ETV Bharat / bharat

ট্র্যাফিক আইন ভাঙলেই লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে

পথ নিরাপত্ত সুনিশ্চিত করতে মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার । আইন ভাঙলেই কঠোর শাস্তি ও বড় অঙ্কের জরিমানা হতে পারে ।

ট্র্যাফিক আইন ভাঙলে শাস্তি
author img

By

Published : Jun 26, 2019, 12:59 PM IST

দিল্লি, 26 জুন : ট্র্যাফিক আইন ভাঙলেই কঠোর শাস্তি ও সেইসঙ্গে বড় অঙ্কের জরিমানা । সোমবার পথ নিরাপত্ত সুনিশ্চিত করতে মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ।

প্রস্তাবিত এই সংশোধনীতে কী কী রয়েছে -

  • মদ্যপ অবস্থায় ড্রাইভ করলে আগে যা জরিমানা ছিল তার পাঁচগুণ বাড়িয়ে বিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাবনা দেওয়া হয়েছে ।
  • অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা প্রদানকারী যানগুলিকে যাওয়ার সময় রাস্তা না দিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।
  • গাড়ির গতি নির্ধারিত গতিবেগের চেয়ে বাড়ানো হলে অথবা অন্য কোনও গাড়ির সঙ্গে রেষারেষির ক্ষেত্রে জরিমানা 10 গুণ বাড়িয়ে 5,000 টাকা করার কথা রয়েছে বিলটিতে ।
  • পথ দুর্ঘটনায় আহতদের সহায়তা করতে যাঁরা এগিয়ে আসবেন তাঁদের কোনওরকম হয়রানির মধ্যে যাতে পড়তে না হয় তাও সুনিশ্চিত করা হয়েছে ।
  • এই বিল অনুযায়ী কোনও পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে 10 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ও আহতদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের কথা বলা হয়েছে ।
  • লাইসেন্সের অনুমোদন দিতে গেলে যে সব নিয়ম কানুন রয়েছে সেগুলি না মানলে, লাইসেন্স প্রদানকারী সংস্থা গুলিকে 1 লাখ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ।
  • নতুন গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ-সরল করার প্রস্তাবনা রয়েছে বিলটিতে । ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকেলস রেজিট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ।
  • সেই সঙ্গে সংশোধনীতে ড্রাইভিং লাইসেন্সের নিয়মও বদল করা হয়েছে । বর্তমান নিয়মে যতদিন না পর্যন্ত কারও বয়স 50 বছর হচ্ছে ততদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 20 বছর । তারপর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 5 বছর । কিন্তু নতুন সংশোধনীকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সংক্রান্ত বিভিন্ন ক্যাটেগরি যোগ করা হয়েছে । যেমন ধরা যাক, কারও বয়স 30 বছর থেকে 50 বছরের মধ্যে । সেক্ষেত্রে 20 বছর নয়, তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হবে 10 বছর । বিলে রয়েছে মানুষের ক্ষতি হতে পারে বা পরিবেশ দূষণের জন্য দায়ি এমন খারাপ ও পুরোনো গাড়িগুলি তুলে নেবে কেন্দ্রীয় সরকার । সিট ব্লেট না পরলে 1000 টাকা ফাইন, দু'চাকার ক্ষেত্রে হেলমেট না পরলে 1000 টাকা ফাইন ও সেইসঙ্গে তিন মাসের জন্য বাতিল লাইসেন্স । প্রস্তাবিত সংশোধনীতে ড্রাইভিং প্রশিক্ষণ প্রক্রিয়াকেও আরও মজবুত করা হয়েছে । সংশোধনী প্রস্তাবনা অনুযায়ী ওলা, উবারের মতো ক্যাব সংযোগকারী সংস্থাগুলির ক্ষেত্রে নিয়ম না মানলে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ।

সংসদের চলতি অধিবেশনে এই সংশোধনী বিলটি পেশ করবে সড়ক পরিবহন মন্ত্রক ।

2017 সালে বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় বিলটি পাশ হয়নি । বিলটিকে আইন হিসেবে বলবৎ করতে হলে রাজ্যসভার সংসদের দুটি কক্ষেরই অনুমোদন প্রয়োজন ।

