ETV Bharat / bharat

লকডাউন 4.0 : আজ ঘোষণা হতে পারে কেন্দ্রের নতুন নির্দেশিকা

author img

By

Published : May 17, 2020, 1:22 PM IST

আগামীকাল থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হতে চলেছে । তা 31 মে পর্যন্ত চলবে । আজ চতুর্থ দফার লকডাউনের জন্য কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি হতে পারে বলে মনে করছেন অনেকে ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

দিল্লি, 17 মে : আজ শেষ হতে চলেছে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন । এই দফায় কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছিল । আর আগামীকাল থেকে চতুর্থ দফায় লকডাউন শুরু হতে চলেছে । এটি 31 মে পর্যন্ত চলবে ।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, চতুর্থ দফার লকডাউন আগেরগুলি থেকে সম্পূর্ণরূপ আলাদা হবে । এই দফায় নতুন অনেক নিয়ম আনা হবে । আজ চতুর্থ দফার লকডাউনের জন্য কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে বলেই মনে করছেন অনেকে ।

12 মে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "চতুর্থ দফার লকডাউনকে সম্পূর্ণ নতুন নিয়মাবলীর সঙ্গে ডিজ়াইন করা হবে । রাজ্যগুলির তরফে পাওয়া পরামর্শ ও তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউন 4-র সম্পর্কে বিস্তারিত তথ্য 18 মে'র আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে ।" সঙ্গে তিনি জানান, "এই নিয়মগুলি অনুসরণ করলে আমরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে যাব বলে আমার বিশ্বাস ।"

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে "আত্মনির্ভর ভারত"-র প্রসঙ্গও তুলেছিলেন । তার জন্য 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণাও করেন তিনি । বুধবার থেকে পাঁচ দফায় সেই আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । প্রধানমন্ত্রী বলেন, এই প্যাকেজ "আত্মনির্ভর ভারত" গড়তে সাহায্য করবে ।

দিল্লি, 17 মে : আজ শেষ হতে চলেছে দেশজুড়ে তৃতীয় দফার লকডাউন । এই দফায় কয়েকটি ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছিল । আর আগামীকাল থেকে চতুর্থ দফায় লকডাউন শুরু হতে চলেছে । এটি 31 মে পর্যন্ত চলবে ।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, চতুর্থ দফার লকডাউন আগেরগুলি থেকে সম্পূর্ণরূপ আলাদা হবে । এই দফায় নতুন অনেক নিয়ম আনা হবে । আজ চতুর্থ দফার লকডাউনের জন্য কেন্দ্রের তরফে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে বলেই মনে করছেন অনেকে ।

12 মে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, "চতুর্থ দফার লকডাউনকে সম্পূর্ণ নতুন নিয়মাবলীর সঙ্গে ডিজ়াইন করা হবে । রাজ্যগুলির তরফে পাওয়া পরামর্শ ও তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লকডাউন 4-র সম্পর্কে বিস্তারিত তথ্য 18 মে'র আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে ।" সঙ্গে তিনি জানান, "এই নিয়মগুলি অনুসরণ করলে আমরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও এগিয়ে যাব বলে আমার বিশ্বাস ।"

প্রধানমন্ত্রী তাঁর ভাষণে "আত্মনির্ভর ভারত"-র প্রসঙ্গও তুলেছিলেন । তার জন্য 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণাও করেন তিনি । বুধবার থেকে পাঁচ দফায় সেই আর্থিক প্যাকেজের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । প্রধানমন্ত্রী বলেন, এই প্যাকেজ "আত্মনির্ভর ভারত" গড়তে সাহায্য করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.