ETV Bharat / bharat

বিশাখাপটনমে রাসায়নিক কারখানায় গ্যাস লিক, মৃত 2

author img

By

Published : Jun 30, 2020, 7:12 AM IST

Updated : Jun 30, 2020, 8:05 AM IST

Visakhapatnam
Visakhapatnam

07:02 June 30

বিশাখাপটনম, 30 জুন: অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমের একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিক ৷ মঙ্গলবার সকালের এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ অসুস্থ চার ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ 7 মে-র পর এনিয়ে তৃতীয়বার অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনা ঘটল ৷ 

ওই রাসায়নিক কারখানার মালিক বিশাখাপটনমের প্রাক্তন সাংসদ এসপি ওয়াই রেড্ডির পরিবারের সদস্য ৷ একদিন আগে কারখানার পাইপলাইন সারাইয়ের কাজ হয়েছিল ৷ সেখান থেকেই গ্যাস লিক হয়েছে বলে অনুমান ৷ মৃত ও আহতরা সকলেই কারখানার কর্মী ৷ গ্যাস লিকের সময় তাঁরা কারখানায় উপস্থিত ছিলেন ৷ তবে গ্যাস বেশি দূর ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পারওয়াদা থানার ইন্সপেক্টর উদয় কুমার ৷

27 জুন অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত SPY অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ় থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় মৃত্যু হয়েছিল একজনের ৷ দিন তিনেকের মধ্যে ফের গ্যাস লিকের ঘটনা ঘটল ৷  

07:02 June 30

বিশাখাপটনম, 30 জুন: অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনমের একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিক ৷ মঙ্গলবার সকালের এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে ৷ অসুস্থ চার ৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷ 7 মে-র পর এনিয়ে তৃতীয়বার অন্ধ্রপ্রদেশে গ্যাস লিকের ঘটনা ঘটল ৷ 

ওই রাসায়নিক কারখানার মালিক বিশাখাপটনমের প্রাক্তন সাংসদ এসপি ওয়াই রেড্ডির পরিবারের সদস্য ৷ একদিন আগে কারখানার পাইপলাইন সারাইয়ের কাজ হয়েছিল ৷ সেখান থেকেই গ্যাস লিক হয়েছে বলে অনুমান ৷ মৃত ও আহতরা সকলেই কারখানার কর্মী ৷ গ্যাস লিকের সময় তাঁরা কারখানায় উপস্থিত ছিলেন ৷ তবে গ্যাস বেশি দূর ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পারওয়াদা থানার ইন্সপেক্টর উদয় কুমার ৷

27 জুন অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত SPY অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ় থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করায় মৃত্যু হয়েছিল একজনের ৷ দিন তিনেকের মধ্যে ফের গ্যাস লিকের ঘটনা ঘটল ৷  

Last Updated : Jun 30, 2020, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.