ETV Bharat / bharat

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত মনমোহন সিং

author img

By

Published : Aug 19, 2019, 11:48 PM IST

BJP কোনও প্রার্থী না দেওয়ায় উপনির্বাচনের আগেই রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন মনমোহন সিং ।

ফাইল ফোটো

জয়পুর, 19 অগাস্ট : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন মনমোহন সিং । BJP সাংসদ মদন লাল সাইনির মৃত্যুতে রাজস্থানে ওই সিটে তৈরি হয় শূন্যস্থান । BJP কোনও প্রার্থী না দেওয়ায় উপনির্বাচনের আগেই সেই জায়গায় জয়ী হন প্রাক্তন প্রধানমন্ত্রী । আজ মনোনয়নপত্র পেশ করার শেষদিনই রাজস্থান বিধানসভার রিটার্নিং অফিসার জানিয়ে দেন খবরটি । মনমোহনের হয়ে নির্বাচনী শংসাপত্র গ্রহণ করেন রাজস্থান সরকারের মুখ্য সচেতক ।

1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়েছেন তিনি । 28 মে অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য জানান, বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।

অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পায় মাত্র 25টি আসন । ফলে রাজ্যসভায় সদস্য পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক ছিল না কংগ্রেসের । অন্যদিকে, বিধানসভা নির্বাচনে দলীয় 100 বিধায়ক, 12 জন নির্দল বিধায়ক, মায়াবতীর বহুজন সমাজ পার্টির 4 বিধায়কের সমর্থনে রাজস্থানে ক্ষমতায় আসে কংগ্রেস । তাই রাজস্থান থেকেই মনমোহন সিংকে দাঁড় করায় তারা ।

জয়পুর, 19 অগাস্ট : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন মনমোহন সিং । BJP সাংসদ মদন লাল সাইনির মৃত্যুতে রাজস্থানে ওই সিটে তৈরি হয় শূন্যস্থান । BJP কোনও প্রার্থী না দেওয়ায় উপনির্বাচনের আগেই সেই জায়গায় জয়ী হন প্রাক্তন প্রধানমন্ত্রী । আজ মনোনয়নপত্র পেশ করার শেষদিনই রাজস্থান বিধানসভার রিটার্নিং অফিসার জানিয়ে দেন খবরটি । মনমোহনের হয়ে নির্বাচনী শংসাপত্র গ্রহণ করেন রাজস্থান সরকারের মুখ্য সচেতক ।

1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়েছেন তিনি । 28 মে অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য জানান, বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।

অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পায় মাত্র 25টি আসন । ফলে রাজ্যসভায় সদস্য পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক ছিল না কংগ্রেসের । অন্যদিকে, বিধানসভা নির্বাচনে দলীয় 100 বিধায়ক, 12 জন নির্দল বিধায়ক, মায়াবতীর বহুজন সমাজ পার্টির 4 বিধায়কের সমর্থনে রাজস্থানে ক্ষমতায় আসে কংগ্রেস । তাই রাজস্থান থেকেই মনমোহন সিংকে দাঁড় করায় তারা ।

Shimla (HP), Aug 19(ANI): Himachal Pradesh Chief Minister, Jai Ram Thakur confirmed 22 deaths due to heavy rainfall in last 2 days. As per the update, the death toll in entire monsoon season has risen to 43. "So far a loss of Rs 574 crore has been estimated during the monsoon season due to rain and during the season of monsoon till date," CM Jai Ram Thakur told ANI. Chief Minister said that he is holding a special meeting with the deputy commissioners of the state of different districts through video conferencing and would be monitoring the flood-situation in the region.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.