ETV Bharat / bharat

খনিজ উত্তোলন ক্ষেত্রে সংস্কারের ঘোষণা অর্থমন্ত্রীর - commercialization in coal minning

আজ অর্থমন্ত্রী জানিয়েছেন, 500 খনি নিলামে তোলা হবে । এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি খনিজ নিষ্কাশন ও উত্তোলনের পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করবে সরকার ।

ছবি
ছবি
author img

By

Published : May 16, 2020, 7:32 PM IST

দিল্লি, 16 মে : আত্মনির্ভর ভারত অভিযানের 20 লাখ কোটির আর্থিক প্যাকেজ বিশ্লেষণের চতুর্থ দিনে খনিজ, প্রতিরক্ষা, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে সংস্কার আনার কথা বলেন অর্থমন্ত্রী । সেখানেই তিনি খনিজ উত্তোলনের ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করেন । খনিজ উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া যথাযথ করতে ক্রমানুসারে অনুসন্ধান-নিষ্কাশন-উৎপাদনের শৃঙ্খল অনুসরণের কথা বলেছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি এবার থেকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনের অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, "500 খনি নিলামে উঠবে । এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলা হবে । যাতে অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষেত্রের প্রতিযোগিতা বাড়ে । এবার নিজস্ব ব্যবহারে খনিজ উত্তোলন ও বাণিজ্যিকভাবে খনিজ উত্তোলনের মধ্যে সমস্ত বিভেদ মুছে ফেলা হবে । এতে খনিজ নিষ্কাশন, উত্তোলন ও সরবরাহ আরও বাড়বে। পাশাপাশি কয়লা বা অন্য খনিজ খননের পর তা পরিবহনের জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে । এই পরিকাঠামো তৈরিতে 50,000 কোটি টাকা ব্যয় করবে সরকার ।"

তিনি আরও বলেন, "আগে কেউ খনিজ অনুসন্ধান করতেন । কেউ নিষ্কাশন, উত্তোলনের কাজ করতেন । কেউ উৎপাদনের কাজ করতেন । এবার একছাতার তলায় সব কাজ করা হবে ।"এই সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে 18,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি ।

দিল্লি, 16 মে : আত্মনির্ভর ভারত অভিযানের 20 লাখ কোটির আর্থিক প্যাকেজ বিশ্লেষণের চতুর্থ দিনে খনিজ, প্রতিরক্ষা, বিমানবন্দর, পারমাণবিক শক্তি সহ মোট আটটি খাতে সংস্কার আনার কথা বলেন অর্থমন্ত্রী । সেখানেই তিনি খনিজ উত্তোলনের ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করেন । খনিজ উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়া যথাযথ করতে ক্রমানুসারে অনুসন্ধান-নিষ্কাশন-উৎপাদনের শৃঙ্খল অনুসরণের কথা বলেছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি এবার থেকে বেসরকারি সংস্থাগুলিকে কয়লা উত্তোলনের অনুমোদন দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ।

তিনি বলেন, "500 খনি নিলামে উঠবে । এক্ষেত্রে বক্সাইট ও কয়লা খনিগুলিকে একসঙ্গে নিলামে তোলা হবে । যাতে অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষেত্রের প্রতিযোগিতা বাড়ে । এবার নিজস্ব ব্যবহারে খনিজ উত্তোলন ও বাণিজ্যিকভাবে খনিজ উত্তোলনের মধ্যে সমস্ত বিভেদ মুছে ফেলা হবে । এতে খনিজ নিষ্কাশন, উত্তোলন ও সরবরাহ আরও বাড়বে। পাশাপাশি কয়লা বা অন্য খনিজ খননের পর তা পরিবহনের জন্য যথাযথ পরিকাঠামো তৈরি করা হবে । এই পরিকাঠামো তৈরিতে 50,000 কোটি টাকা ব্যয় করবে সরকার ।"

তিনি আরও বলেন, "আগে কেউ খনিজ অনুসন্ধান করতেন । কেউ নিষ্কাশন, উত্তোলনের কাজ করতেন । কেউ উৎপাদনের কাজ করতেন । এবার একছাতার তলায় সব কাজ করা হবে ।"এই সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে 18,000 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.