ETV Bharat / bharat

আজ শুরু বাদল অধিবেশন, বাজেট পেশ 5 জুলাই - monsoon session

লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 17, 2019, 9:09 AM IST

দিল্লি, 17 জুন : লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা । আগামী 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ওই দিন অর্থ সংক্রান্ত কিছু বিলও পেশ করা হবে বলে জানা যাচ্ছে ।

আজ থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 26 জুলাই পর্যন্ত । বাজেট ছাড়াও অধিবেশনে আলোচিত হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় । তাই অধিবেশন শুরুর আগে গতকাল সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে সুদীপ অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন ইশুতে কেন্দ্র হস্তক্ষেপ করছে, যা একেবারেই কাম্য নয় । বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ।

অন্যদিকে, কী কী ইশু উঠে আসতে পারে এই বাদল অধিবেশনে ; দেখে নেওয়া যাক -

চলতি মাসের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন তৎকালীন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল । এবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন । এই অধিবেশনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে বাজেট সংক্রান্ত আলোচনা ।

বাজেট পেশের আগের দিন, 4 জুলাই সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী ।

নতুন সাংসদদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন পর্ব চলবে প্রথম কয়েকদিন ।

বুধবার সব দলের লোকসভা এবং রাজ্যসভার মুখ্য সচেতকদের নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক করবেন । যেখানে 2022-এ স্বাধীনতার 75 বছর পূর্তিতে 'এক দেশ এক নির্বাচন'-এর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । সঙ্গে গান্ধিজির 150তম জন্মদিনে কী কী কর্মসূচি নেওয়া যায় সেই নিয়েও আলোচনা হবে । ফলে এই বিষয়গুলি সেক্ষেত্রে অধিবেশনেও আলোচিত হতে পারে ।

দিল্লি, 17 জুন : লোকসভা নির্বাচনের পর আজ প্রথম অধিবেশন সংসদে । বাদল অধিবেশনের এই প্রথম দিনে উপস্থিত থাকবেন নব নির্বাচিত সাংসদরা । আগামী 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে ওই দিন অর্থ সংক্রান্ত কিছু বিলও পেশ করা হবে বলে জানা যাচ্ছে ।

আজ থেকে শুরু হয়ে বাদল অধিবেশন চলবে 26 জুলাই পর্যন্ত । বাজেট ছাড়াও অধিবেশনে আলোচিত হতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় । তাই অধিবেশন শুরুর আগে গতকাল সর্বদলীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও'ব্রায়েন । বৈঠক শেষে সুদীপ অভিযোগ করেন, রাজ্যে বিভিন্ন ইশুতে কেন্দ্র হস্তক্ষেপ করছে, যা একেবারেই কাম্য নয় । বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন ।

অন্যদিকে, কী কী ইশু উঠে আসতে পারে এই বাদল অধিবেশনে ; দেখে নেওয়া যাক -

চলতি মাসের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন তৎকালীন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল । এবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারমন । এই অধিবেশনের একটা বিরাট অংশ জুড়ে থাকবে বাজেট সংক্রান্ত আলোচনা ।

বাজেট পেশের আগের দিন, 4 জুলাই সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী ।

নতুন সাংসদদের শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ জ্ঞাপন পর্ব চলবে প্রথম কয়েকদিন ।

বুধবার সব দলের লোকসভা এবং রাজ্যসভার মুখ্য সচেতকদের নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক করবেন । যেখানে 2022-এ স্বাধীনতার 75 বছর পূর্তিতে 'এক দেশ এক নির্বাচন'-এর বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে । সঙ্গে গান্ধিজির 150তম জন্মদিনে কী কী কর্মসূচি নেওয়া যায় সেই নিয়েও আলোচনা হবে । ফলে এই বিষয়গুলি সেক্ষেত্রে অধিবেশনেও আলোচিত হতে পারে ।


Ambedkar Nagar (UP), May 01 (ANI): Prime Minister Narendra Modi addressed a public rally in Uttar Pradesh's Ambedkar Nagar. He attacked the alliance of Samajwadi Party (SP) and Bahujan Samaj Party (BSP) along with Congress. He said, "Be it SP-BSP or Congress, it is necessary to know their reality. Behen ji used the name of Babasaheb Ambedkar but she did everything which is just the opposite of his principles. SP used the name of Lohia ji but they destroyed the law and order situation in UP."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.