হায়দরাবাদ: মহাকাশ গবেষণায় একের পর এক নজির সৃষ্টির পথে ইসরো ৷ এবার সূর্যরহস্য অনুসন্ধানে ইসরো ও ইউরোপিয় মহাকাশ গবেষণা সংস্থা (ESA) ৷ এই দু‘ই সংস্থা যৌথ উদ্যোগে আজ পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল (PSLV) C59 উৎক্ষেপণ করছে ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 1 থেকে PSLV-C59 রকেটে মহাকাশযান Proba-3 পাড়ি দেবে মহাকাশে । এটি Proba-3 মিশন নামে পরিচিত ৷
Proba-3 মিশন: কখন এবং কোথায় লাইভ দেখা যাবে
পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল C59-এ রয়েছে আরও দু’টি স্যাটেলাইট করোনোগ্রাফ স্পেসক্রাফ্ট (CSC) এবং অকুলটার স্পেসক্রাফ্ট (OSC) ৷ সেগুলি সূর্যের রহস্য অনুসন্ধানে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে ৷ এটি ইসরোর 61 তম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ৷ Proba-3 মিশন সম্প্রচারটি YouTube-এ সরাসরি দেখা যাবে (https://www.youtube.com/live/PJXXLLW0PBI।)। এছাড়াও ইসরোর ওয়েবসাইটে লাইভ লিঙ্কটি উল্লেখ করা হয়েছে ৷ স্ট্রীম শুরু হবে 3:30 pm ভারতীয় সময় (IST) পর থেকে ।
প্রোবা-৩ মিশনের উদ্দেশ্য
এই মহাকাশ মিশনের উদ্দেশ্য হল সূর্যের রহস্য অনুসন্ধান ৷ এই লঞ্চ ভেহিকেলে থাকা করোনোগ্রাফ এবং অকাল্ট দু’টি স্যাটেলাইট একে অপরের সঙ্গে সংযোগ রেখে চলবে ৷ এই প্রথম লেজারের মাধ্যমে PSLV-C59 ও Proba-3 নিয়ন্ত্রণ করা হবে ৷ পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল (PSLV) C59 রকেটে মহাশূন্যে পাড়ি দেবে মহাকাশযান Proba-3 ৷ মহাকাশযানে থাকা করোনোগ্রাফ এবং অকাল্টার দু‘টি স্যাটেলাইট কৃত্রিমভাবে সূর্যগ্রহণ সৃষ্টি করবে ৷
🚀 Liftoff Day is Here!
— ISRO (@isro) December 4, 2024
PSLV-C59, showcasing the proven expertise of ISRO, is ready to deliver ESA’s PROBA-3 satellites into orbit. This mission, powered by NSIL with ISRO’s engineering excellence, reflects the strength of international collaboration.
🌌 A proud milestone in… pic.twitter.com/KUTe5zeyIb
করোনোগ্রাফ যা সূর্যের বাইরের অংশকে পর্যবেক্ষণ করবে, যাকে বলা হয় করোনা। এই অংশটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা কঠিন, কারণ করোনার তাপমাত্রা 2 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। তাই এই অংশ পর্যবেক্ষণ করবে করোনোগ্রাফ ৷ প্রসঙ্গত, করোনোগ্রাফ এবং অকাল্টার একসঙ্গে একটি একক উপগ্রহ হিসাবে অবস্থান করবে ৷ একটি সূর্যগ্রহণ তৈরি করবে যা একটি প্রাকৃতিক গ্রহণের মতো দশ মিনিট থেকে ছয় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হবে। এটি কেবল বিজ্ঞানীরা দেখতে পাবেন ৷ মহাকাশে অকাল্ট চাঁদের মতোই সূর্যকে ঢেকে দেবে এবং করোনাগ্রাফ সেই ছবি তুলবে । সেই তথ্য সংগ্রহ করবে ইউরোপিয় স্পেস এজেন্সি (ESA) এবং ইসরোর বিজ্ঞানীরা ৷ Proba-3 বিশ্বের প্রথম "প্রিসিশন ফরমেশন ফ্লাইং" স্যাটেলাইট।