ETV Bharat / bharat

হরিয়ানায় মুখোশধারী বাইক আরোহীদের গুলিতে খুন চিকিৎসক

author img

By

Published : Jul 7, 2019, 3:13 PM IST

হরিয়ানার কারনালে বছর ছাপ্পান্নর এক চিকিৎসক রাজীব গুপ্ত খুন হলেন অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতীর গুলিতে

ফাইল ফোটো

হরিয়ানা, 7 জুলাই : রাস্তা দিয়ে যাচ্ছিল একটি SUV গাড়ি। গাড়ির সামনে রাস্তা আটকে বাইক। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে এসে কারণ জিজ্ঞাসা করলেন এই জাতীয় আচরণের । বাইক থেকে নামল কালো মুখোশ পরা তিন আরোহী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর তিনটি গুলি ছোড়া হল। মাটিতে লুটিয়ে পড়লেন গাড়িতে থাকা ওই ব্যক্তি। গুলি ছোড়া হল গাড়ির চালককে লক্ষ্য করেও । হরিয়ানায় এভাবেই প্রকাশ্যে এক চিকিৎসককে গুলি করে খুন করা হল ।

হরিয়ানার কারনালে বছর ছাপ্পান্নর চিকিৎসক রাজীব গুপ্ত খুন হলেন অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতীর গুলিতে । স্থানীয় চৌরা বাজারে যাচ্ছিলেন ওই চিকিৎসক । SUV গাড়ি থামিয়ে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা । হরিয়ানার এই ঘটনায় BJP-র দিকে আঙুল তুলেছে কংগ্রেস । কোনও নিরাপত্তা নেই নাগরিকদের, এই অভিযোগ করেছে তারা । হরিয়ানার DGP মনোজ যাদব বলেন, অপরাধীদের খুব তাড়াতাড়িই শনাক্ত করা হবে । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে দায়ি করেছেন বিরোধীরা । কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, BJP সরকারের ব্যর্থতাই এই ঘটনার প্রমাণ । তিনি টুইট করেন, কারনালে অপরাধীদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ।

ঘটনা প্রকাশ্যে আসতেই কারনালের সব হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দিলেন চিকিৎসকরা ।

হরিয়ানা, 7 জুলাই : রাস্তা দিয়ে যাচ্ছিল একটি SUV গাড়ি। গাড়ির সামনে রাস্তা আটকে বাইক। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে এসে কারণ জিজ্ঞাসা করলেন এই জাতীয় আচরণের । বাইক থেকে নামল কালো মুখোশ পরা তিন আরোহী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর তিনটি গুলি ছোড়া হল। মাটিতে লুটিয়ে পড়লেন গাড়িতে থাকা ওই ব্যক্তি। গুলি ছোড়া হল গাড়ির চালককে লক্ষ্য করেও । হরিয়ানায় এভাবেই প্রকাশ্যে এক চিকিৎসককে গুলি করে খুন করা হল ।

হরিয়ানার কারনালে বছর ছাপ্পান্নর চিকিৎসক রাজীব গুপ্ত খুন হলেন অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতীর গুলিতে । স্থানীয় চৌরা বাজারে যাচ্ছিলেন ওই চিকিৎসক । SUV গাড়ি থামিয়ে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা । হরিয়ানার এই ঘটনায় BJP-র দিকে আঙুল তুলেছে কংগ্রেস । কোনও নিরাপত্তা নেই নাগরিকদের, এই অভিযোগ করেছে তারা । হরিয়ানার DGP মনোজ যাদব বলেন, অপরাধীদের খুব তাড়াতাড়িই শনাক্ত করা হবে । ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে দায়ি করেছেন বিরোধীরা । কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, BJP সরকারের ব্যর্থতাই এই ঘটনার প্রমাণ । তিনি টুইট করেন, কারনালে অপরাধীদের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে ।

ঘটনা প্রকাশ্যে আসতেই কারনালের সব হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দিলেন চিকিৎসকরা ।

Gorakhpur (UP), July 07 (ANI): Uttar Pradesh Chief Minister Yogi Adityanath held Janta Darbar today. The Janta Darbar held at Gorakhnath temple to address grievance of the people. Even before taking over as Chief Minister of the state Yogi Adityanath used to hold such meetings to directly interact with people.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.