ETV Bharat / bharat

অসমের তেলের খনিতে আগুন, আহত দুই - তেলের খনিতে আগুন

পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন ৷ আহত দুইজন ৷

assam
assam
author img

By

Published : Jun 9, 2020, 6:20 PM IST

তিনসুকিয়া, 9 জুন : পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে ৷ জানা গিয়েছে, শেষ 13 দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল ৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ONGC কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি ৷

এখন পর্যন্ত ওই খনির আগুন নেভাতে পারেননি ONGC বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই ONGC-এর দুইজন কর্মী এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁদের ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অন্যদিকে খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস ৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ৷

জানা গিয়েছে, তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ৷ তিনি দুর্ঘটনাটির বিষয়ে জানিয়েছেন ৷ সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্থানের আশে পাশে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে চিন্তিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ তিনি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে ৷

তিনসুকিয়া, 9 জুন : পূর্ব অসমের তিনসুকিয়া জেলার বাগজানে একটি তেলের খনিতে আগুন লাগে ৷ জানা গিয়েছে, শেষ 13 দিন ধরে ওই খনি থেকে ক্ষতিকারক গ্যাস লিক করছিল ৷ সেই লিকেজ বন্ধ করার জন্য সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের নিয়ে আসে অসম সরকার ও ONGC কর্তৃপক্ষ ৷ ইতিমধ্যেই ওই ক্ষতিকারক গ্যাস লিকের কারণে প্রভাবিত হয়েছে জীব বৈচিত্রে পরিপূর্ণ ডিব্রু শইখোয়া জাতীয় উদ্যান এবং মাগুরি মোটাপাং জলাভূমি ৷

এখন পর্যন্ত ওই খনির আগুন নেভাতে পারেননি ONGC বিশেষজ্ঞরা ৷ ইতিমধ্যেই ONGC-এর দুইজন কর্মী এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁদের ডিব্রুগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ অন্যদিকে খনির থেকে ক্রমাগত বেরিয়ে চলেছে কালো ধোঁয়া ও সেই সঙ্গে গ্যাস ৷ যা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে ৷

জানা গিয়েছে, তিনসুকিয়ার বাগজানে খনিতে বিস্ফোরণ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ৷ তিনি দুর্ঘটনাটির বিষয়ে জানিয়েছেন ৷ সেই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও তিনি আবেদন জানিয়েছেন ৷ পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত স্থানের আশে পাশে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি ৷ সেই সঙ্গে সাধারণ মানুষকে চিন্তিত না হওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ তিনি জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.