ETV Bharat / bharat

ফেসবুক ডাউন, সমস্যায় ইউজ়াররা - delhi

গতকাল রাত থেকে সমস্যা হচ্ছে ফেসবুক-ইন্স্টাগ্রামের।

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Mar 14, 2019, 6:12 AM IST

দিল্লি, ১৪ মার্চ : ঠিকমতো কাজ করছে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। গতকাল থেকে বিশ্বের বহু ইউজ়ারের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক মতো কাজ করছে না। তবে এই সমস্যার কারণ এখনও পর্যন্ত অজানা। অনেকেই তাঁদের ক্ষোভের কথা টুইটারে প্রকাশ করেছেন। ফেসবুকের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

down ditector.com অনুযায়ী, ভারতে রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেসবুক ঠিকমতো কাজ করছে না। তার কিছুক্ষণ পর থেকেই ইনস্টাগ্রামও ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে।

বহু ইউজ়ারের অভিযোগ, তাঁরা ফেসবুকে মেসেজ পাঠাতে পারছেন না। ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে নতুন করে ইন্সটল করার পর লগ ইন করা যাচ্ছে না। আবার কেউ কেউ জানিয়েছেন, তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিও ক্রাস করছে। লগ ইন করার সময়ও সমস্যা হচ্ছে।

দিল্লি, ১৪ মার্চ : ঠিকমতো কাজ করছে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। গতকাল থেকে বিশ্বের বহু ইউজ়ারের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক মতো কাজ করছে না। তবে এই সমস্যার কারণ এখনও পর্যন্ত অজানা। অনেকেই তাঁদের ক্ষোভের কথা টুইটারে প্রকাশ করেছেন। ফেসবুকের তরফে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

down ditector.com অনুযায়ী, ভারতে রাত ৯টা ৩০ মিনিট থেকে ফেসবুক ঠিকমতো কাজ করছে না। তার কিছুক্ষণ পর থেকেই ইনস্টাগ্রামও ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা হচ্ছে।

বহু ইউজ়ারের অভিযোগ, তাঁরা ফেসবুকে মেসেজ পাঠাতে পারছেন না। ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে নতুন করে ইন্সটল করার পর লগ ইন করা যাচ্ছে না। আবার কেউ কেউ জানিয়েছেন, তাঁদের ইনস্টাগ্রামের স্টোরিও ক্রাস করছে। লগ ইন করার সময়ও সমস্যা হচ্ছে।


Mumbai, Mar 13 (ANI): Luka Chuppi starring Kartik Aaryan and Kriti Sanon is giving big hits in 2019. The film celebrated its success party in Mumbai. Laxman Utekar, director of the film and producer Dinesh Vijan threw the success party. Kriti came with her sister Nupur Sanon and on the other hand, Kartik was seen with his parents to celebrate the success. Other Bollywood actors, who attended the party were Sunny Leone and her husband Daniel Weber, Rajkummar Rao and his girlfriend Patralekha, Chunky Panday and many more. 'Luka Chuppi' movie explore the concept of live-in relationship and it hit aloud in the audience. This is the first time Kartik and Kriti came together on the silver screen.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.