ETV Bharat / state

মুখ্যমন্ত্রী বলার পর কাজ শুরু ! সরানো হল সিআইডির প্রধানকে, হচ্ছে আমূল পরিবর্তন

মুখ্যমন্ত্রীর পরামর্শের পরই সেই মতো কাজ শুরু হয়ে গেল ! রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে আমূল পরিবর্তন হতে চলেছে ৷ সরানো হয়েছে সিআইডির প্রধানকে ৷

ETV BHARAT
সরানো হল সিআইডির প্রধানকে, হচ্ছে আমূল পরিবর্তন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 11 hours ago

Updated : 11 hours ago

কলকাতা, 4 ডিসেম্বর: সম্প্রতি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার দেখা গেল তার বাস্তব রূপ । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিতে আমূল পরিবর্তন আনা হল । জানা গিয়েছে, ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান নয়, সিআইডির আরও অনেক পদের পরিবর্তন করা হয়েছে । এর আগে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকা আইপিএস মুরলীধর শর্মাকেও সরিয়ে দেওয়া হয়েছিল ।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ জানা যায় যে, সরিয়ে দেওয়া হয়েছে এডিজি সিআইডি আর রাজশেখরণকে । কিন্তু তাঁর জায়গায় কে নতুন এডিজি সিআইডি হচ্ছেন ? বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রয়েছেন রাজীব কুমার । আইপিএস মহলের দাবি, রাজীব কুমারের সঙ্গে সমন্বয় সাধন করে চলবেন এবং রাজ্য পুলিশের রাশ শক্ত হাতে ধরবেন এমন এক এডিজি পদের আইপিএসকে আনা হচ্ছে রাজ্য পুলিশের সিআইডি-প্রধান করে । তবে তিনি কে ? সেটা এখনও স্পষ্ট নয় । সেই অর্ডার এখনও পর্যন্ত নবান্ন থেকে বেরোয়নি ।

ETV BHARAT
নবান্নের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

এই বিষয়ে আইপিএসদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের অন্দরে এক শ্রেণির আইপিএস মহলে ক্ষোভ বাড়ছিল । তার জেরেই একাধিক কারণে একাধিক তদন্ত প্রক্রিয়া থমকে ছিল বলে অভিযোগ আসছিল অনেক দিন থেকেই । রাজ্যে ভিতরে ভিতরে সক্রিয় হচ্ছে একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেল ।

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে ব্যর্থ হলে, আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই রাজ্যে এসে তদন্ত প্রক্রিয়া শুরু করতে হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । ফলে সিআইডির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে । এছাড়াও পুলিশের তদন্তে গাফিলতি থাকায় আদালতের আদেশে সেই ঘটনার তদন্তে নেমে সাফল্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা । এই প্রকারের নিদর্শনও এ রাজ্যে ঝুড়ি ঝুড়ি রয়েছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও রাজ্যজুড়ে এখনও উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্রের ভান্ডার । তাছাড়াও চলছে গরু পাচার থেকে কয়লা পাচার । এমনকি আলু পাচার হচ্ছে ভিন রাজ্যে । এই সকল অভিযোগ দীর্ঘদিন ধরে আসার পর, এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে আমূল পরিবর্তন আনা হল ।

আর রাজশেখরণকে সিআইডি প্রধান থেকে পাঠানো হল এডিজি ট্রেনিং পদে । সেটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদ । এর আগে, রাজ্য পুলিশে ট্রেনিং পদে ছিলেন আইপিএস দময়ন্তী সেন । এবার সেই দময়ন্তী সেনের জায়গায় আনা হল রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে । পরিবর্তে দময়ন্তী সেনকে আনা হল এডিজি পলিসিতে ।

সিআইডির পাশাপাশি রাজ্য পুলিশেও একাধিক পদের পরিবর্তন আনা হয়েছে । আইপিএস আর শিবকুমারকে করা হয়েছে এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । এতদিন তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি পলিসি পদে । আইপিএস রাজীব মিশ্র ছিলেন এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে । তাঁকে সেখান থেকে সরিয়ে পাঠানো হল এডিজি মোবাইল কোয়ার্ডিনেটর পদে ।

