ETV Bharat / bharat

মহারাষ্ট্রে মালগাড়ি লাইনচ্যুত, ভারী বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন - accident

মহারাষ্ট্রের লোনাভালার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি । পাশাপাশি গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন হওয়ায় মুম্বই ডিভিশনের সব শাখায় ট্রেন চলাচল ব্যাহত ।

author img

By

Published : Jul 1, 2019, 9:37 AM IST

Updated : Jul 1, 2019, 9:49 AM IST

মুম্বই, 1 জুলাই : মহারাষ্ট্রের লোনাভালার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি । দুর্ঘটনার জেরে মুম্বই-পুনে শাখায় 10টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক । এছাড়া যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের ।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন মুম্বই ডিভিশনের সব শাখা
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন মুম্বই ডিভিশনের সব শাখা

এদিকে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন হওয়ায় মুম্বই থেকে আহমেদাবাদগামী শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । পশ্চিম রেল সূত্রে খবর, গতকাল রাতভর 361 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যার মধ্যে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে । মুম্বইয়ের মাতুঙ্গা ও সিয়ন রেলস্টেশনের মাঝে রেললাইন জলমগ্ন ।

জল জমে থাকায় মুম্বই ডিভিশনের সব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখছেন পশ্চিম রেলের সিনিয়র আধিকারিকরা । পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের তরফে কাজ শুরু হয়েছে । এদিকে মেরামতির কাজ চলাকালীন লাইনের উপর বাঁশের কাঠামো পড়ায় মুম্বইয়ের চার্চগেট ও মেরিন লাইনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ।

মুম্বই, 1 জুলাই : মহারাষ্ট্রের লোনাভালার কাছে লাইনচ্যুত হল মালগাড়ি । দুর্ঘটনার জেরে মুম্বই-পুনে শাখায় 10টি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক । এছাড়া যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লা ট্রেনের ।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন মুম্বই ডিভিশনের সব শাখা
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন মুম্বই ডিভিশনের সব শাখা

এদিকে, গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে লাইন জলমগ্ন হওয়ায় মুম্বই থেকে আহমেদাবাদগামী শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । পশ্চিম রেল সূত্রে খবর, গতকাল রাতভর 361 মিলিমিটার বৃষ্টি হয়েছে । যার মধ্যে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে সোমবার ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে । মুম্বইয়ের মাতুঙ্গা ও সিয়ন রেলস্টেশনের মাঝে রেললাইন জলমগ্ন ।

জল জমে থাকায় মুম্বই ডিভিশনের সব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে । পরিস্থিতির উপর নজর রাখছেন পশ্চিম রেলের সিনিয়র আধিকারিকরা । পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের তরফে কাজ শুরু হয়েছে । এদিকে মেরামতির কাজ চলাকালীন লাইনের উপর বাঁশের কাঠামো পড়ায় মুম্বইয়ের চার্চগেট ও মেরিন লাইনের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ।

Mumbai, July 01 (ANI): Mumbai has continues received heavy rainfall on Monday that led to water logging at Sion circle. Mumbai roads have turned into a mini river. Roads far and wide are flooded, making it extremely touch for the vehicles to move. Police officials along with the BMC workers are using pumps to remove water.
Last Updated : Jul 1, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.