ETV Bharat / bharat

2022-র মধ্যে কৃষিতে দ্বিগুণ আয়, কেন্দ্রের নতুন 'জুমলা' : আহমেদ পটেল - আহমেদ পটেল

কেন্দ্রীয় সরকারের খারিফ শস্যে নতুন সহায়ক মূল্যের দ্বারা কোনরকম সহায়তা হবে না কৃষকদের, বললেন কংগ্রেস নেতা আহমেদ পটেল।

কেন্দ্রকে কটাক্ষ আহমেদ পাটেলের
কেন্দ্রকে কটাক্ষ আহমেদ পাটেলের
author img

By

Published : Jun 2, 2020, 8:02 PM IST

দিল্লি, ২ জুন : খারিফ শস্যে কেন্দ্রেরন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে নিয়ে চড়াও হল কংগ্রেস। মঙ্গলবারকংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কৃষকরা লকডাউন, পঙ্গপালের হানা ও ঘুর্ণিঝড়ের মতোবিপদের মুখে পড়েছেন।

কংগ্রেসনেতা আহমেদ পটেল বলেন, যদিকেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি এমনই আচরণ চলতে থাকে, তাহলে 2022-র মধ্যে কৃষি ক্ষেত্রে দ্বিগুণ আয়েরপ্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের আরেকটি জুমলায় পরিণত হবে।

কংগ্রেসনেতা আরও বলেন, লাভ তোদূরের কথা কেন্দ্রীয় সরকারের এই ন্যূনতম সহায়ক মূল্যের দ্বারা কৃষকরা তাঁদেরক্ষয়ক্ষতির দামও পাবেন না।

সোমবারমন্ত্রিসভার বৈঠকের পর 2020-21 অর্থবর্ষেখারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। এরপরেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন কংগ্রেস নেতা আহমেদপটেল


দিল্লি, ২ জুন : খারিফ শস্যে কেন্দ্রেরন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে নিয়ে চড়াও হল কংগ্রেস। মঙ্গলবারকংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, কৃষকরা লকডাউন, পঙ্গপালের হানা ও ঘুর্ণিঝড়ের মতোবিপদের মুখে পড়েছেন।

কংগ্রেসনেতা আহমেদ পটেল বলেন, যদিকেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি এমনই আচরণ চলতে থাকে, তাহলে 2022-র মধ্যে কৃষি ক্ষেত্রে দ্বিগুণ আয়েরপ্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের আরেকটি জুমলায় পরিণত হবে।

কংগ্রেসনেতা আরও বলেন, লাভ তোদূরের কথা কেন্দ্রীয় সরকারের এই ন্যূনতম সহায়ক মূল্যের দ্বারা কৃষকরা তাঁদেরক্ষয়ক্ষতির দামও পাবেন না।

সোমবারমন্ত্রিসভার বৈঠকের পর 2020-21 অর্থবর্ষেখারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। এরপরেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন কংগ্রেস নেতা আহমেদপটেল


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.