ETV Bharat / bharat

গরিব কল্যাণ রোজগার অভিযানে মজবুত হবে গ্রামীণ অর্থনীতি : অমিত শাহ

6 টি রাজ্যের মোট 116 টি জেলার মানুষ উপকৃত হবে গরিব কল্যাণ রোজগার অভিযান । টুইট করে বললেন অমিত শাহ ।

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Jun 20, 2020, 9:31 PM IST

দিল্লি, 20 জুন : গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের কাজ আজ থেকে চালু হয়েছে । টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 50 হাজার কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে কোরোনা প্যানডেমিকের কারণে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও দেশের গরিব মানুষের জীবনে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধান করতেই এই প্রকল্প বলে টুইটে জানালেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "এই দূরদর্শী প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ।"

টুইটে তিনি আরও লেখেন, "গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় 6 রাজ্য মিলিয়ে মোট 116 টি জেলা উপকৃত হবে । গ্রামীণ ভারতের বিকাশ ও রোজগারে গতি আনতে যে কেন্দ্রের আওতাধীন 25 টি প্রকল্প এই গরিব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করা হবে ।"

  • कोरोना महामारी के कारण प्रवासी मजदूरों व गरीबों के समक्ष उत्पन्न होने वाली चुनौतियों से उन्हें राहत देने एवं सशक्त बनाने के लिए मोदी सरकार द्वारा आज ₹50000 करोड़ के #GaribKalyanRojgarAbhiyaan की शुरुआत हुई।

    इस दूरदर्शी अभियान के लिए PM @narendramodi जी का आभार व्यक्त करता हूँ।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"আগে গ্রামের মানুষকে কাজের খোঁজে শহরে যেতে হত । কিন্তু এখন গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় তাঁদের বাড়ির কাছেই কর্মসংস্থানের সুবিধা দেওয়া হবে । গ্রামীণ ভারতের উন্নয়নে তাঁদের প্রতিভাকে কাজে লাগানো হবে । এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে ।" টুইটারে আজ এই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

  • #GaribKalyanRojgarAbhiyaan में 6 राज्यों के 116 जिलों के गांव हिस्सा बनेंगे।

    ग्रामीण भारत में रोजगार व समावेशी विकास के अवसर प्रदान करने के लिए सरकार द्वारा जो जन कल्याणकारी योजनाएं एवं विकास कार्य चल रहे है, ऐसे 25 कार्यों अथवा योजनाओं को इस अभियान के अंतर्गत जोड़ा जायेगा।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "আমাদের দেশের গ্রামগুলি, গ্রামগুলির জীবনযাত্রার মানোন্নয়নের জন্য মোদি সরকার সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে ।"

  • पहले लोग रोजगार की तलाश में शहर की ओर जाते थे लेकिन अब ‘गरीब कल्याण रोजगार अभियान’ के माध्यम से उन्हें अपने कौशल के आधार पर अपने घरों के पास रोजगार उपलब्ध कराया जाएगा।

    उनकी प्रतिभा का उपयोग ग्रामीण क्षेत्र के विकास में किया जाएगा, जिससे ग्रामीण अर्थव्यवस्था को और अधिक बल मिलेगा।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 20 জুন : গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের কাজ আজ থেকে চালু হয়েছে । টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । 50 হাজার কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে কোরোনা প্যানডেমিকের কারণে ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিক ও দেশের গরিব মানুষের জীবনে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধান করতেই এই প্রকল্প বলে টুইটে জানালেন অমিত শাহ । টুইটে তিনি লেখেন, "এই দূরদর্শী প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই ।"

টুইটে তিনি আরও লেখেন, "গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় 6 রাজ্য মিলিয়ে মোট 116 টি জেলা উপকৃত হবে । গ্রামীণ ভারতের বিকাশ ও রোজগারে গতি আনতে যে কেন্দ্রের আওতাধীন 25 টি প্রকল্প এই গরিব কল্যাণ রোজগার অভিযানের অন্তর্ভুক্ত করা হবে ।"

  • कोरोना महामारी के कारण प्रवासी मजदूरों व गरीबों के समक्ष उत्पन्न होने वाली चुनौतियों से उन्हें राहत देने एवं सशक्त बनाने के लिए मोदी सरकार द्वारा आज ₹50000 करोड़ के #GaribKalyanRojgarAbhiyaan की शुरुआत हुई।

    इस दूरदर्शी अभियान के लिए PM @narendramodi जी का आभार व्यक्त करता हूँ।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"আগে গ্রামের মানুষকে কাজের খোঁজে শহরে যেতে হত । কিন্তু এখন গরিব কল্যাণ রোজগার অভিযানের আওতায় তাঁদের বাড়ির কাছেই কর্মসংস্থানের সুবিধা দেওয়া হবে । গ্রামীণ ভারতের উন্নয়নে তাঁদের প্রতিভাকে কাজে লাগানো হবে । এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে ।" টুইটারে আজ এই বার্তাই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ।

  • #GaribKalyanRojgarAbhiyaan में 6 राज्यों के 116 जिलों के गांव हिस्सा बनेंगे।

    ग्रामीण भारत में रोजगार व समावेशी विकास के अवसर प्रदान करने के लिए सरकार द्वारा जो जन कल्याणकारी योजनाएं एवं विकास कार्य चल रहे है, ऐसे 25 कार्यों अथवा योजनाओं को इस अभियान के अंतर्गत जोड़ा जायेगा।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "আমাদের দেশের গ্রামগুলি, গ্রামগুলির জীবনযাত্রার মানোন্নয়নের জন্য মোদি সরকার সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে ।"

  • पहले लोग रोजगार की तलाश में शहर की ओर जाते थे लेकिन अब ‘गरीब कल्याण रोजगार अभियान’ के माध्यम से उन्हें अपने कौशल के आधार पर अपने घरों के पास रोजगार उपलब्ध कराया जाएगा।

    उनकी प्रतिभा का उपयोग ग्रामीण क्षेत्र के विकास में किया जाएगा, जिससे ग्रामीण अर्थव्यवस्था को और अधिक बल मिलेगा।

    — Amit Shah (@AmitShah) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.