একেবারে লাস্ট ল্যাপে 2019 ৷ একই সঙ্গে শেষ হার্ডলে দাঁড়িয়ে একটি দশকও ৷ দশকভর নানা ঘটনার সাক্ষী বিশ্ববাসী ৷ খেলার জগতেও ঘটে গেছে নানা ঘটনা ৷ সাফল্য ব্যর্থতা নিয়েই কেটে গেল এক দশক ৷ দশক শেষের লগ্নে ফিরে দেখা যাক সেই সব ঘটনা৷
প্রথমেই দেখে নেওয়া যাক দশকভর কী কী ঘটল ক্রিকেট বিশ্বে ?
- সালটা 2010 ৷ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতরান দেখল বিশ্ব ৷ আর প্রথম দ্বিশতরান এল 'ক্রিকেট ভগবান'-র হাত ধরেই ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাস্টার ব্লাস্টার সচিন রমেশ তেন্ডুলকরের ব্যাটে এল সেই রাজকীয় মুহূর্ত ৷ এরপর আরও 6টি দ্বিশতরান হয়েছে একদিনের ক্রিকেটে ৷ তার মধ্যে রোহিত শর্মাই করেছেন 3টি ৷
- 2011, 28 বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত ৷ মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ঘরের মাঠে প্রথম দল হিসাবে বিশ্বকাপ জিতল মেন ইন ব্লুরা ৷ ক্যানসারকে সঙ্গী করেই দুরন্ত খেললেন যুবরাজ ৷ টুর্নামেন্ট সেরার শিরোপা উঠল তাঁর হাতেই ৷
- 2013 সাল, ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিকেট ঈশ্বর ৷ বর্ণময় কেরিয়ারের পরিসমাপ্তি ঘটালেন নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ইনিংসে মাস্টার ব্লাস্টার করলেন 78 রান ।
- 2014 সালে 25 নভেম্বর ৷ বাউন্সার মাথায় লেগে লুটিয়ে পড়েছিলেন মাটিতে ৷ এয়ার লিফ্ট করে হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি ৷ 27 নভেম্বর শ্বেষ নিশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ় ৷
- 2015 সাল ৷ চিরাচরিত লাল বল ছেড়ে গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলা হল ৷ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল নিউজ়িল্যান্ড ৷
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের বিশ্বকাপে প্রথম দু’বার বিশ্বকাপ (প্রুডেনশিয়াল কাপ) জয় করে ওয়েস্ট ইন্ডিজ় ৷ 2016 সালে টি20 ক্রিকেটেও ক্যারিবিয়ানরা করে দেখাল সেই একই কৃতিত্ব ৷ দু'বার টি20 বিশ্বকাপ জয়ের নজির গড়ল তারা ।
- 2018 সালে ফের কলঙ্কিত ক্রিকেট ৷ মাঠে স্যান্ডপেপার দিয়ে ঘষে বল বিকৃতির অভিযোগ প্রমাণিত হল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধে ৷ এক বছর জন্য নির্বাসিত হলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যাঙ্কক্রফ্ট ৷
- প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেল ইংল্যান্ড ৷ প্রথমবার বিশ্বকাপের ফাইনাল ড্র হল ৷ সুপার ওভারও ড্র হওয়ায় বেশি চার মারার সুবাদে কাপ পেল ইংল্যান্ড ৷ ম্যাচের সেরা বেন স্টোকস ৷
- ক্রিকেট জার্নাল উইসডেনের মতে এই দশকের সেরা ক্রিকেটার হলেন বিরাট কোহলি । একই সঙ্গে প্রথম পাঁচ তালিকায় আছেন স্টিভ স্মিথ, এবি ডিভিলিয়ার্স, ডেল স্টেইন ও মহিলা ক্রিকেটার এলিস পেরি ।
এবার দেখে নিই কী হল ফুটবল বিশ্বে ৷
