ETV Bharat / bharat

ভারতমাতার জয় ও অস্বচ্ছতা একসঙ্গে চলতে পারে না : মোদি - india

জনগণকে জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, এই দেশ ও দেশের সম্পত্তি সবার । তাই তা সংরক্ষণ করার দায়িত্বও আমাদের ।

ফাইল ফোটো
author img

By

Published : May 28, 2019, 9:37 PM IST

বারাণসী, 28 মে : জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "একই সঙ্গে ভারত মাতা কী জয় বলবেন । আবার থুতু ফেলে ভারতের মাটি নোংরা করবেন । এটা মেনে নেওয়া যায় না ।"

গতকাল বারাণসীতে একটি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি বলেন, "আমরা একদিকে বলি ভারত মাতা কী জয় । আবার পান খেয়ে থুতু ফেলি । এটা কী ধরনের জাতীয়তাবাদ ।"

পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, সরকারের সম্পত্তি সবার । তাই জনগণকে সেই সম্পত্তি সংরক্ষণ করতে হবে । তিনি বলেন, "আমরা পুরোনো স্কুটারকেও পরিষ্কার করি । অথচ সরকারি বাসে উঠলে তার সিটগুলোকে নষ্ট করে দিই । একবারও কুন্ঠাবোধ করি না । আসল কথা হল এই দেশ ও দেশের সম্পত্তি আমাদের । "

2014 সালে ক্ষমতায় আসার পর থেকে BJP- র গুরুত্বপূর্ণ প্রচারগুলির মধ্যে একটি ছিল পরিচ্ছন্নতা । সেইমতো ক্ষমতায় আসার পর মোদি স্বাধীনতা দিবসে স্বচ্ছ ভারত প্রকল্পটির ঘোষণা করেন । এছাড়াও স্বচ্ছ উচ্চ সেবা আন্দোলন চালু করেন ।

বারাণসী, 28 মে : জাতীয়তাবাদের পাঠ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "একই সঙ্গে ভারত মাতা কী জয় বলবেন । আবার থুতু ফেলে ভারতের মাটি নোংরা করবেন । এটা মেনে নেওয়া যায় না ।"

গতকাল বারাণসীতে একটি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তিনি বলেন, "আমরা একদিকে বলি ভারত মাতা কী জয় । আবার পান খেয়ে থুতু ফেলি । এটা কী ধরনের জাতীয়তাবাদ ।"

পাশাপাশি প্রধানমন্ত্রী জানান, সরকারের সম্পত্তি সবার । তাই জনগণকে সেই সম্পত্তি সংরক্ষণ করতে হবে । তিনি বলেন, "আমরা পুরোনো স্কুটারকেও পরিষ্কার করি । অথচ সরকারি বাসে উঠলে তার সিটগুলোকে নষ্ট করে দিই । একবারও কুন্ঠাবোধ করি না । আসল কথা হল এই দেশ ও দেশের সম্পত্তি আমাদের । "

2014 সালে ক্ষমতায় আসার পর থেকে BJP- র গুরুত্বপূর্ণ প্রচারগুলির মধ্যে একটি ছিল পরিচ্ছন্নতা । সেইমতো ক্ষমতায় আসার পর মোদি স্বাধীনতা দিবসে স্বচ্ছ ভারত প্রকল্পটির ঘোষণা করেন । এছাড়াও স্বচ্ছ উচ্চ সেবা আন্দোলন চালু করেন ।

Bengaluru, May 28 (ANI): While speaking to ANI, on the issue of election results Congress leader DK Shivakumar said, "I never expected such a big loss to the Congress party. In a way let us all sit together and work out. I have just arrived, I have to meet my party leaders and committee. Congress can't be wiped out and Gandhi family has been protecting the party despite all odds."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.