দিল্লি, 26 জুন : ট্র্যাফিক আইন ভাঙলেই কঠোর শাস্তি ও সেইসঙ্গে বড় অঙ্কের জরিমানা । সোমবার পথ নিরাপত্ত সুনিশ্চিত করতে মোটর ভেহিকেলস সংশোধনী বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ।
প্রস্তাবিত এই সংশোধনীতে কী কী রয়েছে -
- মদ্যপ অবস্থায় ড্রাইভ করলে আগে যা জরিমানা ছিল তার পাঁচগুণ বাড়িয়ে বিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাবনা দেওয়া হয়েছে ।
- অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবা প্রদানকারী যানগুলিকে যাওয়ার সময় রাস্তা না দিলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ।
- গাড়ির গতি নির্ধারিত গতিবেগের চেয়ে বাড়ানো হলে অথবা অন্য কোনও গাড়ির সঙ্গে রেষারেষির ক্ষেত্রে জরিমানা 10 গুণ বাড়িয়ে 5,000 টাকা করার কথা রয়েছে বিলটিতে ।
- পথ দুর্ঘটনায় আহতদের সহায়তা করতে যাঁরা এগিয়ে আসবেন তাঁদের কোনওরকম হয়রানির মধ্যে যাতে পড়তে না হয় তাও সুনিশ্চিত করা হয়েছে ।
- এই বিল অনুযায়ী কোনও পথ দুর্ঘটনায় কারও মৃত্যু হলে 10 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ ও আহতদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের কথা বলা হয়েছে ।
- লাইসেন্সের অনুমোদন দিতে গেলে যে সব নিয়ম কানুন রয়েছে সেগুলি না মানলে, লাইসেন্স প্রদানকারী সংস্থা গুলিকে 1 লাখ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে ।
- নতুন গাড়ির ক্ষেত্রে রেজিস্ট্রেশন পদ্ধতি আরও সহজ-সরল করার প্রস্তাবনা রয়েছে বিলটিতে । ড্রাইভিং লাইসেন্স ও ভেহিকেলস রেজিট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে ।
- সেই সঙ্গে সংশোধনীতে ড্রাইভিং লাইসেন্সের নিয়মও বদল করা হয়েছে । বর্তমান নিয়মে যতদিন না পর্যন্ত কারও বয়স 50 বছর হচ্ছে ততদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 20 বছর । তারপর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 5 বছর । কিন্তু নতুন সংশোধনীকে ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ সংক্রান্ত বিভিন্ন ক্যাটেগরি যোগ করা হয়েছে । যেমন ধরা যাক, কারও বয়স 30 বছর থেকে 50 বছরের মধ্যে । সেক্ষেত্রে 20 বছর নয়, তার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হবে 10 বছর । বিলে রয়েছে মানুষের ক্ষতি হতে পারে বা পরিবেশ দূষণের জন্য দায়ি এমন খারাপ ও পুরোনো গাড়িগুলি তুলে নেবে কেন্দ্রীয় সরকার । সিট ব্লেট না পরলে 1000 টাকা ফাইন, দু'চাকার ক্ষেত্রে হেলমেট না পরলে 1000 টাকা ফাইন ও সেইসঙ্গে তিন মাসের জন্য বাতিল লাইসেন্স । প্রস্তাবিত সংশোধনীতে ড্রাইভিং প্রশিক্ষণ প্রক্রিয়াকেও আরও মজবুত করা হয়েছে । সংশোধনী প্রস্তাবনা অনুযায়ী ওলা, উবারের মতো ক্যাব সংযোগকারী সংস্থাগুলির ক্ষেত্রে নিয়ম না মানলে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ।
সংসদের চলতি অধিবেশনে এই সংশোধনী বিলটি পেশ করবে সড়ক পরিবহন মন্ত্রক ।
2017 সালে বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় বিলটি পাশ হয়নি । বিলটিকে আইন হিসেবে বলবৎ করতে হলে রাজ্যসভার সংসদের দুটি কক্ষেরই অনুমোদন প্রয়োজন ।