ETV Bharat / bharat

একনজরে দশকের বর্ণময় খেলাধূলা - দশকের সেরা খেলার খবর

দশক শেষের প্রায় দোরগোড়ায় এসে দাড়িয়েছি আমরা ৷ রাত পোহালেই নতুন দশকে পা ৷ পিছনে ফেলে আসা দশক সাক্ষী থেকেছে ভারতের বিশ্বকাপ জয়ের ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে তিরাশিকে স্মৃতিকে ফের চাক্ষুস করেছে গোটা দেশ ৷ শেষ হয়েছে ক্রিকেটের ঈশ্বরের বর্ণমস বাইশ গজের অধ্যায় ৷ ফেলে আসা দশকের এমনই কিছু বর্ণময় কাহিনী একনজরে ৷

Rewind 2019
একনজরে দশকের বর্ণময় কাহিনী
author img

By

Published : Dec 31, 2019, 7:32 PM IST

একেবারে লাস্ট ল্যাপে 2019 ৷ একই সঙ্গে শেষ হার্ডলে দাঁড়িয়ে একটি দশকও ৷ দশকভর নানা ঘটনার সাক্ষী বিশ্ববাসী ৷ খেলার জগতেও ঘটে গেছে নানা ঘটনা ৷ সাফল্য ব্যর্থতা নিয়েই কেটে গেল এক দশক ৷ দশক শেষের লগ্নে ফিরে দেখা যাক সেই সব ঘটনা৷


প্রথমেই দেখে নেওয়া যাক দশকভর কী কী ঘটল ক্রিকেট বিশ্বে ?

  • সালটা 2010 ৷ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতরান দেখল বিশ্ব ৷ আর প্রথম দ্বিশতরান এল 'ক্রিকেট ভগবান'-র হাত ধরেই ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকরের ব্যাটে এল সেই রাজকীয় মুহূর্ত ৷ এরপর আরও 6টি দ্বিশতরান হয়েছে একদিনের ক্রিকেটে ৷ তার মধ্যে রোহিত শর্মাই করেছেন 3টি ৷
    Flashback 2019
    ওয়ান ডে-র ইতিহাসে প্রথম দ্বিশতরানকারী 'ক্রিকেটের ভগবান'
  • 2011, 28 বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ঘরের মাঠে প্রথম দল হিসাবে বিশ্বকাপ জিতল মেন ইন ব্লুরা ৷ ক্যানসারকে সঙ্গী করেই দুরন্ত খেললেন যুবরাজ ৷ টুর্নামেন্ট সেরার শিরোপা উঠল তাঁর হাতেই ৷
    Flashback 2019
    ওয়াংখেড়েতে স্বপ্নপূরণ
  • 2013 সাল, ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেট ঈশ্বর ৷ বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি ঘটালেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ইনিংসে মাস্টার ব্লাস্টার করলেন 78 রান ।
    Rewind 2019
    ক্রিকেটকে চিরবিদায় মাস্টার ব্লাস্টারের
  • 2014 সালে 25 নভেম্বর ৷ বাউন্সার মাথায় লেগে লুটিয়ে পড়েছিলেন মাটিতে ৷ এয়ার লিফ্ট করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ৷ 27 নভেম্বর শ্বেষ নিশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ় ৷
    Rewind 2019
    মাথায় বল লেগে মৃত্যু ফিলিপ হিউজ়ের
  • 2015 সাল ৷ চিরাচরিত লাল বল ছেড়ে গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলা হল ৷ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল নিউজ়িল্যান্ড ৷
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপে প্রথম দু’বার বিশ্বকাপ (প্রুডেনশিয়াল কাপ) জয় করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ 2016 সালে টি20 ক্রিকেটেও ক্যারিবিয়ানরা করে দেখাল সেই একই কৃতিত্ব ৷ দু'বার টি20 বিশ্বকাপ জয়ের নজির গড়ল তারা ।
  • 2018 সালে ফের কলঙ্কিত ক্রিকেট ৷ মাঠে স্যান্ডপেপার দিয়ে ঘষে বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে ৷ এক বছর জন্য নির্বাসিত হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাঙ্কক্রফ্ট ৷
  • প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ প্রথমবার বিশ্বকাপের ফাইনাল ড্র হল ৷ সুপার ওভারও ড্র হওয়ায় বেশি চার মারার সুবাদে কাপ পেল ইংল্যান্ড ৷ ম্যাচের সেরা বেন স্টোকস ৷
  • ক্রিকেট জার্নাল উইসডেনের মতে এই দশকের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি । একই সঙ্গে প্রথম পাঁচ তালিকায় আছেন স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন ও মহিলা ক্রিকেটার এলিস পেরি ।

