বীজাপুর (ছত্তিশগড়), 28 জুন : নিজের সার্ভিস বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক CRPF জওয়ান । মৃতের নাম দীপক শা । গতকাল ছত্তিশগড়ের বীজাপুরে CRPF ক্যাম্পের ঘটনা । সহকর্মীদের অভিযোগ, বারবার আবেদন করেও ছুটি না পেয়ে আত্মঘাতী হয়েছেন দীপক ।
মৃত CRPF জওয়ান একসময় পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে ছিলেন । সহকর্মীদের বক্তব্য, দীপক বেশ সাহসী। একটু বেশিই একরোখা। বছর দুয়েক আগে ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় এসেছিলেন। এখানেও বেশ কিছু কঠিন অপারেশনে ছিলেন ।
দীপকের বাড়ি ঝাড়খণ্ডের সাহিবগঞ্জের কোটাল পুকুর গ্রামে । সহকর্মীদের বক্তব্য, বাড়ি যাওয়ার জন্য ছুটি চাইছিলেন দীপক। সেই ছুটি মঞ্জুর করেনি উর্ধ্বতন কর্তৃপক্ষ । সহকর্মীদের কেউ কেউ জেনেছেন, বাড়িতে অসুস্থ মা । তার জন্যই ছটফট করছিল মনটা । কিছুদিন আগে বিয়ে করেছিলেন দীপক । তাই মাসখানেক ধরে চেষ্টা করছিলেন ছুটি পেতে। তা না মেলাতেই ছত্রিশগড়ের বীজাপুরের ক্যাম্পের একটি নির্জন জায়গায় নিজের সার্ভিস অস্ত্র দিয়ে গুলি করেন মাথায়। গুলির শব্দ শুনে যতক্ষণে সহকর্মীরা এসে পৌঁছান, ততক্ষণে মারা যান তিনি ।
এই মৃত্যুর পর এই ক্ষোভ দেখা দিয়েছে CRPF-র জওয়ানদের একটা অংশের মনে । প্রকাশ্যে মুখ না খুললেও অনেকেই অভিযোগ করছেন উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে । যদিও CRPF সূত্রে খবর, ফেব্রুয়ারিতে বাড়ি গিয়েছিলেন দীপক । 40 দিনের ছুটিতে। কাজে যোগদান করেন 5 এপ্রিল । ফের দু'মাসের মধ্যে ছুটির আবেদন আর মঞ্জুর হয়নি ।