ETV Bharat / bharat

জিও থেকে অন্য নম্বরে ফ্রি কল সম্ভব এখনও

জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের নম্বরে আর কল করা যাবে না ফ্রিতে । এই বিবৃতি জারির পর থেকেই মাথায় হাত জিও ব্যবহারকারীদের । তবে, অন্ধকারের মাঝেই আশার আলো দেখাল সংস্থা । জানাল, এখনও বিনামূল্যে কল করতে পারবেন নির্দিষ্ট কিছু গ্রাহক ।

জিও
author img

By

Published : Oct 11, 2019, 3:39 PM IST

দিল্লি, 11 অক্টোবর : জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের নম্বরে আর কল করা যাবে না ফ্রিতে । এই বিবৃতি জারির পর থেকেই মাথায় হাত জিও ব্যবহারকারীদের । তবে, অন্ধকারের মাঝেই আশার আলো দেখাল সংস্থা । জানাল, এখনও বিনামূল্যে কল করতে পারবেন নির্দিষ্ট কিছু গ্রাহক ।

কীভাবে ?

টুইটে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, 9 অক্টোবরের আগে বা সেদিনই যারা রিচার্জ করেছেন তাঁরা বিনামূল্যে আউটগোয়িং কল করতে পারবেন । অর্থাৎ 84 দিনের প্ল্যান থাকলে ততদিন পর্যন্তই বিনামূল্যে কল করা যেতে পারে । যে কোনও নেটওয়ার্কে । তারপর অবশ্য অফ-নেট আউটগোয়িং কল করার জন্য IUC (ইন্টারকানেক্ট ইউসেজ় চার্জ) টপ-আপ রিচার্জ করতে হবে । যা হতে পারে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত । এই ভাউচারের মাধ্যমে 1362 মিনিট পর্যন্ত ফোন কলিং (জিও ব্যতীত অন্য নেটওয়ার্কে) ও 20 GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যেতে পারে ।

এর আগে জিওর তরফে ঘোষণা করা হয়, TRAI-এর নির্দেশ মেনে অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে । অর্থাৎ, অফ-নেট আউটগোয়িং কলের ক্ষেত্রে 1 মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহককে । এর জন্য থাকবে আলাদা টপ-আপ ভাউচারের ব্যবস্থা । সেই টপ-আপ প্ল্যানে আবার অতিরিক্ত ডেটাও সংযুক্ত থাকবে ।

দিল্লি, 11 অক্টোবর : জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের নম্বরে আর কল করা যাবে না ফ্রিতে । এই বিবৃতি জারির পর থেকেই মাথায় হাত জিও ব্যবহারকারীদের । তবে, অন্ধকারের মাঝেই আশার আলো দেখাল সংস্থা । জানাল, এখনও বিনামূল্যে কল করতে পারবেন নির্দিষ্ট কিছু গ্রাহক ।

কীভাবে ?

টুইটে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, 9 অক্টোবরের আগে বা সেদিনই যারা রিচার্জ করেছেন তাঁরা বিনামূল্যে আউটগোয়িং কল করতে পারবেন । অর্থাৎ 84 দিনের প্ল্যান থাকলে ততদিন পর্যন্তই বিনামূল্যে কল করা যেতে পারে । যে কোনও নেটওয়ার্কে । তারপর অবশ্য অফ-নেট আউটগোয়িং কল করার জন্য IUC (ইন্টারকানেক্ট ইউসেজ় চার্জ) টপ-আপ রিচার্জ করতে হবে । যা হতে পারে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত । এই ভাউচারের মাধ্যমে 1362 মিনিট পর্যন্ত ফোন কলিং (জিও ব্যতীত অন্য নেটওয়ার্কে) ও 20 GB পর্যন্ত ডেটা ব্যবহার করা যেতে পারে ।

এর আগে জিওর তরফে ঘোষণা করা হয়, TRAI-এর নির্দেশ মেনে অন্য নেটওয়ার্কে কলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হচ্ছে । অর্থাৎ, অফ-নেট আউটগোয়িং কলের ক্ষেত্রে 1 মিনিটে 6 পয়সা দিতে হবে গ্রাহককে । এর জন্য থাকবে আলাদা টপ-আপ ভাউচারের ব্যবস্থা । সেই টপ-আপ প্ল্যানে আবার অতিরিক্ত ডেটাও সংযুক্ত থাকবে ।

Chennai, Oct 11 (ANI): Tamil Nadu Police detained Tibetan activists who were protesting outside hotel in Chennai on October 11. They were protesting against Chinese President Xi Jinping, who will arrive later today. The Chinese President will arrive in Chennai for the second Informal Summit with Prime Minister Narendra Modi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.