- ভারতের ফুটবলে বিপ্লব ঘটল 2013 সালে ৷ আত্মপ্রকাশ করল ISL ৷ প্রথম বছরের চ্যাম্পিয়ন কলকাতার দল ATK ৷ তারপর থেকেই চূড়ান্ত সফল এই লিগ ৷
- 2010 বিশ্ব ফুটবলে নতুন করে জাগরণ ঘটে তিকিতাকা ফুটবলের ৷ বিশ্ব ফুটবলকে চমকে দিয়ে প্রথম বারের জন্য চ্যাম্পিয়ন স্পেন ৷
- 2017 ভারতে প্রথম বিশ্বকাপ ফুটবলের আসর বসল ৷ অনূর্ধ্ব 17 ফুটবল বিশ্বকাপে সবাইকে টেক্কা দিয়ে বিশ্বকাপ ঘরে তুলল ইংল্যান্ড ৷ তবে সব ছাপিয়ে সফল্যের সঙ্গে বিশ্বকাপ আয়োজন করে ফুটবল বিশ্বে নিজেদের ছাপ রাখল ভারত ৷
- দশকের সেরা ফুটবলার অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি ৷ বারবারই ফুটবল বিশ্ব মুখিয়ে থেকেছে এই দুই সেরা ফুটবলারের দ্বৈরথ দেখতে ৷
এবার নজর রাখব অনান্য খেলার দিকে
- অ্যাথলেটিক্স-এ এই দশকে ভারতের সেরা হিমা দাস ৷ মাত্র 20 দিনের ব্যবধানে 5টি সোনা জয় করে অনন্য নজির গড়েন তিনি ৷ চারটি জিতেছেন 200 মিটার দৌড়ে আর একটি জয় করেছেন 400 মিটার দৌড়ে সোনা জয় ।
- দশকের সেরা ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার অবশ্যই পি ভি সিন্ধু ৷ চলতি বছরেই বিশ্ব ব্যাডমিন্টনের ৡাঙ্কিংয়ে 1 নম্বর স্থান দখল করেছেন এই হায়দরাবাদি শাটলার ৷ জাপানের নোজ়োমি ওকুহারাকে হারিয়ে BWF বিশ্বচ্যাম্পিয়ন হন পি ভি সিন্ধু । 2013 ও 2014 সালে ব্রোঞ্জ জয় ও 2017 ও 2018 সালে রুপো জয়ের পর অবশেষে 2019 সালে সোনা জয় সিন্ধুর ।
- টেনিসের নাম উঠলে অবশ্যই নাম করতে হবে রজ়ার ফেডেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ, অ্যান্ডি মারে, সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামসের । এই দশকে মোট 42টি ট্রফি জিতেছেন রজা়র । অন্যদিকে রাফায়েল নাদাল, এই দশকেই এক বছরে তিনটি গ্রান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়েছেন । ক্লে-কোর্টে 10টি টুর্নামেন্ট জয়ের বিরল রেকর্ডও নাদালের দখলে । এই দশকে দীর্যতম গ্রান্ড স্ল্যাম ফাইনাল জেতার নজির গড়েছেন জোকোভিচ । গ্রেট ব্রিটেনের হয়ে 77 বছর পর উইম্বলডন খেতাব জয় করেছেন অ্যান্ডি মারে । দ্য অ্যসোসিয়েটেড প্রেস অনুযায়ী দশকের সেরা মহিলা অ্যথিলিট হয়েছেন সেরেনা ।
- দশকের দ্রুততম মানব ৷ উইসেন বোল্ট৷ 11 বারের বিশ্বচ্যাম্পিয়ন 100 মিটার দৌড় সম্পন্ন করেন মাত্র 9.58 সেকেন্ডে, আর 200 মিটার 19.19 সেকেন্ডে ।
- 36 বছরের অপেক্ষা অবসান । 2015 সালের 29 অগাস্ট রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা হকি দল । মহিলা বিশ্ব হকি লিগে পঞ্চম স্থানে শেষ করায় এই সুযোগ পায় ভারত ।
- দীপা কর্মকার ৷ ভারতীয় জিমন্যাস্টিকে সাড়া ফেলে দেওয়া অ্যাথলেট ৷ বিশ্বের সবচেয়ে কঠিন প্রদুনোভা ভল্ট সম্পন্নকারী পাঁচজনের মধ্যে তিনি একজন ৷
- অ্যামেরিকান সাঁতারু মাইকেল ফেল্পস কেরিয়ারে মোট ৫ বার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন । এই দশকে দুটি অলিম্পিকে মোট 9টি সোনা জিতেছেন তিনি । অলিম্পিকে মোট 23টি সোনা জয়ের রেকর্ড আছে ফেল্পসের ।