দিল্লি, 15 অগাস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে । 26 জানুয়ারিতেও দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা তোলা হয় । তবে 15 অগাস্ট বা 26 জানুয়ারি শেষ হলেই অনেক জায়গাতেই দেখা যায় পতাকা পড়ে আছে রাস্তায় । বিষয়টি যে জাতীয় পতাকার অবমাননা, তা অনেকেই জানেন না । 1950 সালে বলবৎ প্রিভেনশন অফ ইমপ্রপার অ্যাক্ট ও 1971 সালে বলবৎ ন্যাশনাল ওনার অ্যাক্ট অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনে একাধিক বিধিনিষেধ রয়েছে । একনজরে দেখে নেওয়া যাক সেই সব বিধিনিষেধ -
- জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সম্মানজনক ও নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে । পাশাপাশি তা দৃষ্টিনন্দন হতে হবে ।
- সরকারি প্রতিষ্ঠান, আদালত প্রভৃতি স্থানে সপ্তাহব্যাপী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করে রাখতে হবে ।
- পতাকা দণ্ডের নিচে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তবেই রাতে জাতীয় পতাকা তোলা যায় ।
- জাতীয় পতাকা উত্তোলন করতে হবে দ্রুত কিন্তু নামাতে হবে ধীরে ধীরে ।
- স্বাধীনতা দিবসে পালনের পর জাতীয় পতাকা যেন মাটিতে না পড়ে থাকে ।
- পোশাক তেরঙ্গার অনুকরণে হলে, সেই পোশাক যেন কোমরের নিচে না পরা হয় ।
- কোনও পতাকা ক্ষতিগ্রস্ত হলে সেটিকে সম্মানজনক পদ্ধতিতে নষ্ট করতে হবে ।
- পতাকা দিয়ে কোনও মূর্তি, বাড়ি ইত্যাদি ঢাকা যাবে না ।
- কোনও প্রতিষ্ঠানের নিজস্ব পতাকার সমান উচ্চতায় বা তার নিচে জাতীয় পতাকার প্রদর্শন তার অবমাননা ও নিয়মবিরুদ্ধ ।
- ফেস্টুন বা অন্যান্য সাজসজ্জায় জাতীয় পতাকার ব্যবহার এবং জাতীয় পতাকা মাটিতে বা জলে রাখা বেআইনি ।
যানবাহনে জাতীয় পতাকার ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে --
- শক্তপোক্ত ও সোজা দণ্ডে জাতীয় পতাকা ব্যবহার করতে হবে ।
- কোনও বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না ।