ETV Bharat / bharat

জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে : বিদেশ সচিব

author img

By

Published : Feb 26, 2019, 2:43 PM IST

আজ ভোররাতের অভিযানে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।

বিজয় গোখলে, বিদেশ সচিব

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : গত দু'দশক ধরে পাকিস্তানে সক্রিয় জইশ জঙ্গিরা। বারবার পাকিস্তানকে এসম্পর্কে বলা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। আজ ভোররাতের অভিযানে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।

ভিডিয়োয় বিজয় গোখলের বক্তব্য শুনুন


বিজয় গোখলে বলেন, "আজ ভোররাতে বালাকোটে অভিযান চালানো হয়। বালাকোট হল জইশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। বহু সংখ্যক জইশ জঙ্গিতে খতম করা হয়েছে। এদের মধ্যে জঙ্গি প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডার। এই ক্যাম্পটির নেতৃত্বে ছিল মৌলানা ইউসুফ আলিয়াস উস্তাদ ঘাউরি।"

বিদেশ সচিব আরও বলেন, "গোয়েন্দারা খবর পেয়েছিলেন যে ভারতের একাধিক জায়গায় হামলা চালানোর ছক কষেছিল জইশ জঙ্গিরা। তার জন্য তারা উপযুক্ত প্রশিক্ষণও নিয়েছিল।"

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : গত দু'দশক ধরে পাকিস্তানে সক্রিয় জইশ জঙ্গিরা। বারবার পাকিস্তানকে এসম্পর্কে বলা হলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি। আজ ভোররাতের অভিযানে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। সাংবাদিক বৈঠকে বললেন বিদেশ সচিব বিজয় গোখলে।

ভিডিয়োয় বিজয় গোখলের বক্তব্য শুনুন


বিজয় গোখলে বলেন, "আজ ভোররাতে বালাকোটে অভিযান চালানো হয়। বালাকোট হল জইশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র। বহু সংখ্যক জইশ জঙ্গিতে খতম করা হয়েছে। এদের মধ্যে জঙ্গি প্রশিক্ষক ও সিনিয়র কমান্ডার। এই ক্যাম্পটির নেতৃত্বে ছিল মৌলানা ইউসুফ আলিয়াস উস্তাদ ঘাউরি।"

বিদেশ সচিব আরও বলেন, "গোয়েন্দারা খবর পেয়েছিলেন যে ভারতের একাধিক জায়গায় হামলা চালানোর ছক কষেছিল জইশ জঙ্গিরা। তার জন্য তারা উপযুক্ত প্রশিক্ষণও নিয়েছিল।"

Srinagar, Feb 26 (ANI): The National Investigation Agency (NIA) has conducted a raid in the Srinagar residence of the Jammu Kashmir Liberation Front (JKLF) chief Yasin Malik on Tuesday. Security personnel has also cordoned off nearby areas of the separatist leader's residence. The reason behind the NIA raid has not been released yet. The raid was conducted at a time, when Malik was kept behind bars at the Kothibagh police station. Malik was detained on Friday night from his residence.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.