কলকাতা, 4 ডিসেম্বর: সম্প্রতি রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার দেখা গেল তার বাস্তব রূপ । রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইডিতে আমূল পরিবর্তন আনা হল । জানা গিয়েছে, ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে । নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধু রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান নয়, সিআইডির আরও অনেক পদের পরিবর্তন করা হয়েছে । এর আগে, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বে থাকা আইপিএস মুরলীধর শর্মাকেও সরিয়ে দেওয়া হয়েছিল ।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আজ জানা যায় যে, সরিয়ে দেওয়া হয়েছে এডিজি সিআইডি আর রাজশেখরণকে । কিন্তু তাঁর জায়গায় কে নতুন এডিজি সিআইডি হচ্ছেন ? বর্তমানে রাজ্য পুলিশের ডিজি রয়েছেন রাজীব কুমার । আইপিএস মহলের দাবি, রাজীব কুমারের সঙ্গে সমন্বয় সাধন করে চলবেন এবং রাজ্য পুলিশের রাশ শক্ত হাতে ধরবেন এমন এক এডিজি পদের আইপিএসকে আনা হচ্ছে রাজ্য পুলিশের সিআইডি-প্রধান করে । তবে তিনি কে ? সেটা এখনও স্পষ্ট নয় । সেই অর্ডার এখনও পর্যন্ত নবান্ন থেকে বেরোয়নি ।

ETV BHARAT
নবান্নের বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

এই বিষয়ে আইপিএসদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের অন্দরে এক শ্রেণির আইপিএস মহলে ক্ষোভ বাড়ছিল । তার জেরেই একাধিক কারণে একাধিক তদন্ত প্রক্রিয়া থমকে ছিল বলে অভিযোগ আসছিল অনেক দিন থেকেই । রাজ্যে ভিতরে ভিতরে সক্রিয় হচ্ছে একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেল ।

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে ব্যর্থ হলে, আদালতের বিশেষ অনুমতি নিয়ে এই রাজ্যে এসে তদন্ত প্রক্রিয়া শুরু করতে হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে । ফলে সিআইডির ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে । এছাড়াও পুলিশের তদন্তে গাফিলতি থাকায় আদালতের আদেশে সেই ঘটনার তদন্তে নেমে সাফল্য পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা । এই প্রকারের নিদর্শনও এ রাজ্যে ঝুড়ি ঝুড়ি রয়েছে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরও রাজ্যজুড়ে এখনও উদ্ধার হচ্ছে বেআইনি আগ্নেয়াস্ত্রের ভান্ডার । তাছাড়াও চলছে গরু পাচার থেকে কয়লা পাচার । এমনকি আলু পাচার হচ্ছে ভিন রাজ্যে । এই সকল অভিযোগ দীর্ঘদিন ধরে আসার পর, এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিতে আমূল পরিবর্তন আনা হল ।

আর রাজশেখরণকে সিআইডি প্রধান থেকে পাঠানো হল এডিজি ট্রেনিং পদে । সেটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদ । এর আগে, রাজ্য পুলিশে ট্রেনিং পদে ছিলেন আইপিএস দময়ন্তী সেন । এবার সেই দময়ন্তী সেনের জায়গায় আনা হল রাজ্য পুলিশের সিআইডির প্রধানকে । পরিবর্তে দময়ন্তী সেনকে আনা হল এডিজি পলিসিতে ।

সিআইডির পাশাপাশি রাজ্য পুলিশেও একাধিক পদের পরিবর্তন আনা হয়েছে । আইপিএস আর শিবকুমারকে করা হয়েছে এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । এতদিন তিনি ছিলেন রাজ্য পুলিশের এডিজি পলিসি পদে । আইপিএস রাজীব মিশ্র ছিলেন এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে । তাঁকে সেখান থেকে সরিয়ে পাঠানো হল এডিজি মোবাইল কোয়ার্ডিনেটর পদে ।

Last Updated : 11 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.