দিল্লি, 29 জুলাই : ড্রাগ ডিলার ও ফার্মাসিস্টদের তীব্র আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ারের ক্ষেত্রে কোনও লাইসেন্সের প্রয়োজন নেই। কোরোনা মোকাবিলায় স্যানিটাইজ়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনস্বার্থে এটি সহজ প্রাপ্য করতে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
1940 সালের ড্রাগস ও কসমেটিক্স আইনের 26বি অনুচ্ছেদ অনুযায়ী হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রিতে কোনও লাইসেন্স লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার একথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। যদিও কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়েছে, যে হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি বা মজুদ রাখবে তাকে 1945 সালের ওষুধ ও প্রসাধনী আইন মেনে চলতে হবে।
সোমবার সরকারের এই বিজ্ঞপ্তির পর থেকে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি করার অধিকার নিয়ে যে অস্পষ্টতা ছিল তা মিটে গিয়েছে। সরকারি গ্যাজেটে উল্লেখ রয়েছে, কোনও দোকানে হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রি বা মজুদ রাখার জন্য ওষুধ ও প্রসাধনী আইনের অন্তর্গত লাইসেন্সের প্রয়োজন নেই।
ওষুধ বিক্রেতাদের জন্য ধাক্কা
সরকারের এই সিদ্ধান্তের ফলে বড়সড় ধাক্কা খেয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। কারণ, তাঁরা সবসময়ই দাবি করেছেন, অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ার শুধুমাত্র ওষুধের দোকানেই বিক্রি হোক।
অল ইন্ডিয়া অর্গানাইজ়েশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (AIOCD) 21 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি চিঠি পাঠায়। সেখানে তারা জানিয়েছে, দেশে হ্যান্ড স্যানিটাইজ়ারের পযাপ্ত যোগান রয়েছে। তাই লাইসেন্সবিহীন সংস্থাগুলিকে স্যানিটাইজ়ার বিক্রির অনুমতি দিলে নিম্নমানের স্যানিটাইজ়ার বিক্রি হতে পারে।
তবে কেন্দ্র AIOCD-র এই যুক্তি প্রত্যাখ্যান করে দেয় এবং সোমবার সরকারিভাবে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজ়ারকে ওষুধ ও প্রসাধনী আইনের আওতা থেকে অব্যাহতি দেওয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম-সচিব মনদীপ কে ভান্ডারি বলেন, "কেন্দ্রীয় সরকার সন্তুষ্ট যে কোভিড-19 প্যানডেমিকের মধ্যে জরুরি প্রয়োজনের চাহিদা পূরণে হ্যান্ড স্যানিটাইজ়ার অপরিহার্য এবং জনস্বার্থে তা সহজ প্রাপ্য করা হয়েছে।"