দিল্লি, 4 জুলাই : 2019-20 আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ হল সংসদে । আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করেন এই সমীক্ষা । সমীক্ষা অনুযায়ী, অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলে দেশের বৃদ্ধির হার 7 শতাংশ থাকবে । এই সমীক্ষা যদি বাস্তবরূপ নেয় তবে চিনকে পিছনে ফেলে ভারত আবার দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হতে চলেছে । রিপোর্টটি তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন ।
পাশাপাশি আজকের সমীক্ষায় জানানো হয়েছে, 2018-19 সালের বার্ষিক আর্থিক ঘাটতি 5.8 শতাংশ । 2017-18 আর্থিক বছরে এই ঘাটতি ছিল 6.4 শতাংশ । 2018 সালের মাঝামাঝি থেকে গ্রামাঞ্চলে পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে রিপোর্টে । সেইসঙ্গে রিপোর্ট বলছে, তেলের দামও কমতে পারে ।
এদিকে আজকের রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়, যদি চলতি আর্থিক বর্ষে বৃদ্ধির হার কমে তাহলে তার প্রভাব পড়বে রাজস্ব আদায়ে । বর্তমান সরকারের লক্ষ্য, 2025 সালের মধ্যে দেশকে 5 ট্রিলিয়নের অর্থনীতি হিসেবে গড়ে তোলার । তার জন্য বৃদ্ধির হার 8 শতাংশ হওয়া প্রয়োজন বলেও জানানো হয়েছে আর্থিক সমীক্ষায় ।