দিল্লি, ১৪ মার্চ : ঠিকমতো কাজ করছে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। গতকাল থেকে বিশ্বের বহু ইউজ়ারের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক মতো কাজ করছে না। তবে এই সমস্যার কারণ এখনও পর্যন্ত অজানা। অনেকেই তাঁদের ক্ষোভের কথা টুইটারে প্রকাশ করেছেন। ফেসবুকের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
down ditector.com অনুযায়ী, ভারতে রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেসবুক ঠিকমতো কাজ করছে না। তার কিছুক্ষণ পর থেকেই ইনস্টাগ্রামও ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে।
বহু ইউজ়ারের অভিযোগ, তাঁরা ফেসবুকে মেসেজ পাঠাতে পারছেন না। ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে নতুন করে ইন্সটল করার পর লগ ইন করা যাচ্ছে না। আবার কেউ কেউ জানিয়েছেন, তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিও ক্রাস করছে। লগ ইন করার সময়ও সমস্যা হচ্ছে।