ETV Bharat / bharat

"মাস্টার্স না করেই MPhil" রাহুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন জেটলির - bcom

স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস। পালটা আক্রমণের পথে হাঁটল BJP। এবার রাহুল গান্ধির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন জেটলি।

রাহুল গান্ধি ও অরুণ জেটলি
author img

By

Published : Apr 14, 2019, 3:48 AM IST

নিউ দিল্লি, 14 এপ্রিল : লোকসভা ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের শিক্ষাগত যোগ্যতার হলফনামা জমা দিয়েছেন স্মৃতি ইরানি। ফলে ফের স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে স্মৃতির হয়ে ব্যাট ধরলেন অরুণ জেটলি। নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। প্রশ্ন তুললেন, রাহুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ব্লগে জেটলি লিখেছেন, "রাহুল গান্ধি বলেছিলেন মাস্টার্স ডিগ্রি ছাড়াই MPhil পেয়েছেন। এখন তো BJP প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর ফোকাস করা হচ্ছে। রাহুল গান্ধির অ্যাকাডেমিক শংসাপত্রের অডিট সামনে আনলে তাঁকেও জবাবদিহি করতে হবে।"

ব্লগের পাশাপাশি নিজের বক্তব্য ফেসবুকেও পোস্ট করেন জেটলি। ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর টুইটারে জবাব দেওয়া হয় কংগ্রেসের তরফে। সেখানে লেখা হয়, "জেটলি জি ওরফে ব্লগ মন্ত্রী জি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর সরাসরি M. Phil ডিগ্রি দেওয়া হয়। কিন্তু আপনি কি বলতে পারেন, রাফাল কাণ্ডে ফ্রান্স সরকার অনিল আম্বানির জন্য 143 মিলিয়ন ইউরো মূল্যের কর কেন ছাড় দিয়েছেন?"

এবছর আমেথি থেকে ভোটে লড়ছেন স্মৃতি ইরানি। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তিন বছরের ডিগ্রি কোর্স সম্পন্ন করেননি। এই তথ্য সামনে আসার পর থেকেই স্মৃতির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

বিতর্কের সূত্রপাত 2014 সালে। সেবার লোকসভা ভোটে আমেথি আসন থেকে রাহুল গান্ধির বিরুদ্ধে লড়েন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতার জায়গায় লেখেন, "ব্যাচেলর অব কমার্স পার্ট -1, স্কুল অব ওপেন লার্নিং-দিল্লি বিশ্ববিদ্যালয়-1994।" অথচ 2004 সালে কংগ্রেস নেতা কপিল সিবলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় জানিয়েছিলেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেছেন। 2004 ও 2014 সালে এই দুই হলফনামা স্মৃতিকে অস্বস্তিতে ফেলে। কংগ্রেস ও অন্য রাজনৈতিক দলগুলির আক্রমণের মুখে পড়তে হয় স্মৃতিকে।

নিউ দিল্লি, 14 এপ্রিল : লোকসভা ভোটে মনোনয়ন জমা দেওয়ার সময় নিজের শিক্ষাগত যোগ্যতার হলফনামা জমা দিয়েছেন স্মৃতি ইরানি। ফলে ফের স্মৃতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে স্মৃতির হয়ে ব্যাট ধরলেন অরুণ জেটলি। নিশানা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে। প্রশ্ন তুললেন, রাহুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। ব্লগে জেটলি লিখেছেন, "রাহুল গান্ধি বলেছিলেন মাস্টার্স ডিগ্রি ছাড়াই MPhil পেয়েছেন। এখন তো BJP প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার উপর ফোকাস করা হচ্ছে। রাহুল গান্ধির অ্যাকাডেমিক শংসাপত্রের অডিট সামনে আনলে তাঁকেও জবাবদিহি করতে হবে।"

ব্লগের পাশাপাশি নিজের বক্তব্য ফেসবুকেও পোস্ট করেন জেটলি। ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর টুইটারে জবাব দেওয়া হয় কংগ্রেসের তরফে। সেখানে লেখা হয়, "জেটলি জি ওরফে ব্লগ মন্ত্রী জি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর সরাসরি M. Phil ডিগ্রি দেওয়া হয়। কিন্তু আপনি কি বলতে পারেন, রাফাল কাণ্ডে ফ্রান্স সরকার অনিল আম্বানির জন্য 143 মিলিয়ন ইউরো মূল্যের কর কেন ছাড় দিয়েছেন?"

এবছর আমেথি থেকে ভোটে লড়ছেন স্মৃতি ইরানি। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তিনি জানিয়েছেন, তিন বছরের ডিগ্রি কোর্স সম্পন্ন করেননি। এই তথ্য সামনে আসার পর থেকেই স্মৃতির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস।

বিতর্কের সূত্রপাত 2014 সালে। সেবার লোকসভা ভোটে আমেথি আসন থেকে রাহুল গান্ধির বিরুদ্ধে লড়েন তিনি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় শিক্ষাগত যোগ্যতার জায়গায় লেখেন, "ব্যাচেলর অব কমার্স পার্ট -1, স্কুল অব ওপেন লার্নিং-দিল্লি বিশ্ববিদ্যালয়-1994।" অথচ 2004 সালে কংগ্রেস নেতা কপিল সিবলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সময় জানিয়েছিলেন, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করেছেন। 2004 ও 2014 সালে এই দুই হলফনামা স্মৃতিকে অস্বস্তিতে ফেলে। কংগ্রেস ও অন্য রাজনৈতিক দলগুলির আক্রমণের মুখে পড়তে হয় স্মৃতিকে।


Poonch (Jammu and Kashmir), Apr 01: A 5-year-old girl, a Border Security Force (BSF) inspector were killed and several civilians sustained injuries as Pakistani troops violated ceasefire along Line of Control (LoC) in Jammu and Kashmir's Poonch today. Total five security personnel got injured of which one Border Security Force (BSF) inspector succumbed to his injuries. The injured have been admitted to the nearby hospital. Pakistani troops violated ceasefire by firing mortar shells and small arms in Mankote and Krishna Ghati sectors of Poonch district. Further details are awaited in this incident.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.