জয়পুর, 19 অগাস্ট : বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সদস্য নির্বাচিত হলেন মনমোহন সিং । BJP সাংসদ মদন লাল সাইনির মৃত্যুতে রাজস্থানে ওই সিটে তৈরি হয় শূন্যস্থান । BJP কোনও প্রার্থী না দেওয়ায় উপনির্বাচনের আগেই সেই জায়গায় জয়ী হন প্রাক্তন প্রধানমন্ত্রী । আজ মনোনয়নপত্র পেশ করার শেষদিনই রাজস্থান বিধানসভার রিটার্নিং অফিসার জানিয়ে দেন খবরটি । মনমোহনের হয়ে নির্বাচনী শংসাপত্র গ্রহণ করেন রাজস্থান সরকারের মুখ্য সচেতক ।
1991 সাল থেকে একটানা রাজ্যসভার সাংসদ মনমোহন সিং । অসম থেকেই নির্বাচিত হয়েছেন তিনি । 28 মে অসম কংগ্রেসের মুখপাত্র অপূর্বকুমার ভট্টাচার্য জানান, বিধানসভায় নির্দিষ্ট সংখ্যক বিধায়ক না থাকায় মনমোহন সিং-কে এবার অসম থেকে রাজ্যসভায় পাঠানো যাচ্ছে না । অসমের বদলে তাঁকে অন্য কোনও রাজ্য থেকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কংগ্রেস ।
অসমে 126 জনের বিধানসভায় এবার কংগ্রেস পায় মাত্র 25টি আসন । ফলে রাজ্যসভায় সদস্য পাঠানোর জন্য পর্যাপ্ত বিধায়ক ছিল না কংগ্রেসের । অন্যদিকে, বিধানসভা নির্বাচনে দলীয় 100 বিধায়ক, 12 জন নির্দল বিধায়ক, মায়াবতীর বহুজন সমাজ পার্টির 4 বিধায়কের সমর্থনে রাজস্থানে ক্ষমতায় আসে কংগ্রেস । তাই রাজস্থান থেকেই মনমোহন সিংকে দাঁড় করায় তারা ।