দিল্লি, ২ জুন : খারিফ শস্যে কেন্দ্রেরন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে নিয়ে চড়াও হল কংগ্রেস। মঙ্গলবারকংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কৃষকরা লকডাউন, পঙ্গপালের হানা ও ঘুর্ণিঝড়ের মতোবিপদের মুখে পড়েছেন।
কংগ্রেসনেতা আহমেদ পটেল বলেন, যদিকেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি এমনই আচরণ চলতে থাকে, তাহলে 2022-র মধ্যে কৃষি ক্ষেত্রে দ্বিগুণ আয়েরপ্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের আরেকটি ‘জুমলা’য় পরিণত হবে।
কংগ্রেসনেতা আরও বলেন, লাভ তোদূরের কথা কেন্দ্রীয় সরকারের এই ন্যূনতম সহায়ক মূল্যের দ্বারা কৃষকরা তাঁদেরক্ষয়ক্ষতির দামও পাবেন না।
সোমবারমন্ত্রিসভার বৈঠকের পর 2020-21 অর্থবর্ষেখারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। এরপরেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন কংগ্রেস নেতা আহমেদপটেল
।