ETV Bharat / bharat

হাফিজ় সইদকে সাড়ে 10 বছরের কারাদণ্ড পাকিস্তান আদালতের

author img

By

Published : Nov 19, 2020, 5:03 PM IST

হাফিজ় সইদ-সহ জামাত-উদ-দাওয়ার চার জঙ্গিনেতাকে দু'টি পৃথক জঙ্গি কার্যকলাপের ঘটনায় সাজা দেওয়া হয়েছে । হাফিজ় সইদ, জ়াফর ইকবাল ও ইয়াহইয়া মুজাহিদিনকে সাড়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আবদুল রহমান মাক্কি, যিনি কি না হাফিজ় সইদের নিকট আত্মীয়ও বটে, তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

হাফিজ় সইদ
হাফিজ় সইদ

দিল্লি, 19 নভেম্বর : 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদকে দু'টি পৃথক জঙ্গি কার্যকলাপের জন্য সাড়ে 10 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের এক আদালত । হাফিজ় সইদ জামাত-উদ-দাওয়া জঙ্গি সংগঠনের প্রধান । এই জামাত-উদ-দাওয়া হল লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন ।

এর আগেও পাকিস্তানে হাফিজ় সইদকে কারাদণ্ড দেওয়া হয়েছিল । ফেব্রুয়ারি মাসেই জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য করার অভিযোগ হাফিজ় সইদ ও তার অনুগামীদের 11 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল ।

সংবাদসংস্থা PTI -এ প্রকাশ, হাফিজ় সইদ-সহ জামাত-উদ-দাওয়ার চার জঙ্গিনেতাকে দু'টি পৃথক জঙ্গি কার্যকলাপের ঘটনায় সাজা দেওয়া হয়েছে । হাফিজ় সইদ, জ়াফর ইকবাল ও ইয়াহইয়া মুজাহিদিনকে সাড়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আবদুল রহমান মাক্কি, যিনি কি না হাফিজ় সইদের নিকট আত্মীয়ও বটে, তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : হাফিজ় সইদের 11 বছরের জেল

হাফিজ় সইদ ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছে । 2008 সালে মুম্বই হামলায় 166 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন । জখম হয়েছিলেন আরও কয়েক'শো মানুষ । ওই মুম্বই হামলার মূল চক্রী ছিল জঙ্গি নেতা হাফিজ় সইদ । শুধু তাই নয়, রাষ্ট্রসংঘ ও অ্যামেরিকা উভয়ই তাকে "গ্লোবাল টেররিস্ট"-এর তকমা দিয়েছে । হাফিজ় সইদের মাথার উপর 10 মিলিয়ন অ্যামেরিকান ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে ।

জঙ্গিদমনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছিল পাকিস্তানের উপর । তার জেরেই গত বছরের জুলাইয়ে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্যের মামলায় পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল হাফিজ সইদকে । লাহোরে কোট লাখপত কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল তাদের ।

দিল্লি, 19 নভেম্বর : 26/11 মুম্বই হামলার মূল চক্রী হাফিজ় সইদকে দু'টি পৃথক জঙ্গি কার্যকলাপের জন্য সাড়ে 10 বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের এক আদালত । হাফিজ় সইদ জামাত-উদ-দাওয়া জঙ্গি সংগঠনের প্রধান । এই জামাত-উদ-দাওয়া হল লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন ।

এর আগেও পাকিস্তানে হাফিজ় সইদকে কারাদণ্ড দেওয়া হয়েছিল । ফেব্রুয়ারি মাসেই জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য করার অভিযোগ হাফিজ় সইদ ও তার অনুগামীদের 11 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল ।

সংবাদসংস্থা PTI -এ প্রকাশ, হাফিজ় সইদ-সহ জামাত-উদ-দাওয়ার চার জঙ্গিনেতাকে দু'টি পৃথক জঙ্গি কার্যকলাপের ঘটনায় সাজা দেওয়া হয়েছে । হাফিজ় সইদ, জ়াফর ইকবাল ও ইয়াহইয়া মুজাহিদিনকে সাড়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে । এছাড়া আবদুল রহমান মাক্কি, যিনি কি না হাফিজ় সইদের নিকট আত্মীয়ও বটে, তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : হাফিজ় সইদের 11 বছরের জেল

হাফিজ় সইদ ভারতের ওয়ান্টেড তালিকায় রয়েছে । 2008 সালে মুম্বই হামলায় 166 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন । জখম হয়েছিলেন আরও কয়েক'শো মানুষ । ওই মুম্বই হামলার মূল চক্রী ছিল জঙ্গি নেতা হাফিজ় সইদ । শুধু তাই নয়, রাষ্ট্রসংঘ ও অ্যামেরিকা উভয়ই তাকে "গ্লোবাল টেররিস্ট"-এর তকমা দিয়েছে । হাফিজ় সইদের মাথার উপর 10 মিলিয়ন অ্যামেরিকান ডলার পুরষ্কার ঘোষণা করা হয়েছে ।

জঙ্গিদমনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছিল পাকিস্তানের উপর । তার জেরেই গত বছরের জুলাইয়ে জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্যের মামলায় পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল হাফিজ সইদকে । লাহোরে কোট লাখপত কারাগারে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল তাদের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.