এবার দেখে নিই কী হল ফুটবল বিশ্বে ৷

  • ভারতের ফুটবলে বিপ্লব ঘটল 2013 সালে ৷ আত্মপ্রকাশ করল ISL ৷ প্রথম বছরের চ্যাম্পিয়ন কলকাতার দল ATK ৷ তারপর থেকেই চূড়ান্ত সফল এই লিগ ৷
  • 2010 বিশ্ব ফুটবলে নতুন করে জাগরণ ঘটে তিকিতাকা ফুটবলের ৷ বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন স্পেন ৷
    Rewind 2019
    প্রথমবার বিশ্বজয়ের স্বাদ স্প্যানিশ আর্মাডার
  • 2017 ভারতে প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর বসল ৷ অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপে সবাইকে টেক্কা দিয়ে বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড ৷ তবে সব ছাপিয়ে সফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করে ফুটবল বিশ্বে নিজেদের ছাপ রাখল ভারত ৷
  • দশকের সেরা ফুটবলার অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ৷ বারবারই ফুটবল বিশ্ব মুখিয়ে থেকেছে এই দুই সেরা ফুটবলারের দ্বৈরথ দেখতে ৷
    Rewind 2019
    দশক সেরা দুই ফুটবলার

এবার নজর রাখব অনান্য খেলার দিকে

  • অ্যাথলেটিক্স-এ এই দশকে ভারতের সেরা হিমা দাস ৷ মাত্র 20 দিনের ব্যবধানে 5টি সোনা জয় করে অনন্য নজির গড়েন তিনি ৷ চারটি জিতেছেন 200 মিটার দৌড়ে আর একটি জয় করেছেন 400 মিটার দৌড়ে সোনা জয় ।
    Rewind 2019
    20 দিনের ব্যবধানে দৌড়ে পাঁচটি সোনা হিমা দাসের
  • দশকের সেরা ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার অবশ্যই পি ভি সিন্ধু ৷ চলতি বছরেই বিশ্ব ব্যাডমিন্টনের ৡাঙ্কিংয়ে 1 নম্বর স্থান দখল করেছেন এই হায়দরাবাদি শাটলার ৷ জাপানের নোজ়োমি ওকুহারাকে হারিয়ে BWF বিশ্বচ্যাম্পিয়ন হন পি ভি সিন্ধু । 2013 ও 2014 সালে ব্রোঞ্জ জয় ও 2017 ও 2018 সালে রুপো জয়ের পর অবশেষে 2019 সালে সোনা জয় সিন্ধুর ।
    Rewind 2019
    ব্যাডমিন্টনে বিশ্বসেরা সিন্ধু
  • টেনিসের নাম উঠলে অবশ্যই নাম করতে হবে রজ়ার ফেডেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের । এই দশকে মোট 42টি ট্রফি জিতেছেন রজা়র । অন্যদিকে রাফায়েল নাদাল, এই দশকেই এক বছরে তিনটি গ্রান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন । ক্লে-কোর্টে 10টি টুর্নামেন্ট জয়ের বিরল রেকর্ডও নাদালের দখলে । এই দশকে দীর্যতম গ্রান্ড স্ল্যাম ফাইনাল জেতার নজির গড়েছেন জোকোভিচ । গ্রেট ব্রিটেনের হয়ে 77 বছর পর উইম্বলডন খেতাব জয় করেছেন অ্যান্ডি মারে । দ্য অ্যসোসিয়েটেড প্রেস অনুযায়ী দশকের সেরা মহিলা অ্যথিলিট হয়েছেন সেরেনা ।
    Rewind 2019
    দশকের সেরা টেনিস তারকারা
  • দশকের দ্রুততম মানব ৷ উইসেন বোল্ট৷ 11 বারের বিশ্বচ্যাম্পিয়ন 100 মিটার দৌড় সম্পন্ন করেন মাত্র 9.58 সেকেন্ডে, আর 200 মিটার 19.19 সেকেন্ডে ।
  • 36 বছরের অপেক্ষা অবসান । 2015 সালের 29 অগাস্ট রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা হকি দল । মহিলা বিশ্ব হকি লিগে পঞ্চম স্থানে শেষ করায় এই সুযোগ পায় ভারত ।
  • দীপা কর্মকার ৷ ভারতীয় জিমন্যাস্টিকে সাড়া ফেলে দেওয়া অ্যাথলেট ৷ বিশ্বের সবচেয়ে কঠিন প্রদুনোভা ভল্ট সম্পন্নকারী পাঁচজনের মধ্যে তিনি একজন ৷
  • অ্যামেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস কেরিয়ারে মোট ৫ বার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন । এই দশকে দুটি অলিম্পিকে মোট 9টি সোনা জিতেছেন তিনি । অলিম্পিকে মোট 23টি সোনা জয়ের রেকর্ড আছে ফেল্পসের ।
    Rewind 2019
    অলিম্পিকে 23 টি সোনা জয়ী মাইকেল ফেল্পস

