ETV Bharat / bharat

ডেরেক 'ভালো অভিনেতা', কটাক্ষ BJP নেতার

একজন ভালো অভিনেতা এবং সেই প্রতিভা তুলে ধরতে চাইছেন । তিনি হাথরসে গিয়ে তা দেখাতে চান । ডেরেককে কটাক্ষ উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংয়ের ।

Siddharth mocks Derek
Siddharth mocks Derek
author img

By

Published : Oct 3, 2020, 11:47 AM IST

লখনউ, 3 অক্টোবর : ডেরেক ও'ব্রায়েন একজন 'ভালো অভিনেতা', যিনি হাথরসে গিয়ে নিজের প্রতিভা প্রদর্শন করতে চান । গতকাল তৃণমূল প্রতিনিধিদের হাথরসে যাওয়ার চেষ্টাকে এভাবেই কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং ।

তিনি বলেন, "এক ধরনের টুরিজ়ম চলছে । কংগ্রেস প্রথমে যাওয়ার চেষ্টা করেছিল এবং এখন অন্য দলও সেখানে যেতে চায় । নিজেদের উপস্থিতি মিডিয়ায় প্রোজেক্ট করতে তৃণমূলও হাথরসে যেতে চায় ।" তিনি আরও বলেন, "ডেরেক ও'ব্রায়েন আমার খুব ভালো বন্ধু । তিনি একজন ভালো অভিনেতা এবং সেই প্রতিভা তুলে ধরতে চাইছেন । তিনি হাথরসে গিয়ে তা দেখাতে চান ।"

এর আগে বৃহস্পতিবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ । পরে মুক্তি দেওয়া হয় তাঁদের ।

অন্যদিকে, হাথরসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে তৃণমূল প্রতিনিধিদের ধাক্কা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে সদর SDM প্রেমপ্রকাশ মিনার বিরুদ্ধে । অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী প্রতীমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর ।

আজ ফের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল হাথরস যাচ্ছে । দুপুরে হাথরস যাওয়ার কথা তাদের । পরিবারের অভিযোগ শুনবে কংগ্রেসের প্রতিনিধি দলটি ।

এদিকে, হাথরসের ঘটনায় সাসপেন্ড হাথরসের পুলিশ সুপার, DSP-সহ 5 পুলিশকর্মী । এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় যোগী সরকার ।

লখনউ, 3 অক্টোবর : ডেরেক ও'ব্রায়েন একজন 'ভালো অভিনেতা', যিনি হাথরসে গিয়ে নিজের প্রতিভা প্রদর্শন করতে চান । গতকাল তৃণমূল প্রতিনিধিদের হাথরসে যাওয়ার চেষ্টাকে এভাবেই কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং ।

তিনি বলেন, "এক ধরনের টুরিজ়ম চলছে । কংগ্রেস প্রথমে যাওয়ার চেষ্টা করেছিল এবং এখন অন্য দলও সেখানে যেতে চায় । নিজেদের উপস্থিতি মিডিয়ায় প্রোজেক্ট করতে তৃণমূলও হাথরসে যেতে চায় ।" তিনি আরও বলেন, "ডেরেক ও'ব্রায়েন আমার খুব ভালো বন্ধু । তিনি একজন ভালো অভিনেতা এবং সেই প্রতিভা তুলে ধরতে চাইছেন । তিনি হাথরসে গিয়ে তা দেখাতে চান ।"

এর আগে বৃহস্পতিবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ । পরে মুক্তি দেওয়া হয় তাঁদের ।

অন্যদিকে, হাথরসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে তৃণমূল প্রতিনিধিদের ধাক্কা দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে সদর SDM প্রেমপ্রকাশ মিনার বিরুদ্ধে । অভিযোগ দায়ের করেন তৃণমূল নেত্রী প্রতীমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর ।

আজ ফের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল হাথরস যাচ্ছে । দুপুরে হাথরস যাওয়ার কথা তাদের । পরিবারের অভিযোগ শুনবে কংগ্রেসের প্রতিনিধি দলটি ।

এদিকে, হাথরসের ঘটনায় সাসপেন্ড হাথরসের পুলিশ সুপার, DSP-সহ 5 পুলিশকর্মী । এই ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল-এর প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় যোগী সরকার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.