ETV Bharat / bharat

ফের কম্পন গুজরাতে - ফের কেঁপে উঠল রাজকোট

পেরল না 24 ঘণ্টা । ফের কেঁপে উঠল রাজকোট । ভূমিকম্পের উৎসস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 15, 2020, 2:27 PM IST

রাজকোট, 15 জুন : 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প গুজরাতে । এবার রিখটার স্কেলে 4.4 । ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর পাওয়া যায়নি । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ দুপুর 12 টা 57 নাগাদ রাজকোট থেকে 83 কিলোমিটার দূরে ভূকম্পন অনুভূত হয় । এপিসেন্টার কোথায় তা এখনও জানা যায়নি ।

গতকাল রাত প্রায় 8.13 নাগাদ গুজরাতের রাজকোটেই ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 । ভূমিকম্পের এপিসেন্টার ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । আজকের কম্পন গতকাল আফটার এফেক্ট কি না তা জানা যায়নি ।

গতকাল কম্পন অনুভূত হয় আহমেদাবাদেও । রাজকোট, আহমেদাবাদ ছাড়া কচ্ছ, পাটান ও অন্য শহরগুলিতেও কম্পন অনুভূত হয় । ভূকম্পনের এলাকাটি ছিল ভূজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে ।

এই সংক্রান্ত আরও খবর : গুজরাতে ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীরও

2001 সালের 26 জানুয়ারি এই ভূজেই 7.7 রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছিল । প্রাণ কেড়েছিল 20 হাজারেরও বেশি মানুষের । আহত হয়েছিল আরও দেড় লাখ মানুষ । গুজরাতে ভূমিকম্পের আধ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 2.9 । কাটরা থেকে 90 কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয় ।

এদিকে আজ সকালে দিল্লিতেও ভূকম্পন অনুভূত হয় । বিগত কিছুদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছে । উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাগুলিতে একের পর এক ভূমিকম্পের ঘটনায় চিন্তা বাড়ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ।

রাজকোট, 15 জুন : 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প গুজরাতে । এবার রিখটার স্কেলে 4.4 । ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর পাওয়া যায়নি । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ দুপুর 12 টা 57 নাগাদ রাজকোট থেকে 83 কিলোমিটার দূরে ভূকম্পন অনুভূত হয় । এপিসেন্টার কোথায় তা এখনও জানা যায়নি ।

গতকাল রাত প্রায় 8.13 নাগাদ গুজরাতের রাজকোটেই ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 । ভূমিকম্পের এপিসেন্টার ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । আজকের কম্পন গতকাল আফটার এফেক্ট কি না তা জানা যায়নি ।

গতকাল কম্পন অনুভূত হয় আহমেদাবাদেও । রাজকোট, আহমেদাবাদ ছাড়া কচ্ছ, পাটান ও অন্য শহরগুলিতেও কম্পন অনুভূত হয় । ভূকম্পনের এলাকাটি ছিল ভূজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে ।

এই সংক্রান্ত আরও খবর : গুজরাতে ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীরও

2001 সালের 26 জানুয়ারি এই ভূজেই 7.7 রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছিল । প্রাণ কেড়েছিল 20 হাজারেরও বেশি মানুষের । আহত হয়েছিল আরও দেড় লাখ মানুষ । গুজরাতে ভূমিকম্পের আধ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 2.9 । কাটরা থেকে 90 কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয় ।

এদিকে আজ সকালে দিল্লিতেও ভূকম্পন অনুভূত হয় । বিগত কিছুদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছে । উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাগুলিতে একের পর এক ভূমিকম্পের ঘটনায় চিন্তা বাড়ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.