দিল্লি, 26 জুন : ট্র্যাফিক আইন ভাঙলেই কঠোর শাস্তি ও সেইসঙ্গে বড় অঙ্কের জরিমানা । সোমবার পথ নিরাপত্ত সুনিশ্চিত করতে মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ।

প্রস্তাবিত এই সংশোধনীতে কী কী রয়েছে -

  • মদ্যপ অবস্থায় ড্রাইভ করলে আগে যা জরিমানা ছিল তার পাঁচগুণ বাড়িয়ে বিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাবনা দেওয়া হয়েছে ।
  • অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা প্রদানকারী যানগুলিকে যাওয়ার সময় রাস্তা না দিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।
  • গাড়ির গতি নির্ধারিত গতিবেগের চেয়ে বাড়ানো হলে অথবা অন্য কোনও গাড়ির সঙ্গে রেষারেষির ক্ষেত্রে জরিমানা 10 গুণ বাড়িয়ে 5,000 টাকা করার কথা রয়েছে বিলটিতে ।
  • পথ দুর্ঘটনায় আহতদের সহায়তা করতে যাঁরা এগিয়ে আসবেন তাঁদের কোনওরকম হয়রানির মধ্যে যাতে পড়তে না হয় তাও সুনিশ্চিত করা হয়েছে ।
  • এই বিল অনুযায়ী কোনও পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে 10 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ও আহতদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের কথা বলা হয়েছে ।
  • লাইসেন্সের অনুমোদন দিতে গেলে যে সব নিয়ম কানুন রয়েছে সেগুলি না মানলে, লাইসেন্স প্রদানকারী সংস্থা গুলিকে 1 লাখ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ।
  • নতুন গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ-সরল করার প্রস্তাবনা রয়েছে বিলটিতে । ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকেলস রেজিট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ।
  • সেই সঙ্গে সংশোধনীতে ড্রাইভিং লাইসেন্সের নিয়মও বদল করা হয়েছে । বর্তমান নিয়মে যতদিন না পর্যন্ত কারও বয়স 50 বছর হচ্ছে ততদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 20 বছর । তারপর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 5 বছর । কিন্তু নতুন সংশোধনীকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সংক্রান্ত বিভিন্ন ক্যাটেগরি যোগ করা হয়েছে । যেমন ধরা যাক, কারও বয়স 30 বছর থেকে 50 বছরের মধ্যে । সেক্ষেত্রে 20 বছর নয়, তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হবে 10 বছর । বিলে রয়েছে মানুষের ক্ষতি হতে পারে বা পরিবেশ দূষণের জন্য দায়ি এমন খারাপ ও পুরোনো গাড়িগুলি তুলে নেবে কেন্দ্রীয় সরকার । সিট ব্লেট না পরলে 1000 টাকা ফাইন, দু'চাকার ক্ষেত্রে হেলমেট না পরলে 1000 টাকা ফাইন ও সেইসঙ্গে তিন মাসের জন্য বাতিল লাইসেন্স । প্রস্তাবিত সংশোধনীতে ড্রাইভিং প্রশিক্ষণ প্রক্রিয়াকেও আরও মজবুত করা হয়েছে । সংশোধনী প্রস্তাবনা অনুযায়ী ওলা, উবারের মতো ক্যাব সংযোগকারী সংস্থাগুলির ক্ষেত্রে নিয়ম না মানলে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ।

সংসদের চলতি অধিবেশনে এই সংশোধনী বিলটি পেশ করবে সড়ক পরিবহন মন্ত্রক ।

2017 সালে বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় বিলটি পাশ হয়নি । বিলটিকে আইন হিসেবে বলবৎ করতে হলে রাজ্যসভার সংসদের দুটি কক্ষেরই অনুমোদন প্রয়োজন ।

Pulwama (J and K), Jun 26 (ANI): An encounter broke out on Tuesday between terrorists and security forces in forests of Tral area of Pulwama district. The operation is still underway. Troops of 42 Rashtriya Rifles with Special Operations Group, Tral were carrying out a cordon and search operation during which the encounter broke out. On receipt of information, troops of 180 Bn CRPF rushed to the spot for reinforcement. Further details are awaited.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.