চিকমাগালুর, 30 জুলাই : কর্নাটকের চিকমাগালুরে পরিবারের কফি ব্যবসা প্রায় 140 বছরের । 12 হাজার একর জমির উপর তৈরি কফি ফার্ম । বলা যায়, এই মুহূর্তে দেশে কফি সাম্রাজ্যের বেতাজ বাদশা তিনি ।
সেই ভিজি সিদ্ধার্থ সেতুর উপর গাড়ি রেখে কোথায় গেলেন? 24 ঘণ্টা কেটে গেলেও খোঁজ মেলেনি তাঁর । ম্যাঙ্গালোরের নেত্রবতী নদীতে দফায় দফায় তল্লাশি চললেও মেলেনি কিছুই । তাহলে কি ব্যবসায় সংকট সামাল দিতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন? না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? কী হবে সিসিডির ভবিষ্যৎ?
এক মৎস্যজীবী জানিয়েছেন, তখন সন্ধ্যা সাতটা হবে । এক ব্যক্তি উল্লালা সেতু থেকে ঝাঁপিয়ে পড়েন । কাজ সেরে জাল তুলে বাড়ি ফিরছিলেন ওই মৎস্যজীবী ৷ কিন্তু এক ব্যক্তিকে ঝাঁপিয়ে পড়তে দেখেই তিনিও ছুটে বাঁচাতে যান । কিন্তু ওই ব্যক্তি ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে এত গভীরে চলে গিয়েছিলেন, তাঁর কাছে পৌঁছানো যায়নি ৷ যদিও 65 বছরের এই মৎস্যজীবী জানেন না ওই ব্যক্তি আসলে কে? এক ব্যক্তিকে নেত্রবতী নদীতে ঝাঁপ দিতে দেখেছেন, এমন দাবি কিন্তু অপর এক ব্যক্তিও করেছেন ৷ এরপরই উঠে আসছে নানা প্রশ্ন ৷
সিদ্ধার্থকে শেষবার দেখা গেছে বেঙ্গালুরু থেকে 375 কিলোমিটার দূরে ম্যাঙ্গালোরে নেত্রবতী নদীর উপর সেতুতে । কারও সঙ্গে ফোনে কথা বলতে বলতে সেখানে গাড়ি থেকে নামেন তিনি । কিন্তু, দীর্ঘক্ষণ হয়ে গেলেও গাড়িতে ফিরে না আসায় ও ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান চালক ৷ জানানো হয় পুলিশকেও৷ এরপরই খোঁজ শুরু হয় তাঁর । তল্লাশি চালাতে নদীতে নামানো হয় উদ্ধারকারী বোট । কিন্তু মেলেনি সন্ধান ৷ সেতুর মাঝখানে এসেই দাঁড়িয়ে পড়ছে ডগ স্কোয়াডও ৷ তাহলে ?
পুলিশ সূত্রের খবর, মনে করা হচ্ছে সিদ্ধার্থ হয়তো মারাত্মক কোনও পথই বেছে নিয়েছেন ৷ কারণ উদ্ধারকারী বোট, ডগ স্কোয়াড, ডুবুরি প্রত্যকের সাহায্যে কর্নাটকের তন্নতন্ন করে খুঁজেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর জামাইয়ের খোঁজ মেলেনি ৷ সিসিডি-র ‘ফুলেফেঁপে’ ওঠা ব্যবসা আসলে যে তাসের ঘরের মতোই হয়ে উঠেছিল, এমনটাও মনে করছেন অনেকেই৷ ম্যাঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাটিল বলেন, '' তল্লাশি চলছে এখনও ৷ কিছু বলা যাচ্ছে না ৷''
দেশের অন্যতম কফি চেইন "ক্যাফে কফি ডে"-র প্রতিষ্ঠাতা ও কর্ণধার কি আত্মহত্যার পথই বেছে নিলেন? এই প্রশ্নেরই খোঁজ করছে পুলিশ ৷