ETV Bharat / bharat

অতি সংবদনশীল এলাকায় ব্যবহার করা যাবে না স্মার্ট ফোন, নতুন নির্দেশিকা CRPF-র - সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স

তাদের তরফে ফোনকে দু'ভাগে ভাগ করা হয়েছে । একটি স্মার্ট ফোন ও অপরটি মোবাইল ফোন । এই দুইয়ের মধ্যে প্রাথমিক স্তরে যে পার্থক্য রাখা হয়েছে তা হল ক্যামেরা বা অন্যান্য মাধ্যমে কোনওকিছু রেকর্ড করা ও ইন্টারনেটের ব্যবহার ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 3, 2020, 3:59 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : অতি সংবেদনশীল এলাকায় স্মার্ট ফোন বহন করা নিষিদ্ধ করল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স । এক্ষেত্রে যে সমস্ত স্মার্ট ফোনে যে কোনও তথ্য রেকর্ড করা যায় ও রাখা যায় সেসমস্ত ফোন ব্যবহার করা যাবে না । এই অতি সংবেদনশীল এলাকাগুলির মধ্যে কনফারেন্স হল ও কোনও বিষয়ে আলোচনা চলছে এমন এলাকাও পড়বে । CRPF-এর তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ।

নির্দেশিকা অনুযায়ী, এই নতুন নিয়ম CRPF-এর সমস্ত কর্মী, জওয়ান এবং আধিকারিকরদের ক্ষেত্রে প্রযোজ্য । এক্ষেত্রে অতি সংবেদনশীল এলাকাগুলিতে প্রবেশের পূর্বে কোনও পয়েন্টে বা অফিসে মোবাইলগুলি রেখে দিতে হবে । এই কেন্দ্রীয় বিভাগের তরফে বলা হয়েছে, "ফোর্সের সুরক্ষা বাড়াতেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে । তথ্য সুরক্ষিত রাখতে গোপনীয়তা জরুরি ।"

CRPF-এর তরফে আরও জানানো হয়, কোনও সংস্থায় স্মার্টফোন গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় সেগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ । অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে সুরক্ষা লঙ্ঘন হতে পারে ।

তাদের তরফে ফোনকে দু'ভাগে ভাগ করা হয়েছে । একটি স্মার্ট ফোন ও অপরটি মোবাইল ফোন । এই দুইয়ের মধ্যে প্রাথমিক স্তরে যে পার্থক্য রাখা হয়েছে তা হল ক্যামেরা বা অন্যান্য মাধ্যমে কোনওকিছু রেকর্ড করা ও ইন্টারনেটের ব্যবহার ।

অন্যদিকে, ব্যবহারের এলাকাকে তিন ভাগে ভাগ করেছে তারা । হাই, মিডিয়াম ও লো-সেনসিটিভিটি এলাকা । মিডিয়ামের ক্ষেত্রে গোপনীয় তথ্য আদানপ্রদানের এলাকা, কোনও অভিযান চালানোর এলাকা ও হাসপাতালকে ধরা হয়েছে । এই এলাকাগুলিতে স্মার্টফোন ব্যবহার করা যাবে শুধুমাত্র বিভাগীয় প্রধানের অনুমতির সাপেক্ষে । বাকি হাই সেনসিটিভ এলাকার ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ ।

এছাড়াও CRPF- র তরফে সোশাল মিডিয়ার ব্যবহারেও নির্দেশিকা দেওয়া হয়েছে । নিজের ব্লগ, ওয়েবসাইট ও সোশাল মিডিয়ায় লেখার জন্য কোনও আধিকারিক বা ব্যক্তি নিজে দায়ি থাকবে ।

দিল্লি, 3 সেপ্টেম্বর : অতি সংবেদনশীল এলাকায় স্মার্ট ফোন বহন করা নিষিদ্ধ করল সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স । এক্ষেত্রে যে সমস্ত স্মার্ট ফোনে যে কোনও তথ্য রেকর্ড করা যায় ও রাখা যায় সেসমস্ত ফোন ব্যবহার করা যাবে না । এই অতি সংবেদনশীল এলাকাগুলির মধ্যে কনফারেন্স হল ও কোনও বিষয়ে আলোচনা চলছে এমন এলাকাও পড়বে । CRPF-এর তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকাও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ।

নির্দেশিকা অনুযায়ী, এই নতুন নিয়ম CRPF-এর সমস্ত কর্মী, জওয়ান এবং আধিকারিকরদের ক্ষেত্রে প্রযোজ্য । এক্ষেত্রে অতি সংবেদনশীল এলাকাগুলিতে প্রবেশের পূর্বে কোনও পয়েন্টে বা অফিসে মোবাইলগুলি রেখে দিতে হবে । এই কেন্দ্রীয় বিভাগের তরফে বলা হয়েছে, "ফোর্সের সুরক্ষা বাড়াতেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে । তথ্য সুরক্ষিত রাখতে গোপনীয়তা জরুরি ।"

CRPF-এর তরফে আরও জানানো হয়, কোনও সংস্থায় স্মার্টফোন গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয় সেগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ । অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে সুরক্ষা লঙ্ঘন হতে পারে ।

তাদের তরফে ফোনকে দু'ভাগে ভাগ করা হয়েছে । একটি স্মার্ট ফোন ও অপরটি মোবাইল ফোন । এই দুইয়ের মধ্যে প্রাথমিক স্তরে যে পার্থক্য রাখা হয়েছে তা হল ক্যামেরা বা অন্যান্য মাধ্যমে কোনওকিছু রেকর্ড করা ও ইন্টারনেটের ব্যবহার ।

অন্যদিকে, ব্যবহারের এলাকাকে তিন ভাগে ভাগ করেছে তারা । হাই, মিডিয়াম ও লো-সেনসিটিভিটি এলাকা । মিডিয়ামের ক্ষেত্রে গোপনীয় তথ্য আদানপ্রদানের এলাকা, কোনও অভিযান চালানোর এলাকা ও হাসপাতালকে ধরা হয়েছে । এই এলাকাগুলিতে স্মার্টফোন ব্যবহার করা যাবে শুধুমাত্র বিভাগীয় প্রধানের অনুমতির সাপেক্ষে । বাকি হাই সেনসিটিভ এলাকার ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ ।

এছাড়াও CRPF- র তরফে সোশাল মিডিয়ার ব্যবহারেও নির্দেশিকা দেওয়া হয়েছে । নিজের ব্লগ, ওয়েবসাইট ও সোশাল মিডিয়ায় লেখার জন্য কোনও আধিকারিক বা ব্যক্তি নিজে দায়ি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.