ETV Bharat / bharat

সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগী হবে চিনও, আশাবাদী বিদেশমন্ত্রক

ভারতে কাজ করতে হলে এখানকার নিয়মবিধি মেনেই কাজ করতে হবে । ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা মেনে চলতে হবে । চিনা অ্যাপ বন্ধ করার ইশুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিদেশমন্ত্রক ।

MEA
ফাইল ছবি
author img

By

Published : Jul 3, 2020, 3:22 AM IST

দিল্লি, 2 জুলাই : "সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে ও শান্তি পরিস্থিতি বজায় রাখতে চিন দ্বিপাক্ষিক চুক্তি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশা করছি ।" সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে আজ একথা বলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ।

একইসঙ্গে 59টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করা নিয়ে আজ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দেন তিনি । বলেন, "ভারতে কাজ করতে হলে ভারতের নিয়মবিধি মেনেই কাজ করতে হবে । ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা মেনে চলতে হবে ।"

15 জুন পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে । সম্প্রতি ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা নষ্ট করার দায়ে 59 টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় দিল্লি । এরপরই ভারতীয় বাজার থেকে চিনা অ্যাপ বন্ধ করার জবাবে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দেয় চিনপিং অ্যান্ড কোং ।

দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতিতে ভারত অবশ্য পাশে পেয়েছে অ্যামেরিকাকে । অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও গতকাল বলেছিলেন, "চিনের কয়েকটি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাকে স্বাগত জানাই । এই সিদ্ধান্ত ভারতের ঐক্য ও জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত করবে ।"

এদিকে সম্প্রতি করাচি স্টক এক্সচেঞ্জে জঙ্গিহানার জন্য ইসলামাবাদ দায়ি করতে শুরু করেছে দিল্লিকে । এই নিয়েও আজ মুখ খোলেন অনুরাগ শ্রীবাস্তব । বলেন, "পাকিস্তান কখনও তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করতে পারে না ।"

দিল্লি, 2 জুলাই : "সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে ও শান্তি পরিস্থিতি বজায় রাখতে চিন দ্বিপাক্ষিক চুক্তি মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে আশা করছি ।" সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতি নিয়ে আজ একথা বলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ।

একইসঙ্গে 59টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে নিষিদ্ধ করা নিয়ে আজ কেন্দ্রের অবস্থান স্পষ্ট করে দেন তিনি । বলেন, "ভারতে কাজ করতে হলে ভারতের নিয়মবিধি মেনেই কাজ করতে হবে । ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা মেনে চলতে হবে ।"

15 জুন পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের পর থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে । সম্প্রতি ব্যক্তিগত সুরক্ষা ও গোপনীয়তা নষ্ট করার দায়ে 59 টি চিনা অ্যাপ ভারতীয় বাজার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় দিল্লি । এরপরই ভারতীয় বাজার থেকে চিনা অ্যাপ বন্ধ করার জবাবে চিনে ভারতীয় ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দেয় চিনপিং অ্যান্ড কোং ।

দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পরিস্থিতিতে ভারত অবশ্য পাশে পেয়েছে অ্যামেরিকাকে । অ্যামেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও গতকাল বলেছিলেন, "চিনের কয়েকটি মোবাইল অ্যাপকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ভারত নিয়েছে তাকে স্বাগত জানাই । এই সিদ্ধান্ত ভারতের ঐক্য ও জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত করবে ।"

এদিকে সম্প্রতি করাচি স্টক এক্সচেঞ্জে জঙ্গিহানার জন্য ইসলামাবাদ দায়ি করতে শুরু করেছে দিল্লিকে । এই নিয়েও আজ মুখ খোলেন অনুরাগ শ্রীবাস্তব । বলেন, "পাকিস্তান কখনও তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দোষারোপ করতে পারে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.