একেবারে লাস্ট ল্যাপে 2019 ৷ একই সঙ্গে শেষ হার্ডলে দাঁড়িয়ে একটি দশকও ৷ দশকভর নানা ঘটনার সাক্ষী বিশ্ববাসী ৷ খেলার জগতেও ঘটে গেছে নানা ঘটনা ৷ সাফল্য ব্যর্থতা নিয়েই কেটে গেল এক দশক ৷ দশক শেষের লগ্নে ফিরে দেখা যাক সেই সব ঘটনা৷


প্রথমেই দেখে নেওয়া যাক দশকভর কী কী ঘটল ক্রিকেট বিশ্বে ?

  • সালটা 2010 ৷ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতরান দেখল বিশ্ব ৷ আর প্রথম দ্বিশতরান এল 'ক্রিকেট ভগবান'-র হাত ধরেই ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকরের ব্যাটে এল সেই রাজকীয় মুহূর্ত ৷ এরপর আরও 6টি দ্বিশতরান হয়েছে একদিনের ক্রিকেটে ৷ তার মধ্যে রোহিত শর্মাই করেছেন 3টি ৷
    Flashback 2019
    ওয়ান ডে-র ইতিহাসে প্রথম দ্বিশতরানকারী 'ক্রিকেটের ভগবান'
  • 2011, 28 বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ঘরের মাঠে প্রথম দল হিসাবে বিশ্বকাপ জিতল মেন ইন ব্লুরা ৷ ক্যানসারকে সঙ্গী করেই দুরন্ত খেললেন যুবরাজ ৷ টুর্নামেন্ট সেরার শিরোপা উঠল তাঁর হাতেই ৷
    Flashback 2019
    ওয়াংখেড়েতে স্বপ্নপূরণ
  • 2013 সাল, ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেট ঈশ্বর ৷ বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি ঘটালেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ইনিংসে মাস্টার ব্লাস্টার করলেন 78 রান ।
    Rewind 2019
    ক্রিকেটকে চিরবিদায় মাস্টার ব্লাস্টারের
  • 2014 সালে 25 নভেম্বর ৷ বাউন্সার মাথায় লেগে লুটিয়ে পড়েছিলেন মাটিতে ৷ এয়ার লিফ্ট করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ৷ 27 নভেম্বর শ্বেষ নিশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ় ৷
    Rewind 2019
    মাথায় বল লেগে মৃত্যু ফিলিপ হিউজ়ের
  • 2015 সাল ৷ চিরাচরিত লাল বল ছেড়ে গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলা হল ৷ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল নিউজ়িল্যান্ড ৷
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপে প্রথম দু’বার বিশ্বকাপ (প্রুডেনশিয়াল কাপ) জয় করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ 2016 সালে টি20 ক্রিকেটেও ক্যারিবিয়ানরা করে দেখাল সেই একই কৃতিত্ব ৷ দু'বার টি20 বিশ্বকাপ জয়ের নজির গড়ল তারা ।
  • 2018 সালে ফের কলঙ্কিত ক্রিকেট ৷ মাঠে স্যান্ডপেপার দিয়ে ঘষে বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে ৷ এক বছর জন্য নির্বাসিত হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাঙ্কক্রফ্ট ৷
  • প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ প্রথমবার বিশ্বকাপের ফাইনাল ড্র হল ৷ সুপার ওভারও ড্র হওয়ায় বেশি চার মারার সুবাদে কাপ পেল ইংল্যান্ড ৷ ম্যাচের সেরা বেন স্টোকস ৷
  • ক্রিকেট জার্নাল উইসডেনের মতে এই দশকের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি । একই সঙ্গে প্রথম পাঁচ তালিকায় আছেন স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন ও মহিলা ক্রিকেটার এলিস পেরি ।

এবার দেখে নিই কী হল ফুটবল বিশ্বে ৷

  • ভারতের ফুটবলে বিপ্লব ঘটল 2013 সালে ৷ আত্মপ্রকাশ করল ISL ৷ প্রথম বছরের চ্যাম্পিয়ন কলকাতার দল ATK ৷ তারপর থেকেই চূড়ান্ত সফল এই লিগ ৷
  • 2010 বিশ্ব ফুটবলে নতুন করে জাগরণ ঘটে তিকিতাকা ফুটবলের ৷ বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন স্পেন ৷
    Rewind 2019
    প্রথমবার বিশ্বজয়ের স্বাদ স্প্যানিশ আর্মাডার
  • 2017 ভারতে প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর বসল ৷ অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপে সবাইকে টেক্কা দিয়ে বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড ৷ তবে সব ছাপিয়ে সফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করে ফুটবল বিশ্বে নিজেদের ছাপ রাখল ভারত ৷
  • দশকের সেরা ফুটবলার অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ৷ বারবারই ফুটবল বিশ্ব মুখিয়ে থেকেছে এই দুই সেরা ফুটবলারের দ্বৈরথ দেখতে ৷
    Rewind 2019
    দশক সেরা দুই ফুটবলার

