ETV Bharat / bharat

প্লাস্টিক দিলেই পেটপুরে খাবার দিচ্ছে রেস্তরাঁ

'গারবেজ ক্যাফে'-র উদ্যোক্তারা জানান, এক কেজি প্লাস্টিক জমা দিলে দেওয়া হয় একজনের মত পেট ভরতি খাবার ৷ প্রতিদিন গড়ে 10 থেকে 20 কেজি প্লাস্টিক জমা হয় রেস্তরাঁয় ৷

Garbage Cafes to counter plastic abuse
গারবেজ ক্যাফে
author img

By

Published : Dec 19, 2019, 2:08 AM IST

অম্বিকাপুর (ছত্তিশগড়), 19 ডিসেম্বর : পয়সা নয়, খাবার কিনতে লাগছে প্লাস্টিক ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ প্লাস্টিকবিরোধী অভিযান হিসেবে এরকমই উদ্যোগ নিয়েছে ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক রেস্তরাঁ ৷ দেশজুড়ে প্লাস্টিক বন্ধে উদ্যোগী কেন্দ্রীয় সরকার ৷ তাদের তরফে প্রচারে কোনও খামতিও রাখা হয়নি ৷ তারপরও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ সামনে আসছে ৷ কিন্তু এরই মধ্যে আশার আলো জ্বালিয়েছে অম্বিকাপুর পৌরনিগম ৷ তাদের উদ্যোগে গড়ে তোলা এই রেস্তরাঁ অভূতপূর্ব সাড়া পেয়েছে ৷ দেশের মধ্যে প্রথম 'গারবেজ ক্যাফে'-র তকমাও পেয়েছে এই রেস্তরাঁ ৷

কীভাবে কাজ করে এই রেস্তরাঁ? টাকা-পয়সা নয়, এই রেস্তরাঁ থেকে খাবার কিনতে গ্রাহককে দিতে হয় প্লাস্টিক ৷ রাস্তা-ঘাট, বাড়ি, আবর্জনা স্তূপে যে প্লাস্টিক পড়ে থাকে তা কুড়িয়ে এনে রেস্তরাঁয় দিলেই পাওয়া যায় হাতে গরম খাবার ৷ খাবার পেতে হলে কতটা পরিমাণ প্লাস্টিক দিতে হচ্ছে? এক থালি খাবার পেতে হলে রেস্তরাঁয় জমা দিতে হবে কেজি খানেক প্লাস্টিক ৷ তারমধ্যে প্লাস্টিকের বোতল, পলিব্যাগ সবকিছুই থাকতে পারে ৷ অম্বিকানগর পৌরনিগমের তরফে জানানো হয়েছে, প্রতিদিন গড়ে 10 থেকে 20 কেজি প্লাস্টিক জমা হয় রেস্তরাঁয় ৷ যে যত বেশি প্লাস্টিক জমা করে সে তত বেশি খাবার সংগ্রহ করতে পারে ৷

Garbage Cafes to counter plastic abuse
এক কেজি প্লাস্টিক দিলে মিলছে একজনের মত পেট ভরতি খাবার

খাবার সংগ্রহের এই পন্থাকে অনেকেই আপন করে নিয়েছেন ৷ এলাকার দুঃস্থ মানুষ থেকে শুরু করে অনেকেই প্লাস্টিক কুড়িয়ে এখান থেকে খাবার নিয়ে যায় ৷ রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধু গরিব মানুষ নয়, যে কোনও লোক প্লাস্টিকের বিনিময়ে এখান থেকে খাবার নিয়ে যেতে পারে ৷

গারবেজ ক্যাফে

এই রেস্তরাঁটি চালান মহিলারা ৷ পৌরনিগমের এক আধিকারিক জানালেন, প্লাস্টিক বিরোধী প্রচারের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করা এই রেস্তরাঁর অন্যতম লক্ষ্য ৷

এই রেস্তরাঁ যে প্লাস্টিক জমা করছে সেগুলোর কী হচ্ছে ? এই প্লাস্টিকেরও ব্যবহার শুরু করেছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পরিবেশ রক্ষা করতে সেই প্লাস্টিককে নষ্ট করে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

