ETV Bharat / bharat

অস্থায়ী সময়ের জন্য বন্ধ অটো গিয়ার কারখানা, শ্রমিক বিক্ষোভ গাজিয়াবাদে - wages

শাহিদাবাদে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে দেওয়া হল অটো গিয়ার কারখানা । যার জেরে প্রায় 300 শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 8, 2020, 3:25 PM IST

গাজিয়াবাদ, 8 জুন : শাহিদাবাদের অটো গিয়ার কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল । এর প্রতিবাদে , এখানে কর্মরত প্রায় 300 শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেছে । তাঁদের দাবি আগাম কোনও নোটিস ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

3 জুন প্রায় 431 জন কর্মী ছাঁটাই করার পর তহবিলে টাকার অভাব মেটানোর জন্য অ্যাটলাস সাইকেল কারখানাটিকে বন্ধ করে দেওয়া হয় । এরপরই বিনা নোটিসে এই অটো গিয়ার কারখানাটিও অস্থায়ী সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সেখানকার শ্রমিকদের মধ্যে । গতকাল আন্দোলনরত শ্রমিকরা জানান , "কারখানা বন্ধের ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি । আমরা অপেক্ষা করছিলাম লকডাউন ওঠার জন্য । যাতে এরপর আমরা প্রাপ্য মজুরিটুকু পাই ।" শ্রমিক ইউনিয়নের সভাপতি ঈশ্বর চাঁদ ত্যাগী বলেন, "আমরা এই বিষয়ে শ্রম কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব । অ্যাটলাস কারখানাটিও একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল । আমরা ন্যায়ের জন্য লড়ব ।"

শ্রমিকদের দাবি বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হয়েছে কম্পানি । এদিকে লকডাউনের আগে থেকেই তাঁদের মজুরি দেওয়া হয়নি । তবে পুরো বিষয়টি নিয়ে কারখানার মালিকদের বক্তব্য এখনও জানা যায়নি ।

গাজিয়াবাদ, 8 জুন : শাহিদাবাদের অটো গিয়ার কারখানাটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল । এর প্রতিবাদে , এখানে কর্মরত প্রায় 300 শ্রমিক বিক্ষোভ দেখাতে শুরু করেছে । তাঁদের দাবি আগাম কোনও নোটিস ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

3 জুন প্রায় 431 জন কর্মী ছাঁটাই করার পর তহবিলে টাকার অভাব মেটানোর জন্য অ্যাটলাস সাইকেল কারখানাটিকে বন্ধ করে দেওয়া হয় । এরপরই বিনা নোটিসে এই অটো গিয়ার কারখানাটিও অস্থায়ী সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সেখানকার শ্রমিকদের মধ্যে । গতকাল আন্দোলনরত শ্রমিকরা জানান , "কারখানা বন্ধের ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি । আমরা অপেক্ষা করছিলাম লকডাউন ওঠার জন্য । যাতে এরপর আমরা প্রাপ্য মজুরিটুকু পাই ।" শ্রমিক ইউনিয়নের সভাপতি ঈশ্বর চাঁদ ত্যাগী বলেন, "আমরা এই বিষয়ে শ্রম কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব । অ্যাটলাস কারখানাটিও একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল । আমরা ন্যায়ের জন্য লড়ব ।"

শ্রমিকদের দাবি বিনা নোটিসে বন্ধ করে দেওয়া হয়েছে কম্পানি । এদিকে লকডাউনের আগে থেকেই তাঁদের মজুরি দেওয়া হয়নি । তবে পুরো বিষয়টি নিয়ে কারখানার মালিকদের বক্তব্য এখনও জানা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.