ETV Bharat / bharat

ভারী বৃষ্টিতে জল ঢুকল পটনার সড়ক নির্মাণমন্ত্রীর বাসভবনে

পটনায় ভারী বৃষ্টিতে সড়ক নির্মাণমন্ত্রী নন্দকিশোর যাদবের বাসভবনে জল ঢুকল ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 29, 2020, 3:35 AM IST

পটনা, 28 জুন : ভারী বৃষ্টিপাতের কারণে পটনার একাধিক এলাকায় জল জমেছে । রাজ্যের সড়ক নির্মাণমন্ত্রী নন্দকিশোর যাদবের বাসভবনেও জল ঢোকার কথা জানা যাচ্ছে । জল জমে যাওয়ার কারণে এলাকায় যান চলাচল কমে গেছে ।

ভারতীয় আবহাওয়া দপ্তর ( IMD) আগামী 48 ঘণ্টার মধ্যে বিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি, ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে । সঙ্গে জারি করা হয়েছে বন্যা সতর্কতা । IMD অনুযায়ী, এই বছর বর্ষা অন্যান্য বছরের তুলনায় 12 দিন আগে এসেছে । আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সিওয়ান, গোপালগঞ্জ, সীতামারী, দরভাঙ্গা, সুপল, আরারিয়া, কিশানগঞ্জ ও কাটিহারে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে । এদিকে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার বন্যার কারণে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার দেওয়ার কথা ঘোষণা করেছে । পাশাপাশি মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে , বন্যার কারণে যে সমস্ত ব্যক্তি গবাদি পশু হারিয়েছেন তাঁদেরও সাহায্য করা হবে ।

প্রতিবছর বিহারে বন্যায় প্রাণ হারান এক হাজারেরও বেশি মানুষ । লাখ লাখ মানুষ সমস্ত কিছু হরিয়ে সম্বলহীন হয়ে পড়েন । এই বছর রাজ্যে বন্যার পাশাপাশি দোসর হয়েছে কোরোনা । সেকারণে ভারতীয় আবহাওয়া দপ্তর আগে থেকেই রাজ্য সরকারকে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সবরকম ভাবে প্রস্তুত থাকতে বলেছে ।

ভারী বৃষ্টিতে জল ঢুকল পটনার সড়কনির্মাণমন্ত্রীর বাসভবনে

পটনা, 28 জুন : ভারী বৃষ্টিপাতের কারণে পটনার একাধিক এলাকায় জল জমেছে । রাজ্যের সড়ক নির্মাণমন্ত্রী নন্দকিশোর যাদবের বাসভবনেও জল ঢোকার কথা জানা যাচ্ছে । জল জমে যাওয়ার কারণে এলাকায় যান চলাচল কমে গেছে ।

ভারতীয় আবহাওয়া দপ্তর ( IMD) আগামী 48 ঘণ্টার মধ্যে বিহারের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি, ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে । সঙ্গে জারি করা হয়েছে বন্যা সতর্কতা । IMD অনুযায়ী, এই বছর বর্ষা অন্যান্য বছরের তুলনায় 12 দিন আগে এসেছে । আবহাওয়া ব্যুরো জানিয়েছে, সিওয়ান, গোপালগঞ্জ, সীতামারী, দরভাঙ্গা, সুপল, আরারিয়া, কিশানগঞ্জ ও কাটিহারে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে । এদিকে, নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার বন্যার কারণে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার দেওয়ার কথা ঘোষণা করেছে । পাশাপাশি মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে , বন্যার কারণে যে সমস্ত ব্যক্তি গবাদি পশু হারিয়েছেন তাঁদেরও সাহায্য করা হবে ।

প্রতিবছর বিহারে বন্যায় প্রাণ হারান এক হাজারেরও বেশি মানুষ । লাখ লাখ মানুষ সমস্ত কিছু হরিয়ে সম্বলহীন হয়ে পড়েন । এই বছর রাজ্যে বন্যার পাশাপাশি দোসর হয়েছে কোরোনা । সেকারণে ভারতীয় আবহাওয়া দপ্তর আগে থেকেই রাজ্য সরকারকে এই খারাপ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সবরকম ভাবে প্রস্তুত থাকতে বলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.