অম্বিকাপুর (ছত্তিশগড়), 19 ডিসেম্বর : পয়সা নয়, খাবার কিনতে লাগছে প্লাস্টিক ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ প্লাস্টিকবিরোধী অভিযান হিসেবে এরকমই উদ্যোগ নিয়েছে ছত্তিশগড়ের অম্বিকাপুরের এক রেস্তরাঁ ৷ দেশজুড়ে প্লাস্টিক বন্ধে উদ্যোগী কেন্দ্রীয় সরকার ৷ তাদের তরফে প্রচারে কোনও খামতিও রাখা হয়নি ৷ তারপরও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে অভিযোগ সামনে আসছে ৷ কিন্তু এরই মধ্যে আশার আলো জ্বালিয়েছে অম্বিকাপুর পৌরনিগম ৷ তাদের উদ্যোগে গড়ে তোলা এই রেস্তরাঁ অভূতপূর্ব সাড়া পেয়েছে ৷ দেশের মধ্যে প্রথম 'গারবেজ ক্যাফে'-র তকমাও পেয়েছে এই রেস্তরাঁ ৷

কীভাবে কাজ করে এই রেস্তরাঁ? টাকা-পয়সা নয়, এই রেস্তরাঁ থেকে খাবার কিনতে গ্রাহককে দিতে হয় প্লাস্টিক ৷ রাস্তা-ঘাট, বাড়ি, আবর্জনা স্তূপে যে প্লাস্টিক পড়ে থাকে তা কুড়িয়ে এনে রেস্তরাঁয় দিলেই পাওয়া যায় হাতে গরম খাবার ৷ খাবার পেতে হলে কতটা পরিমাণ প্লাস্টিক দিতে হচ্ছে? এক থালি খাবার পেতে হলে রেস্তরাঁয় জমা দিতে হবে কেজি খানেক প্লাস্টিক ৷ তারমধ্যে প্লাস্টিকের বোতল, পলিব্যাগ সবকিছুই থাকতে পারে ৷ অম্বিকানগর পৌরনিগমের তরফে জানানো হয়েছে, প্রতিদিন গড়ে 10 থেকে 20 কেজি প্লাস্টিক জমা হয় রেস্তরাঁয় ৷ যে যত বেশি প্লাস্টিক জমা করে সে তত বেশি খাবার সংগ্রহ করতে পারে ৷

Garbage Cafes to counter plastic abuse
এক কেজি প্লাস্টিক দিলে মিলছে একজনের মত পেট ভরতি খাবার

খাবার সংগ্রহের এই পন্থাকে অনেকেই আপন করে নিয়েছেন ৷ এলাকার দুঃস্থ মানুষ থেকে শুরু করে অনেকেই প্লাস্টিক কুড়িয়ে এখান থেকে খাবার নিয়ে যায় ৷ রেস্তরাঁ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শুধু গরিব মানুষ নয়, যে কোনও লোক প্লাস্টিকের বিনিময়ে এখান থেকে খাবার নিয়ে যেতে পারে ৷

গারবেজ ক্যাফে

এই রেস্তরাঁটি চালান মহিলারা ৷ পৌরনিগমের এক আধিকারিক জানালেন, প্লাস্টিক বিরোধী প্রচারের পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করা এই রেস্তরাঁর অন্যতম লক্ষ্য ৷

এই রেস্তরাঁ যে প্লাস্টিক জমা করছে সেগুলোর কী হচ্ছে ? এই প্লাস্টিকেরও ব্যবহার শুরু করেছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷ পরিবেশ রক্ষা করতে সেই প্লাস্টিককে নষ্ট করে দেওয়ার কাজ শুরু হয়েছে ৷

Bengaluru (Karnataka), Dec 18 (ANI): As Christmas is round the corner, students of IBCA (Institute of Baking and Cake Art) baked more than 23 cake models in Bengaluru. These cake models included St. Basil's Cathedral in Moscow. From kathakali dancer showcasing Kerala's culture to Chandrayaan-2, these cake models are winning hearts of visitors. These cake models were made for the Bengaluru Cake Show. It was organised at St. Joseph's Indian High School's ground.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.