ETV Bharat / bharat

আজ মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", জারি হাই অ্যালার্ট

author img

By

Published : Jun 2, 2020, 10:29 AM IST

Updated : Jun 3, 2020, 1:32 AM IST

বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় নিসর্গর ৷ জায়গাটি রায়গড় জেলার আলিবাগের খুব কাছাকাছি ৷

নিসর্গ
নিসর্গ

মুম্বই, 2 জুন: কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রও ৷ 3 জুন সাইক্লোন নিসর্গ মহারাষ্ট্রে উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই মহারাষ্ট্রে শুরু হয়েছে সতর্কতা ৷

আরব সাগরের উপর লাক্ষাদ্বীপের কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ । সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাতে প্রবল বৃষ্টিপাত হবে ৷ মুম্বইয়ের থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশেপাশের এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে নিসর্গ ৷

মৌসম ভবনের ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, "ক্ষতি যতটাসম্ভব এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷ মহারাষ্ট্রে, কেরালা, কর্নাটক, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ যারা গেছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ"

ঘূর্ণিঝড় নিসর্গের মোকাবিলায় ইতিমধ্যেই NDRF, NDMA, IMD এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মুম্বই সহ মহারাষ্ট্রের ছয়টি জেলায় নয়টি টিম পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ তার মধ্যে মুম্বইয়ে তিনটে ও পালঘরে দুটি ও থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে 1টি করে টিম পাঠানো হয়েছে ৷ এই বিষয়ে NDRF-এর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান বলেছেন, "মহারাষ্ট্র ও গুজরাতে যথাক্রমে 10 ও 11টি টিম পাঠানো হয়েছে ৷ গুজরাত আরও পাঁচটি টিম চাওয়ায় পঞ্জাব থেকে বিমান করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ আজ রাতের মধ্যে তাদের পৌঁছে যাওয়ার কথা ৷"

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগামীকাল মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কাছে প্রবল বেগে আছড়ে পড়বে সাইক্লোন নিসর্গ ৷ বিপর্যয় মোকাবিলায় যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নেওয়া হয়েছে ৷

মুম্বই, 2 জুন: কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রও ৷ 3 জুন সাইক্লোন নিসর্গ মহারাষ্ট্রে উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই মহারাষ্ট্রে শুরু হয়েছে সতর্কতা ৷

আরব সাগরের উপর লাক্ষাদ্বীপের কাছে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ । সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার বিকেলের পর মহারাষ্ট্রের দমন ও হরিহরেশ্বর উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৷ যার জেরে বৃহস্পতিবার পর্যন্ত কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্রের কিছু অংশ ও গুজরাতে প্রবল বৃষ্টিপাত হবে ৷ মুম্বইয়ের থানে, পালঘর, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা ও কোঙ্কনের আশেপাশের এলাকায় ব্যাপক প্রভাব ফেলবে নিসর্গ ৷

মৌসম ভবনের ডিরেক্টর জেনেরাল মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, "ক্ষতি যতটাসম্ভব এড়াতে চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার ৷ মহারাষ্ট্রে, কেরালা, কর্নাটক, গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ যারা গেছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ"

ঘূর্ণিঝড় নিসর্গের মোকাবিলায় ইতিমধ্যেই NDRF, NDMA, IMD এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীকে নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মুম্বই সহ মহারাষ্ট্রের ছয়টি জেলায় নয়টি টিম পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ তার মধ্যে মুম্বইয়ে তিনটে ও পালঘরে দুটি ও থানে, রায়গড়, রত্নগিরি ও সিন্ধুদুর্গে 1টি করে টিম পাঠানো হয়েছে ৷ এই বিষয়ে NDRF-এর ডিরেক্টর জেনারেল এসএন প্রধান বলেছেন, "মহারাষ্ট্র ও গুজরাতে যথাক্রমে 10 ও 11টি টিম পাঠানো হয়েছে ৷ গুজরাত আরও পাঁচটি টিম চাওয়ায় পঞ্জাব থেকে বিমান করে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ আজ রাতের মধ্যে তাদের পৌঁছে যাওয়ার কথা ৷"

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগামীকাল মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগের কাছে প্রবল বেগে আছড়ে পড়বে সাইক্লোন নিসর্গ ৷ বিপর্যয় মোকাবিলায় যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সবই নেওয়া হয়েছে ৷

Last Updated : Jun 3, 2020, 1:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.