ETV Bharat / bharat

ঝোড়ো হাওয়ার কারণে বিমানে ধাক্কা বিমানবন্দরে থাকা স্টেপ ল্যাডারের - ইন্ডিগো

আজ সকালে ঝোড়ো হাওয়ার কারণে স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার ইন্ডিগোর বিমানে গিয়ে ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় দু'টিরই ক্ষতি হয়েছে বলে খবর ৷ স্পাইসজেটের তরফে বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হলেও ইন্ডিগো বা মুম্বই বিমানবন্দরের তরফে এখনও কিছু জানানো হয়নি ৷

বিমানে ধাক্কা স্টেপ ল্যাডারের
বিমানে ধাক্কা স্টেপ ল্যাডারের
author img

By

Published : Jun 6, 2020, 1:59 PM IST

মুম্বই, 6 জুন : আজ সকাল থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ৷ এই হাওয়ার গতি এতটাই ছিল যে, মুম্বই বিমানবন্দরে থাকা স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার এসে ধাক্কা মারে ইন্ডিগোর একটি বিমানে ৷

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বই বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা স্পাইসজেটের স্টেপ ল্যাডারটি হাওয়ার কারণে নিজে থেকে এসে ইন্ডিগোর বিমানের উইংয়ে এসে ধাক্কা মারে ৷ স্টেপ ল্যাডারটির উপরে থাকা ছাউনি বিমানের উইংয়ের সঙ্গে গিয়ে আটকে যায় ৷

দুর্ঘটনায় স্টেপ ল্যাডার ও বিমান উইং দু'টিরই ক্ষতি হয় ৷ সূত্রের খবর, বিমানের উইংটির থেকে স্টেপ ল্যাডারটির বেশি ক্ষতি হয়েছে ৷ স্পাইসজেটের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আজ স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার মুম্বই বিমানবন্দরের স্ট্যান্ড C87-এ রাখা ছিল ৷ স্ট্যান্ড C86-তে একটি ইন্ডিগোর বিমান দাঁড়িয়েছিল ৷ বর্তমানে দু'টোরই পরিষেবা বন্ধ ছিল ৷ আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ঝোড়ো হাওয়া শুরু হয় ৷ যার দরুণ ওই স্টেপ ল্যাডারটি পিছিয়ে গিয়ে বিমানটির ডানদিকের উইংয়ে ধাক্কা মারে ৷

এখনও পর্যন্ত মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

সকাল সাড়ে ছ'টা নাগাদ মুম্বই শহরে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি শুরু হয় ৷ 53 কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল হাওয়ার গতিবেগ ৷ আকস্মিক গতিবেগ ছিল 72 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

মুম্বই, 6 জুন : আজ সকাল থেকেই মুম্বইয়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ৷ এই হাওয়ার গতি এতটাই ছিল যে, মুম্বই বিমানবন্দরে থাকা স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার এসে ধাক্কা মারে ইন্ডিগোর একটি বিমানে ৷

আজ সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বই বিমানবন্দরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা স্পাইসজেটের স্টেপ ল্যাডারটি হাওয়ার কারণে নিজে থেকে এসে ইন্ডিগোর বিমানের উইংয়ে এসে ধাক্কা মারে ৷ স্টেপ ল্যাডারটির উপরে থাকা ছাউনি বিমানের উইংয়ের সঙ্গে গিয়ে আটকে যায় ৷

দুর্ঘটনায় স্টেপ ল্যাডার ও বিমান উইং দু'টিরই ক্ষতি হয় ৷ সূত্রের খবর, বিমানের উইংটির থেকে স্টেপ ল্যাডারটির বেশি ক্ষতি হয়েছে ৷ স্পাইসজেটের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, আজ স্পাইসজেটের একটি স্টেপ ল্যাডার মুম্বই বিমানবন্দরের স্ট্যান্ড C87-এ রাখা ছিল ৷ স্ট্যান্ড C86-তে একটি ইন্ডিগোর বিমান দাঁড়িয়েছিল ৷ বর্তমানে দু'টোরই পরিষেবা বন্ধ ছিল ৷ আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ঝোড়ো হাওয়া শুরু হয় ৷ যার দরুণ ওই স্টেপ ল্যাডারটি পিছিয়ে গিয়ে বিমানটির ডানদিকের উইংয়ে ধাক্কা মারে ৷

এখনও পর্যন্ত মুম্বই বিমানবন্দর ও ইন্ডিগোর তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি ৷

সকাল সাড়ে ছ'টা নাগাদ মুম্বই শহরে ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টি শুরু হয় ৷ 53 কিলোমিটার প্রতি ঘণ্টায় ছিল হাওয়ার গতিবেগ ৷ আকস্মিক গতিবেগ ছিল 72 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.