ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে দু'দিনের সফরে 16 দেশের প্রতিনিধি

বিদেশের প্রতিনিধি দল পৌঁছাল জম্মু-কাশ্মীরে । দু'দিন ধরে শ্রীনগর ও জম্মু ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা। খতিয়ে দেখবেন সামগ্রিক পরিস্থিতি ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 9, 2020, 9:32 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : দু'দিনের সফরে জম্মু-কাশ্মীর পৌঁছালেন 16 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর ঘুরে দেখবেন । 370 ধারা প্রত্যাহারের পর দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে সফরে এল বিদেশি প্রতিনিধি দল ।

প্রতিনিধি দলে অ্যামেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, মরক্কো, গুয়ানা, আর্জেন্টিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ, পেরু, নাইজার, জ়াম্বিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা রয়েছেন । আজ দুপুরে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছেন প্রতিনিধিরা । পরে রাজনৈতিক নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন । গতবারের মতো এবারও শ্রীনগর ও জম্মু ঘুরে দেখবেন প্রতিনিধিরা । সেনাদের কাছে বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ নেবেন । স্থানীয়দের সঙ্গে কথা বলবেন । সূচিতে নতুন অন্তর্ভুক্তি হচ্ছে প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির নেতৃত্বাধীন একটি ছোটো দলের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল । আলোচনাও হবে বলে জানা গেছে ।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফরের উদ্দেশ্য হল, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা । আজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা । আগামীকালও বেশ কয়েকটি মিটিং রয়েছে । তবে, নিরাপত্তার কথা মাথায় রেখে এই দু'দিন ব্যাপী সফরের আয়োজন করা হয়েছে ।

CAA ইশু ও JNU হামলার ঘটনা প্রসঙ্গে ইমরানের খানের মন্তব্যে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, প্রতিবার নিজের কাজ ছেড়ে ভারতের উপর মন্তব্য করতে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত তাঁর। নিজের দেশের সংখ্যালঘুদের যত্ন নেওয়া উচিত তাঁর।

দিল্লি, 9 জানুয়ারি : দু'দিনের সফরে জম্মু-কাশ্মীর পৌঁছালেন 16 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর ঘুরে দেখবেন । 370 ধারা প্রত্যাহারের পর দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে সফরে এল বিদেশি প্রতিনিধি দল ।

প্রতিনিধি দলে অ্যামেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, মরক্কো, গুয়ানা, আর্জেন্টিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ, পেরু, নাইজার, জ়াম্বিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা রয়েছেন । আজ দুপুরে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছেন প্রতিনিধিরা । পরে রাজনৈতিক নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন । গতবারের মতো এবারও শ্রীনগর ও জম্মু ঘুরে দেখবেন প্রতিনিধিরা । সেনাদের কাছে বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ নেবেন । স্থানীয়দের সঙ্গে কথা বলবেন । সূচিতে নতুন অন্তর্ভুক্তি হচ্ছে প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির নেতৃত্বাধীন একটি ছোটো দলের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল । আলোচনাও হবে বলে জানা গেছে ।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফরের উদ্দেশ্য হল, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা । আজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা । আগামীকালও বেশ কয়েকটি মিটিং রয়েছে । তবে, নিরাপত্তার কথা মাথায় রেখে এই দু'দিন ব্যাপী সফরের আয়োজন করা হয়েছে ।

CAA ইশু ও JNU হামলার ঘটনা প্রসঙ্গে ইমরানের খানের মন্তব্যে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, প্রতিবার নিজের কাজ ছেড়ে ভারতের উপর মন্তব্য করতে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত তাঁর। নিজের দেশের সংখ্যালঘুদের যত্ন নেওয়া উচিত তাঁর।

Tokyo (Japan), Dec 09 (ANI): The fashionable clothes and bags lined up in the window are located in Ginza, Tokyo's luxury shopping district. Ginza has high-end brands and fashion stores, and has been rebuilt as a modern town. In addition to many shops, Ginza is also home to the traditional Kabuki Theater, the Kabuki-za. People come here to enjoy Japanese performance of "Kabuki" and "Noh". This year's first performance has stared and theatre entrance has been decorated in traditional way. It is made of rice straw, pine and bamboo and it is traditional decoration for lucky purpose in New Year season. At the entrance to modern department stores and shops in the Ginza area, traditional "Kadomatsu" decoration is displayed for first sale of year. Many people are coming to Ginza to enjoy New Year sales. Traditional music, lion dance "ShiShimai" is played. It is another lucky performance in Japanese culture. Visitors enter the shop after a performance of biting by a lion "Shishi". Customers are rushing to buy the happy bag "Fukubukuro". For low price bags, customers can get higher price products kept inside the bag, but they cannot know the content in thehappy bag. So, it is a total happy surprise. Ginza is one of the most modern towns in the world and in the New Year visitors are attracted to shopping while enjoying traditional Japanese culture.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.