এবার নজর রাখব অনান্য খেলার দিকে

  • অ্যাথলেটিক্স-এ এই দশকে ভারতের সেরা হিমা দাস ৷ মাত্র 20 দিনের ব্যবধানে 5টি সোনা জয় করে অনন্য নজির গড়েন তিনি ৷ চারটি জিতেছেন 200 মিটার দৌড়ে আর একটি জয় করেছেন 400 মিটার দৌড়ে সোনা জয় ।
    Rewind 2019
    20 দিনের ব্যবধানে দৌড়ে পাঁচটি সোনা হিমা দাসের
  • দশকের সেরা ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার অবশ্যই পি ভি সিন্ধু ৷ চলতি বছরেই বিশ্ব ব্যাডমিন্টনের ৡাঙ্কিংয়ে 1 নম্বর স্থান দখল করেছেন এই হায়দরাবাদি শাটলার ৷ জাপানের নোজ়োমি ওকুহারাকে হারিয়ে BWF বিশ্বচ্যাম্পিয়ন হন পি ভি সিন্ধু । 2013 ও 2014 সালে ব্রোঞ্জ জয় ও 2017 ও 2018 সালে রুপো জয়ের পর অবশেষে 2019 সালে সোনা জয় সিন্ধুর ।
    Rewind 2019
    ব্যাডমিন্টনে বিশ্বসেরা সিন্ধু
  • টেনিসের নাম উঠলে অবশ্যই নাম করতে হবে রজ়ার ফেডেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের । এই দশকে মোট 42টি ট্রফি জিতেছেন রজা়র । অন্যদিকে রাফায়েল নাদাল, এই দশকেই এক বছরে তিনটি গ্রান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন । ক্লে-কোর্টে 10টি টুর্নামেন্ট জয়ের বিরল রেকর্ডও নাদালের দখলে । এই দশকে দীর্যতম গ্রান্ড স্ল্যাম ফাইনাল জেতার নজির গড়েছেন জোকোভিচ । গ্রেট ব্রিটেনের হয়ে 77 বছর পর উইম্বলডন খেতাব জয় করেছেন অ্যান্ডি মারে । দ্য অ্যসোসিয়েটেড প্রেস অনুযায়ী দশকের সেরা মহিলা অ্যথিলিট হয়েছেন সেরেনা ।
    Rewind 2019
    দশকের সেরা টেনিস তারকারা
  • দশকের দ্রুততম মানব ৷ উইসেন বোল্ট৷ 11 বারের বিশ্বচ্যাম্পিয়ন 100 মিটার দৌড় সম্পন্ন করেন মাত্র 9.58 সেকেন্ডে, আর 200 মিটার 19.19 সেকেন্ডে ।
  • 36 বছরের অপেক্ষা অবসান । 2015 সালের 29 অগাস্ট রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা হকি দল । মহিলা বিশ্ব হকি লিগে পঞ্চম স্থানে শেষ করায় এই সুযোগ পায় ভারত ।
  • দীপা কর্মকার ৷ ভারতীয় জিমন্যাস্টিকে সাড়া ফেলে দেওয়া অ্যাথলেট ৷ বিশ্বের সবচেয়ে কঠিন প্রদুনোভা ভল্ট সম্পন্নকারী পাঁচজনের মধ্যে তিনি একজন ৷
  • অ্যামেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস কেরিয়ারে মোট ৫ বার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন । এই দশকে দুটি অলিম্পিকে মোট 9টি সোনা জিতেছেন তিনি । অলিম্পিকে মোট 23টি সোনা জয়ের রেকর্ড আছে ফেল্পসের ।
    Rewind 2019
    অলিম্পিকে 23 টি সোনা জয়ী মাইকেল ফেল্পস
New Delhi, Dec 31 (ANI): Union Civil Aviation Minister Hardeep Singh Puri said that Air India has to be privatized and its privatisation will be done as quickly as possible. In the media brief, Hardeep Singh Puri said, "Air India has to be privatised. Since, we started talking about the approach towards 'privatisation', there has been a lot of interest from private entities, interest from established airlines." He further said, "We do not become a slave to or victim of certain deadlines, we are doing it seriously. We are trying to do it (privatisation of Air India) as quickly as possible."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.