ETV Bharat / bharat

7 দিনের মধ্যে বাসভবন খালি করার নির্দেশ প্রাক্তন সাংসদদের - narendra modi

সাধারণত সাংসদ পদ না থাকলেও বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেন দেশের রাজনীতিকরা । এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার ।

7 দিনের মধ্যে বাসভবন খালি করার নির্দেশ প্রাক্তন সাংসদদের
author img

By

Published : Aug 19, 2019, 8:00 PM IST

দিল্লি, 19 অগাস্ট : সাতদিনের মধ্যে প্রাক্তন সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার । আজ সরকারের তরফে এই মর্মে এক নির্দেশ জারি করা হয়েছে । সাধারণত সাংসদ পদ না থাকলেও বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেন দেশের রাজনীতিকরা । এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার । এই পদক্ষেপের অংশ হিসাবে সরকারের তরফে প্রাক্তন সাংসদদের বাসভবনের বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ষোড়শ লোকসভা ভাঙার পর 2 মাস অতিক্রান্ত হয়েছে । তবে এখনও 200-র বেশি প্রাক্তন সাংসদ তাঁদের বাসভবন ছাড়েননি । এর আগে এই প্রসঙ্গে কয়েকটি টুইট করে এই সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সেরকমই একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নতুন করে লোকসভা গঠনের পর নতুন সাংসদদের থাকার ব্যবস্থা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । আমি এই সমস্যার সমাধান করার বিষয়ে আশা রাখছি । একজন সাংসদের জন্য বরাদ্দ বাসভবনে তাঁর এলাকার লোকজনও আসবেন । এই বাসভবন শুধুমাত্র সাংসদের নয়, বরং তাঁর এলাকার বাসিন্দাদেরও ।"

নিয়ম অনুযায়ী লোকসভা ভাঙার এক মাসের মধ্যে সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে হয় । ষোড়শ লোকসভা ভাঙে 25 মে । সেই মতো 25 জুন সমস্ত প্রাক্তন সাংসদের বাসভবন খালি করার কথা থাকলেও অনেকেই তা করেননি ।

দিল্লি, 19 অগাস্ট : সাতদিনের মধ্যে প্রাক্তন সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার । আজ সরকারের তরফে এই মর্মে এক নির্দেশ জারি করা হয়েছে । সাধারণত সাংসদ পদ না থাকলেও বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেন দেশের রাজনীতিকরা । এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার । এই পদক্ষেপের অংশ হিসাবে সরকারের তরফে প্রাক্তন সাংসদদের বাসভবনের বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

ষোড়শ লোকসভা ভাঙার পর 2 মাস অতিক্রান্ত হয়েছে । তবে এখনও 200-র বেশি প্রাক্তন সাংসদ তাঁদের বাসভবন ছাড়েননি । এর আগে এই প্রসঙ্গে কয়েকটি টুইট করে এই সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সেরকমই একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নতুন করে লোকসভা গঠনের পর নতুন সাংসদদের থাকার ব্যবস্থা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । আমি এই সমস্যার সমাধান করার বিষয়ে আশা রাখছি । একজন সাংসদের জন্য বরাদ্দ বাসভবনে তাঁর এলাকার লোকজনও আসবেন । এই বাসভবন শুধুমাত্র সাংসদের নয়, বরং তাঁর এলাকার বাসিন্দাদেরও ।"

নিয়ম অনুযায়ী লোকসভা ভাঙার এক মাসের মধ্যে সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে হয় । ষোড়শ লোকসভা ভাঙে 25 মে । সেই মতো 25 জুন সমস্ত প্রাক্তন সাংসদের বাসভবন খালি করার কথা থাকলেও অনেকেই তা করেননি ।


New Delhi, Aug 19 (ANI): National Security Advisor (NSA), Ajit Doval on Monday met Home Minister Amit Shah in the North Block. Union Home Secretary Rajiv Gauba and other top officials also attended the meeting. This was for the first time that Doval met Amit Shah after his return from the Kashmir Valley, where he stayed for about 10 days and personally monitored the situation.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.