ETV Bharat / bharat

সংস্কার না শেখালে বিদেশে গিয়ে গো-মাংস খায় মিশনারি স্কুলের পড়ুয়ারা : গিরিরাজ - giriraj-singh-waded-into-yet-another-controversygiriraj-singh-waded-into-yet-another-controversy

ফের বিতর্কিত মন্তব্য বেগুসরাইয়ের BJP সাংসদ গিরিরাজ সিংয়ের ৷ ’’অভিজাত পরিবারের শিশুরা, যারা মিশনারি স্কুলে ও বিদেশে পড়াশোনা করে তারা বাইরে গিয়ে গো-মাংস খায় ৷ কারণ আমরা তাদের ভারতীয় সংস্কারে শিক্ষিত করতে পারিনি’’, বলে মন্তব্য করেন তিনি ৷

image
গিরিরাজ সিং
author img

By

Published : Jan 3, 2020, 9:44 AM IST

Updated : Jan 3, 2020, 12:37 PM IST

বেগুসরাই, 3 জানুয়ারি : সংস্কার জরুরি ৷ না হলে বিদেশে গিয়ে মিশনারি স্কুলে পড়াশোনা করা অভিজাত পরিবারের সন্তানরা গো-মাংস খাবে ৷ এমনই মন্তব্য করলেন বেগুসরাইয়ের BJP সাংসদ গিরিরাজ সিং ৷ তিনি দাবি করেন, ‘‘অভিজাত পরিবারের সন্তানরা, যারা মিশনারি স্কুলে ও বিদেশে পড়াশোনা করে, সংস্কার না শেখালে তারা বিদেশে গিয়ে গো-মাংস খায় ৷ কারণ আমরা তাদের ভারতীয় সংস্কারে শিক্ষিত করতে পারিনি ৷’’

তিনি আরও বলেন, ‘‘সমস্ত বেসরকারি স্কুলগুলিতে ভগবত গীতা পড়ানো উচিত ৷’’

‘‘আমি দেখেছি, মিশনারি স্কুলগুলিতে ও অভিজাত পরিবারের শিশুরা শিক্ষাগত ক্ষেত্রে সফল হয় এবং তাদের কেরিয়ারগ্রাফ ঊর্ধ্বমুখী ৷ কিন্তু তারা বাইরে গেলে গোমাংস খায় কেন?’’ কারণ আমরা তাদের সংস্কার শেখাতে পারিনি ৷ ’’, নিজের লোকসভা নির্বাচনী এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে একথা বলেন গিরিরাজ ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ''ভোট ব্যাঙ্কের স্বার্থে কংগ্রেস রোহিঙ্গা শরণার্থীদের কথা ভেবে এসব করছে ৷''

বেগুসরাই, 3 জানুয়ারি : সংস্কার জরুরি ৷ না হলে বিদেশে গিয়ে মিশনারি স্কুলে পড়াশোনা করা অভিজাত পরিবারের সন্তানরা গো-মাংস খাবে ৷ এমনই মন্তব্য করলেন বেগুসরাইয়ের BJP সাংসদ গিরিরাজ সিং ৷ তিনি দাবি করেন, ‘‘অভিজাত পরিবারের সন্তানরা, যারা মিশনারি স্কুলে ও বিদেশে পড়াশোনা করে, সংস্কার না শেখালে তারা বিদেশে গিয়ে গো-মাংস খায় ৷ কারণ আমরা তাদের ভারতীয় সংস্কারে শিক্ষিত করতে পারিনি ৷’’

তিনি আরও বলেন, ‘‘সমস্ত বেসরকারি স্কুলগুলিতে ভগবত গীতা পড়ানো উচিত ৷’’

‘‘আমি দেখেছি, মিশনারি স্কুলগুলিতে ও অভিজাত পরিবারের শিশুরা শিক্ষাগত ক্ষেত্রে সফল হয় এবং তাদের কেরিয়ারগ্রাফ ঊর্ধ্বমুখী ৷ কিন্তু তারা বাইরে গেলে গোমাংস খায় কেন?’’ কারণ আমরা তাদের সংস্কার শেখাতে পারিনি ৷ ’’, নিজের লোকসভা নির্বাচনী এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে একথা বলেন গিরিরাজ ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ইশুতে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, ''ভোট ব্যাঙ্কের স্বার্থে কংগ্রেস রোহিঙ্গা শরণার্থীদের কথা ভেবে এসব করছে ৷''

Mumbai, Jan 03 (ANI): Bollywood lovebirds Alia Bhatt and Ranbir Kapoor returned from Bangkok at Mumbai Airport after their New Year celebrations. Dressed in cool attire, Alia exited the airport in style. Ranbir was spotted in casual attire. On the work front, Alia and Ranbir will be seen together in 'Brahmastra' this year.
Last Updated : Jan 3, 2020, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.