দিল্লি, 17 জুলাই : উদ্ভুত কোরোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে রাজনৈতিক সমাবেশ । প্রশ্নচিহ্নের মুখে নির্বাচনী প্রচার । এই পরিস্থিতিতে কবে ফের নির্বাচনী প্রচার করা যাবে, তা নিয়ে সর্বভারতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির থেকে প্রস্তাব চেয়ে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন । 31 জুলাইয়ের মধ্যে প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ।
সব আঞ্চলিক ও সর্বভারতীয় স্তরের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে এই মর্মে একটি চিঠিও পাঠিয়েছেন নির্বাচন কমিশনের সচিব । চিঠিতে বলা হয়েছে, "আপনারা জানেন, বিহারে 2020 সালের বিধানসভা নির্বাচন ও কিছু উপনির্বাচন বাকি রয়েছে । এই বিষয়ে রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইছে কমিশন । আপনাদের মতামত 31 জুলাইয়ের মধ্যে পাঠানোর জন্য বলা হচ্ছে । আপনাদের মতামত জানানোর উপর ভিত্তি করে কোরোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে প্রার্থীদের জন্য গাইডলাইন প্রস্তুত করা হবে ।"
প্রসঙ্গত, নির্বাচন কমিশন গতকালই 65 বছরের বেশি বয়সি মানুষদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে । 65 বছরের বেশি নাগরিকদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা আপাতত বাতিল করেছে নির্বাচন কমিশন ৷ বিহারের আসন্ন ভোটে এই নিয়মেই ভোট হওয়ার কথা ছিল ৷ একাধিক প্রতিকূলতার কারণে আপাতত এই নিয়ম চালু করা যাব না বলে গতকালই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ৷ তবে, 80 বছরের বেশি বয়সি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৷ অন্যদিকে, কোরোনা রোগীরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন৷
জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, DMK, CPI, CPI(M) ও তৃণমূল জোরদার বিরোধীতা করেছিল নির্বাচন কমিশনের 65-র বেশি মানুষদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্তের । একাধিক রাজনৈতিক দলের বিরোধীতার জেরেই গতকাল এই সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন কমিশন ।
অন্যদিকে কংগ্রেস, RJD, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, রাষ্ট্রীয় লোক সমতা পার্টি ও লোকতান্ত্রিক জনতা দলের তরফে যৌথভাবে মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠানো হয় । ওই চিঠিতে বলা হয়েছে, "2020 সালের বিহার নির্বাচনে সাধারণ মানুষ যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সেদিকটি যেন নিশ্চিত করা হয় ।"