ETV Bharat / bharat

বাবা দর্জি, মা পরিচারিকা; ঝাড়খণ্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম নন্দিতা - অভাবের মাঝেই বেড়ে ওঠা নন্দিতার

দিন আনা দিন খাওয়ার সংসার । অভাবের মাঝেই বেড়ে ওঠা নন্দিতার । তবে, তার উপর অভাবের একটু ছাপও পড়তে দেননি তার বাবা-মা । মেয়ের এত বড় সাফল্যের পর বাবা রাজেশ হরিপালের কথায়, আগামীদিনে ওর পড়াশোনার জন্য যা করতে হয় করব । এক্ষেত্রে কোনও খামতি রাখব না ।

ছবি সৌজন্য : ANI
ছবি সৌজন্য : ANI
author img

By

Published : Jul 19, 2020, 6:37 PM IST

জামশেদপুর, 19 জুলাই : সংসারের হাল টানতে সকাল হলেই কাজে বের হন বাবা-মা । বাড়ির সমস্ত কাজ সামলে একা একা পড়াশোনা করেছে ঝাড়খণ্ডের নন্দিতা । অভাব-অনটনের মাঝেও ভাটা পড়েনি স্বপ্ন দেখায় । সেই স্বপ্নের উড়ানে ভর করেই এগিয়েছে তার পড়াশোনা । ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এবার প্রথম হয়েছে কলা বিভাগের ছাত্রী নন্দিতা হরিপাল । আগামীদিনে হতে চায় সাংবাদিক ।

দিন আনা দিন খাওয়ার সংসার । অভাবের মাঝেই বেড়ে ওঠা নন্দিতার । তবে, তার উপর অভাবের একটু ছাপও পড়তে দেননি বাবা-মা । বই, খাতা, টিউশন কোনওদিনই কোনওকিছুর অভাব বোধ করতে দেয়নি তাকে । যেকোনও কাজেই পাশে থেকেছেন । একনাগাড়ে বলে গেল নন্দিতা ।

তার কথায়, আমি রাজ্য বোর্ডে প্রথম হয়েছি, এখনও বিশ্বাস হচ্ছে না । আমি কখনও ভাবতেই পারিনি আমি প্রথম হব । নিয়মিত বাড়িতে তো পড়তাম কিন্তু এই ফল আশা করিনি ।

সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা নন্দিতা সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছে তার বাবা-মা'কে । সে বলে, "আমার পড়াশোনার ক্ষেত্রে বরাবর বাবা-মা পাশে থেকেছে । পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি । এটা ঠিক নয়, কেউ টিউশন নিলেই শুধু ভালো ফল করে । এক্ষেত্রে নিয়মিত পড়াশোনা করা জরুরি ।"

উচ্ছ্বসিত নন্দিতার বাবা রাজেশ হরিপাল বলেন, "আগামীদিনে ওর পড়াশোনার জন্য যা করতে হয় করব । এক্ষেত্রে কোনও খামতি রাখব না । অনেক বাবা-মা'ই ছেলেমেয়ের উপর চাপ দেয় পড়াশোনা নিয়ে । কিন্তু আমি বলব অভিভাবকদের বাচ্চাদের পাশে থাকা উচিত ।"

জামশেদপুর, 19 জুলাই : সংসারের হাল টানতে সকাল হলেই কাজে বের হন বাবা-মা । বাড়ির সমস্ত কাজ সামলে একা একা পড়াশোনা করেছে ঝাড়খণ্ডের নন্দিতা । অভাব-অনটনের মাঝেও ভাটা পড়েনি স্বপ্ন দেখায় । সেই স্বপ্নের উড়ানে ভর করেই এগিয়েছে তার পড়াশোনা । ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এবার প্রথম হয়েছে কলা বিভাগের ছাত্রী নন্দিতা হরিপাল । আগামীদিনে হতে চায় সাংবাদিক ।

দিন আনা দিন খাওয়ার সংসার । অভাবের মাঝেই বেড়ে ওঠা নন্দিতার । তবে, তার উপর অভাবের একটু ছাপও পড়তে দেননি বাবা-মা । বই, খাতা, টিউশন কোনওদিনই কোনওকিছুর অভাব বোধ করতে দেয়নি তাকে । যেকোনও কাজেই পাশে থেকেছেন । একনাগাড়ে বলে গেল নন্দিতা ।

তার কথায়, আমি রাজ্য বোর্ডে প্রথম হয়েছি, এখনও বিশ্বাস হচ্ছে না । আমি কখনও ভাবতেই পারিনি আমি প্রথম হব । নিয়মিত বাড়িতে তো পড়তাম কিন্তু এই ফল আশা করিনি ।

সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখা নন্দিতা সাফল্যের সমস্ত কৃতিত্ব দিয়েছে তার বাবা-মা'কে । সে বলে, "আমার পড়াশোনার ক্ষেত্রে বরাবর বাবা-মা পাশে থেকেছে । পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সমস্যা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি । এটা ঠিক নয়, কেউ টিউশন নিলেই শুধু ভালো ফল করে । এক্ষেত্রে নিয়মিত পড়াশোনা করা জরুরি ।"

উচ্ছ্বসিত নন্দিতার বাবা রাজেশ হরিপাল বলেন, "আগামীদিনে ওর পড়াশোনার জন্য যা করতে হয় করব । এক্ষেত্রে কোনও খামতি রাখব না । অনেক বাবা-মা'ই ছেলেমেয়ের উপর চাপ দেয় পড়াশোনা নিয়ে । কিন্তু আমি বলব অভিভাবকদের বাচ্চাদের পাশে থাকা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.