ETV Bharat / bharat

কোরোনায় একদিনে রেকর্ড আক্রান্ত দেশে - Coronavirus

গত 24 ঘণ্টায় দেশে কোরোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 5242 জন ৷ এটিই একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ অন্যদিকে 157 জন মারা গেছেন৷

COVID-19 tracker
কোরোনা ভাইরাস
author img

By

Published : May 18, 2020, 11:24 AM IST

দিল্লি, 18 মে: গত 24 ঘন্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 5242 জন। যা একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও ৷

বহু চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ ৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ গতকাল দেশে কোরোনা আক্রান্ত হন 5242 জন ৷ গত 24 ঘন্টায় মারা গেছেন 157 জন ৷ এনিয়ে দেশে মৃতের সংখ্যা পৌঁছাল 3029-এ ৷ বর্তমানে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 56316 ৷ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 36823 জন ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

রাজ্যগুলির মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এখানে কোরোনায় আক্রান্ত হয়েছেন 33053 জন ৷ অন্যদিকে 10 হাজারের গণ্ডি পেরিয়েছে দিল্লি৷ গুজরাতে কোরোনায় আক্রান্তের সংখ্যা 11379-এ পৌঁছেছে ৷ তামিলনাড়ুতে আক্রান্ত 11224 ৷

রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে 2677 ৷ মৃতের সংখ্যা 238 ৷

দিল্লি, 18 মে: গত 24 ঘন্টায় দেশে কোরোনায় আক্রান্ত হলেন 5242 জন। যা একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ৷ পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও ৷

বহু চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না সংক্রমণ ৷ প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ গতকাল দেশে কোরোনা আক্রান্ত হন 5242 জন ৷ গত 24 ঘন্টায় মারা গেছেন 157 জন ৷ এনিয়ে দেশে মৃতের সংখ্যা পৌঁছাল 3029-এ ৷ বর্তমানে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 56316 ৷ ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন 36823 জন ৷

COVID-19 tracker
দেশে ও রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

রাজ্যগুলির মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। এখানে কোরোনায় আক্রান্ত হয়েছেন 33053 জন ৷ অন্যদিকে 10 হাজারের গণ্ডি পেরিয়েছে দিল্লি৷ গুজরাতে কোরোনায় আক্রান্তের সংখ্যা 11379-এ পৌঁছেছে ৷ তামিলনাড়ুতে আক্রান্ত 11224 ৷

রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে 2677 ৷ মৃতের সংখ্যা 238 ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.