ETV Bharat / bharat

রাস্তায় নয় তেরঙ্গা, জেনে নিন জাতীয় পতাকা উত্তোলনের আরও কিছু বিধিনিষেধ

author img

By

Published : Aug 15, 2019, 12:32 PM IST

15 অগাস্ট বা 26 জানুয়ারি শেষ হলেই অনেক জায়গাতেই দেখা যায় পতাকা পড়ে আছে রাস্তায় । বিষয়টি যে জাতীয় পতাকার অবমাননা, তা অনেকেই জানেন না ।

জাতীয় পাতাকা

দিল্লি, 15 অগাস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে । 26 জানুয়ারিতেও দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা তোলা হয় । তবে 15 অগাস্ট বা 26 জানুয়ারি শেষ হলেই অনেক জায়গাতেই দেখা যায় পতাকা পড়ে আছে রাস্তায় । বিষয়টি যে জাতীয় পতাকার অবমাননা, তা অনেকেই জানেন না । 1950 সালে বলবৎ প্রিভেনশন অফ ইমপ্রপার অ্যাক্ট ও 1971 সালে বলবৎ ন্যাশনাল ওনার অ্যাক্ট অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনে একাধিক বিধিনিষেধ রয়েছে । একনজরে দেখে নেওয়া যাক সেই সব বিধিনিষেধ -

  • জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সম্মানজনক ও নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে । পাশাপাশি তা দৃষ্টিনন্দন হতে হবে ।
  • সরকারি প্রতিষ্ঠান, আদালত প্রভৃতি স্থানে সপ্তাহব্যাপী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করে রাখতে হবে ।
  • পতাকা দণ্ডের নিচে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তবেই রাতে জাতীয় পতাকা তোলা যায় ।
  • জাতীয় পতাকা উত্তোলন করতে হবে দ্রুত কিন্তু নামাতে হবে ধীরে ধীরে ।
  • স্বাধীনতা দিবসে পালনের পর জাতীয় পতাকা যেন মাটিতে না পড়ে থাকে ।
  • পোশাক তেরঙ্গার অনুকরণে হলে, সেই পোশাক যেন কোমরের নিচে না পরা হয় ।
  • কোনও পতাকা ক্ষতিগ্রস্ত হলে সেটিকে সম্মানজনক পদ্ধতিতে নষ্ট করতে হবে ।
  • পতাকা দিয়ে কোনও মূর্তি, বাড়ি ইত্যাদি ঢাকা যাবে না ।
  • কোনও প্রতিষ্ঠানের নিজস্ব পতাকার সমান উচ্চতায় বা তার নিচে জাতীয় পতাকার প্রদর্শন তার অবমাননা ও নিয়মবিরুদ্ধ ।
  • ফেস্টুন বা অন্যান্য সাজসজ্জায় জাতীয় পতাকার ব্যবহার এবং জাতীয় পতাকা মাটিতে বা জলে রাখা বেআইনি ।


যানবাহনে জাতীয় পতাকার ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে --

  • শক্তপোক্ত ও সোজা দণ্ডে জাতীয় পতাকা ব্যবহার করতে হবে ।
  • কোনও বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না ।

দিল্লি, 15 অগাস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দেশের বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয়েছে । 26 জানুয়ারিতেও দেশের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা তোলা হয় । তবে 15 অগাস্ট বা 26 জানুয়ারি শেষ হলেই অনেক জায়গাতেই দেখা যায় পতাকা পড়ে আছে রাস্তায় । বিষয়টি যে জাতীয় পতাকার অবমাননা, তা অনেকেই জানেন না । 1950 সালে বলবৎ প্রিভেনশন অফ ইমপ্রপার অ্যাক্ট ও 1971 সালে বলবৎ ন্যাশনাল ওনার অ্যাক্ট অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলনে একাধিক বিধিনিষেধ রয়েছে । একনজরে দেখে নেওয়া যাক সেই সব বিধিনিষেধ -

  • জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে সম্মানজনক ও নির্দিষ্ট স্থান ব্যবহার করতে হবে । পাশাপাশি তা দৃষ্টিনন্দন হতে হবে ।
  • সরকারি প্রতিষ্ঠান, আদালত প্রভৃতি স্থানে সপ্তাহব্যাপী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করে রাখতে হবে ।
  • পতাকা দণ্ডের নিচে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে তবেই রাতে জাতীয় পতাকা তোলা যায় ।
  • জাতীয় পতাকা উত্তোলন করতে হবে দ্রুত কিন্তু নামাতে হবে ধীরে ধীরে ।
  • স্বাধীনতা দিবসে পালনের পর জাতীয় পতাকা যেন মাটিতে না পড়ে থাকে ।
  • পোশাক তেরঙ্গার অনুকরণে হলে, সেই পোশাক যেন কোমরের নিচে না পরা হয় ।
  • কোনও পতাকা ক্ষতিগ্রস্ত হলে সেটিকে সম্মানজনক পদ্ধতিতে নষ্ট করতে হবে ।
  • পতাকা দিয়ে কোনও মূর্তি, বাড়ি ইত্যাদি ঢাকা যাবে না ।
  • কোনও প্রতিষ্ঠানের নিজস্ব পতাকার সমান উচ্চতায় বা তার নিচে জাতীয় পতাকার প্রদর্শন তার অবমাননা ও নিয়মবিরুদ্ধ ।
  • ফেস্টুন বা অন্যান্য সাজসজ্জায় জাতীয় পতাকার ব্যবহার এবং জাতীয় পতাকা মাটিতে বা জলে রাখা বেআইনি ।


যানবাহনে জাতীয় পতাকার ব্যবহারের ক্ষেত্রেও একাধিক নিয়ম রয়েছে --

  • শক্তপোক্ত ও সোজা দণ্ডে জাতীয় পতাকা ব্যবহার করতে হবে ।
  • কোনও বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না ।
Haridwar (Uttarakhand), Aug 15 (ANI): Yoga Guru Ramdev unfurled the national flag at Patanjali Kendra in Haridwar on August 15. He unfurled tricolor on the auspicious occasion of Independence Day. Managing Director of Patanjali Ayurved Ltd Acharya Balkrishna was also present during the celebration.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.