ETV Bharat / bharat

নির্ভয়া হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদন খারিজের আর্জি কেজরিওয়াল সরকারের - Satyendar jain

এই বছরেই 31 অক্টোবরে তিহার জেলের প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছে শাস্তি মকুবের আবেদন করতে পারে ৷ এরই প্রেক্ষিতে আজ দিল্লি সরকারের পক্ষ থেকে নির্ভয়াকাণ্ডে প্রাণভিক্ষার আর্জি নাকচ করার আবেদন জানানো হল ৷

Nirbhaya
নির্ভয়াকাণ্ড
author img

By

Published : Dec 1, 2019, 9:09 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : নির্ভয়া গণধর্ষণে আসামির ক্ষমাপ্রার্থনা নাকচ করার আবেদন জানাল কেজরিওয়াল সরকার ৷ 2012 সালের রাজধানীতে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণে তোলপাড় হয়েছিল গোটা দেশ ৷ মামলায় দিল্লি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি বহাল করে ৷ মৃত্যুদণ্ডের সাজা মকুবের আবেদন নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল অপরাধীরা ৷

দিল্লি নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাই কোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷

  • Delhi Government recommends rejection of the petition of one of the convicts in Nirbhaya gang-rape & murder case, who had applied for mercy petition. pic.twitter.com/fPe12zZtdh

    — ANI (@ANI) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দিল্লিতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 4

এই বছরেই 31 অক্টোবরে তিহার জেলের প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছে শাস্তি মকুবের আবেদন করতে পারে ৷ এরই প্রেক্ষিতে আজ দিল্লি সরকারের পক্ষ থেকে নির্ভয়াকাণ্ডে প্রাণভিক্ষার আর্জি নাকচ করার আবেদন জানানো হল ৷

আরও পড়ুন : মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি

কেজরিওয়াল সরকারের গৃহমন্ত্রী সত্যেন্দ্র জৈন তাঁর আবেদনে জানান, প্রাণভিক্ষার আবেদন করা আসামি সমাজের সবথেকে জঘন্য ও নারকীয় অপরাধ করেছে ৷ সমাজে এই ধরনের অপরাধ কমাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ ৷ এই ধরনের শাস্তি মকুবের আর্জি মেনে নেওয়া অর্থহীন ৷ এই আর্জি অবিলম্বে নাকচ করতে হবে ৷

দিল্লি, 1 ডিসেম্বর : নির্ভয়া গণধর্ষণে আসামির ক্ষমাপ্রার্থনা নাকচ করার আবেদন জানাল কেজরিওয়াল সরকার ৷ 2012 সালের রাজধানীতে প্যারামেডিকেল ছাত্রীকে ধর্ষণে তোলপাড় হয়েছিল গোটা দেশ ৷ মামলায় দিল্লি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই অপরাধীদের জন্য সর্বোচ্চ শাস্তি বহাল করে ৷ মৃত্যুদণ্ডের সাজা মকুবের আবেদন নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছিল অপরাধীরা ৷

দিল্লি নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত 6 আসামির একজন জেলেই আত্মহত্যা করেছিল ৷ অন্য এক অপরাধী নাবালক হওয়ায় 3 বছরের সর্বাধিক শাস্তি জানিয়েছে আদালত ৷ 2015 সাল থেকে মুক্তি পেয়েছে সে ৷ বাকি 4 অপরাধীকে 2013 সালে সর্বোচ্চ অপরাধের রায় দেয় ট্রায়াল কোর্ট ৷ 2014 সালে এই রায়ই বহাল রেখেছিল দিল্লি হাই কোর্ট ৷ মামলা পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা ৷ 2017 সালে দিল্লি হাই কোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট ৷

  • Delhi Government recommends rejection of the petition of one of the convicts in Nirbhaya gang-rape & murder case, who had applied for mercy petition. pic.twitter.com/fPe12zZtdh

    — ANI (@ANI) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : দিল্লিতে যুবতিকে গণধর্ষণ, গ্রেপ্তার 4

এই বছরেই 31 অক্টোবরে তিহার জেলের প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামিরা চাইলে রাষ্ট্রপতির কাছে শাস্তি মকুবের আবেদন করতে পারে ৷ এরই প্রেক্ষিতে আজ দিল্লি সরকারের পক্ষ থেকে নির্ভয়াকাণ্ডে প্রাণভিক্ষার আর্জি নাকচ করার আবেদন জানানো হল ৷

আরও পড়ুন : মোমবাতি মিছিল, হ্যাশট্যাগ প্রতিবাদ, কবে মুছবে ধর্ষণের মতো সামাজিক ব্যাধি

কেজরিওয়াল সরকারের গৃহমন্ত্রী সত্যেন্দ্র জৈন তাঁর আবেদনে জানান, প্রাণভিক্ষার আবেদন করা আসামি সমাজের সবথেকে জঘন্য ও নারকীয় অপরাধ করেছে ৷ সমাজে এই ধরনের অপরাধ কমাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিৎ ৷ এই ধরনের শাস্তি মকুবের আর্জি মেনে নেওয়া অর্থহীন ৷ এই আর্জি অবিলম্বে নাকচ করতে হবে ৷

Khammam (Telangana), Dec 01 (ANI): A graduate student threatened to commit suicide by jumping off a building in Telangana's Khammam on December 01. He was demanding capital punishment for the accused persons who raped and killed the woman veterinarian. Soon local police arrived on the spot and rescued him. Later they handed him over to his parents. The 25-year-old veterinarian doctor, who works in a state-run hospital, was raped and killed on outskirts of the city on 26 November.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.