দিল্লি, 19 অগাস্ট : সাতদিনের মধ্যে প্রাক্তন সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার । আজ সরকারের তরফে এই মর্মে এক নির্দেশ জারি করা হয়েছে । সাধারণত সাংসদ পদ না থাকলেও বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেন দেশের রাজনীতিকরা । এবার সেই বিষয়ে কড়া পদক্ষেপ করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার । এই পদক্ষেপের অংশ হিসাবে সরকারের তরফে প্রাক্তন সাংসদদের বাসভবনের বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
ষোড়শ লোকসভা ভাঙার পর 2 মাস অতিক্রান্ত হয়েছে । তবে এখনও 200-র বেশি প্রাক্তন সাংসদ তাঁদের বাসভবন ছাড়েননি । এর আগে এই প্রসঙ্গে কয়েকটি টুইট করে এই সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
সেরকমই একটি টুইটে প্রধানমন্ত্রী লেখেন, "নতুন করে লোকসভা গঠনের পর নতুন সাংসদদের থাকার ব্যবস্থা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় । আমি এই সমস্যার সমাধান করার বিষয়ে আশা রাখছি । একজন সাংসদের জন্য বরাদ্দ বাসভবনে তাঁর এলাকার লোকজনও আসবেন । এই বাসভবন শুধুমাত্র সাংসদের নয়, বরং তাঁর এলাকার বাসিন্দাদেরও ।"
নিয়ম অনুযায়ী লোকসভা ভাঙার এক মাসের মধ্যে সাংসদদের তাঁদের বাসভবন খালি করতে হয় । ষোড়শ লোকসভা ভাঙে 25 মে । সেই মতো 25 জুন সমস্ত প্রাক্তন সাংসদের বাসভবন খালি করার কথা থাকলেও অনেকেই তা করেননি ।