারকিউলোসিস ও অন্যান্য কাশি সংক্রান্ত অসুস্থতার অব্যর্থ ওষুধ হেরোইন ৷ 1906 সালে অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন হেরোইন ব্যবহারের অনুমতি দেয় এবং এটিকে বাজারে চলতি মরফিনের বিকল্প হিসেবেও জানানো হয় ৷

image
বর্তমানে নিষিদ্ধ হেরোইন

হেরোইন নিষিদ্ধ

কিন্তু বাজারে হেরোইন হাইড্রোক্লোরাইড আসার পরেই এই ওষুধের প্রতি আসক্তি তীব্রভাবে বেড়ে যায় ৷ বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে শুরু করে ৷ এমন একাধিক খবর সামনে আসতে শুরু করে ৷ শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই প্রায় দু'লাখ মানুষ হেরোইন আসক্ত হয়ে পড়ে ৷ 1914 সালে হ্যারিসন নারকোটিকস অ্যাক্ট তৈরি হয় কোকেন, হেরোইন ও গাঁজার নেশা আটকানোর জন্য ৷ এরপরও সমস্যার খুব একটা সমাধান হয়নি ৷ 1924 সালে নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, শহরে যত অপরাধ হয়েছে তার 94 শতাংশ হয়েছে হেরোইনের আসক্তির কারণে ৷ এরপর ওই বছরেই অ্যামেরিকা খোলা বাজারে হেরোইন হাইড্রোক্লোরাইডের বিক্রি নিষিদ্ধ করে দেয় ৷ এরপর একে একে অন্য দেশগুলিতেও নিষিদ্ধ হয়ে যায় হেরোইন হাইড্রোক্লোরাইড ৷

বর্তমানে হেরোইন সহ ধরা পড়লে কী শাস্তি

ভারতেও মাদক আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে হেরোইন ৷ হেরোইন সেবন করলে বা হেরোইনের সঙ্গে ধরা পড়লে শাস্তির নিদান রয়েছে ৷ 5 গ্রাম পর্যন্ত হেরোইন-সহ ধরা পড়লে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, একবছর পর্যন্ত কারাবাস অথবা 10 হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে ৷ 250 গ্রাম পর্যন্ত হেরোইন নিয়ে ধরা পড়লে 10 বছর থেকে 20 বছর পর্যন্ত কারাবাস বা 1 লাখ - 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে ৷

কাশি হয়েছে ? উনিশ শতকে হলে আপনাকে এতক্ষণে হেরোইন নেওয়ার জন্য প্রেশক্রিপশন দিয়ে দিতেন ডাক্তার ৷ অবাক হবেন না ৷ হেরোইনের শুরুটা কিন্তু মাদক হিসেব হয়নি ৷ হয়েছিল ওষুধ হিসেবে ৷ আগে কাশির ওষুধ হিসেবেই ব্যবহার করা হত হেরোইন ৷

উনিশ শতকে হেরোইনের ব্যবহার

উনিশ শতকে শিশুদের সামান্য কাশি হলেও হেরোইন খাইয়ে দেওয়া হত ৷ সে হেরোইনের আবার বিভিন্ন ধরন ৷ টনিক থেকে শুরু করে লজেন্স, ড্রপ সবরকমই মিলত হেরোইন ৷ আর এই ওষুধ বাজারে এনেছিল বায়ার ফার্মাসিউটিক্যালস ৷ ওষুধের নাম ছিল হেরোইন হাইড্রোক্লোরাইড ৷ এর আগে কাশির ওষুধ হিসেবে ব্যবহার করা হত মরফিন ৷ কিন্তু কাশি কমলেও মরফিনে তীব্র আসক্তি তৈরি হত ব্যবহারকারীদের ৷ সেই কারণেই হেরোইন বাজারে আনা হয় মরফিনের বিকল্প হিসেবে ৷ প্রথম দিকে মনে করা হয়েছিল হেরোইন কোনওরকম আসক্তির জন্ম দেবে না ৷

বায়ার ফার্মাসিউটিক্যালস ও হেরোইন ওষুধ

1898 সাল থেকেই বায়ার ফার্মাসিউটিক্যালস জোরকদমে এই ওষুধের বাণিজ্যিক প্রচার শুরু করে দেয় ৷ বলা হয়, এই ওষুধে কোনওরকম আসক্তি তৈরি হবে না ৷ ব্রংকাইটিস, টিউবারকিউলোসিস ও অন্যান্য কাশি সংক্রান্ত অসুস্থতার অব্যর্থ ওষুধ হেরোইন ৷ 1906 সালে অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন হেরোইন ব্যবহারের অনুমতি দেয় এবং এটিকে বাজারে চলতি মরফিনের বিকল্প হিসেবেও জানানো হয় ৷

image
বর্তমানে নিষিদ্ধ হেরোইন

হেরোইন নিষিদ্ধ

কিন্তু বাজারে হেরোইন হাইড্রোক্লোরাইড আসার পরেই এই ওষুধের প্রতি আসক্তি তীব্রভাবে বেড়ে যায় ৷ বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে শুরু করে ৷ এমন একাধিক খবর সামনে আসতে শুরু করে ৷ শুধুমাত্র নিউ ইয়র্ক শহরেই প্রায় দু'লাখ মানুষ হেরোইন আসক্ত হয়ে পড়ে ৷ 1914 সালে হ্যারিসন নারকোটিকস অ্যাক্ট তৈরি হয় কোকেন, হেরোইন ও গাঁজার নেশা আটকানোর জন্য ৷ এরপরও সমস্যার খুব একটা সমাধান হয়নি ৷ 1924 সালে নিউ ইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, শহরে যত অপরাধ হয়েছে তার 94 শতাংশ হয়েছে হেরোইনের আসক্তির কারণে ৷ এরপর ওই বছরেই অ্যামেরিকা খোলা বাজারে হেরোইন হাইড্রোক্লোরাইডের বিক্রি নিষিদ্ধ করে দেয় ৷ এরপর একে একে অন্য দেশগুলিতেও নিষিদ্ধ হয়ে যায় হেরোইন হাইড্রোক্লোরাইড ৷

বর্তমানে হেরোইন সহ ধরা পড়লে কী শাস্তি

ভারতেও মাদক আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে হেরোইন ৷ হেরোইন সেবন করলে বা হেরোইনের সঙ্গে ধরা পড়লে শাস্তির নিদান রয়েছে ৷ 5 গ্রাম পর্যন্ত হেরোইন-সহ ধরা পড়লে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, একবছর পর্যন্ত কারাবাস অথবা 10 হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে ৷ 250 গ্রাম পর্যন্ত হেরোইন নিয়ে ধরা পড়লে 10 বছর থেকে 20 বছর পর্যন্ত কারাবাস বা 1 লাখ - 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে ৷

Last Updated : Jul 9, 2020, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.