ETV Bharat / bharat

সেনার গুলিতে খতম পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড গাজ়ি ও কমান্ডার কামরান - kashmir

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আবদুল রাশিদ গাজ়ি এবং জইশ-ই-মহম্মদের কমান্ডার কামরান।

ভারতীয় সেনা
author img

By

Published : Feb 18, 2019, 3:11 PM IST

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি : সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আবদুল রাশিদ গাজ়ি এবং জইশ-ই-মহম্মদের কমান্ডার কামরান। আজ ভোররাত থেকে পুলওয়ামায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেনার কাছে খবর ছিল কামরান এবং গাজ়ি পুলওয়ামায় পিংলান গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। এরপরেই সেখানে অভিযান চালায় সেনা। গোটা এলাকাটি তারা ঘিরে ফেলে।

সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে ইতিমধ্যে শহিদ হয়েছেন চার জওয়ান। তাঁদের নাম ভি এস ধউনদিয়াল, শেও রাম, অজয় কুমার এবং হরি সিং। পাশাপাশি সেনার গুলিতে খতম হয় কামরান ও গাজ়ি।

সংবাদসংস্থা সূত্রে খবর, IED বিশেষজ্ঞ গাজ়িই আদিল দারকে প্রশিক্ষণ দিয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে আদিলই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পুলওয়ামায় হামলার কিছুদিন আগে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ চলাকালীন গাজ়ি ওরফে রশিদ আফঘানি কাশ্মীর ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। গাজ়ি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজ়হারের খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল। তার আফগানিস্তানে যুদ্ধের অভিজ্ঞতা ছিল।

২০১৮ সালে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় মাসুদ আজ়হারের ভাইপো উসমান। এর বদলা নিতে গাজ়ি ও আরও দুই জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। পরিকল্পনা ছিল ৯ ফেব্রুয়ারির (আফজ়ল গুরুর মৃত্যুদিন) মধ্যে পুলওয়ামার মাটিতে বড় কোনও হামলার।

undefined

শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি : সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হল পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আবদুল রাশিদ গাজ়ি এবং জইশ-ই-মহম্মদের কমান্ডার কামরান। আজ ভোররাত থেকে পুলওয়ামায় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেনার কাছে খবর ছিল কামরান এবং গাজ়ি পুলওয়ামায় পিংলান গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। এরপরেই সেখানে অভিযান চালায় সেনা। গোটা এলাকাটি তারা ঘিরে ফেলে।

সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে ইতিমধ্যে শহিদ হয়েছেন চার জওয়ান। তাঁদের নাম ভি এস ধউনদিয়াল, শেও রাম, অজয় কুমার এবং হরি সিং। পাশাপাশি সেনার গুলিতে খতম হয় কামরান ও গাজ়ি।

সংবাদসংস্থা সূত্রে খবর, IED বিশেষজ্ঞ গাজ়িই আদিল দারকে প্রশিক্ষণ দিয়েছিল। ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র কনভয়ে আদিলই আত্মঘাতী বিস্ফোরণটি ঘটায়। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পুলওয়ামায় হামলার কিছুদিন আগে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ চলাকালীন গাজ়ি ওরফে রশিদ আফঘানি কাশ্মীর ছেড়ে পালানোর চেষ্টা করেছিল। গাজ়ি জইশ-ই-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজ়হারের খুবই বিশ্বস্ত এবং কাছের লোক ছিল। তার আফগানিস্তানে যুদ্ধের অভিজ্ঞতা ছিল।

২০১৮ সালে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় মাসুদ আজ়হারের ভাইপো উসমান। এর বদলা নিতে গাজ়ি ও আরও দুই জঙ্গিকে কাশ্মীরে পাঠানো হয়েছিল। পরিকল্পনা ছিল ৯ ফেব্রুয়ারির (আফজ়ল গুরুর মৃত্যুদিন) মধ্যে পুলওয়ামার মাটিতে বড় কোনও হামলার।

undefined

New Delhi, Feb 18 (ANI): A new research finds that sperm that live longer before fertilising an egg produce healthier offspring. The study was conducted by researchers from the University of East Anglia and Uppsala University in Sweden and shows that longer-lived sperm in an ejaculate of a zebrafish male produce offspring with longer and healthier lifespans - who in turn produce more and healthier offspring themselves - than the shorter-lived sperm in the same ejaculate. Study experts say the findings may have important implications for human reproduction and fertility, particularly in the context of assisted fertilisation technologies. Speaking about it, lead researcher Dr Simone Immler, from UEA's School of Biological Sciences, said, "One male produces thousands to millions of sperm in a single ejaculate but only very few end up fertilizing an egg." Immler further added, "The sperm within an ejaculate vary not only in their shape and performance, but also in the genetic material that each of them carries. Until now, there was a general assumption that it doesn't really matter which sperm fertilises an egg as long as it can fertilise it. But we have shown that there are massive differences between sperm and how they affect the offspring. "The research team performed in vitro fertilisations by collecting gametes from males and females. They then split the ejaculate of a male into two halves. In one half, they selected for shorter-lived sperm and in the other for longer lived sperm. They then added the sperm to two half clutches from a female to fertilise the eggs and reared the offspring into adulthood. They then monitored their lifespan and their reproductive output for two years. According to Dr Immler, the longer-lived sperm within the ejaculate of male zebrafish, the resulting offspring is much fitter than their full siblings sired by the shorter-lived sperm of the same male. The researchers are currently in the process of identifying the genes underlying their findings.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.