দিল্লি,11 এপ্রিল: প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের প্রত্যেক দরিদ্র পরিবারের জন্য নগদ অর্থ দাবি করুন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নানা রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকের আগে কংগ্রেসের প্রবীণ নেতা পি চিদম্বরম এই অনুরোধ করেন । তিনি প্রতিটি দরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়ার দাবি জানান। বলেন, মুখ্যমন্ত্রীদের এই দাবি করা উচিত প্রধানমন্ত্রীর কাছে ৷
চিদম্বরম বলেন, কোরোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের ফলে গরিব মানুষ তাঁদের কাজকর্ম হারিয়েছেন । তাঁদের যা কিছু সঞ্চয় শেষ হয়েছে। তাঁদের এখন নিখরচায় খাদ্যের জন্য খাবারের লাইনে দাঁড়াতে হচ্ছে । তিনি বলেন, দরিদ্রদের আর্থিক অবস্থার পুনর্নির্মাণের জন্য ব্যয় হবে মাত্র 65,000 কোটি টাকা । এই অর্থ ভারতীয় অর্থনীতির পক্ষে বহন করা সম্ভব ।
মুখ্যমন্ত্রীদের প্রতি আবেদন জানিয়ে আজ চিদম্বরম এক টুইট বার্তায় বলেন, "মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অশোক গেহলট, ভূপেশ বাঘেল, উদ্ধব ঠাকরে এবং ই পালানিস্বামীকর আজ প্রধানমন্ত্রীকে বলা উচিত গরিবের জীবনযাত্রা গুরুত্বপূর্ণ ।"
চিদম্বরম বলেছেন, "গত 18 দিনে দরিদ্ররা তাঁদের কাজ হারিয়েছেন । এখন তাঁদের খাবারের লাইনে দাঁড়াতে হচ্ছে ।"
মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, আপনারা কি নিজেদের রাজ্যে গরিবদের ক্ষুধার্ত অবস্থায় দেখে চুপচাপ থাকবেন? ," তিনি মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্য করে বলেন, "আপনাদের প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে প্রত্যেক দরিদ্র পরিবারকে নগদ অর্থ দেওয়ার দাবি করা উচিত৷ "