দিল্লি , 3 জুলাই : শিথিল হয়েছে লকডাউন ৷ বর্তমানে আনলক 2.0 পর্ব শুরু হয়েছে ৷ এরই মধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 20 হাজার 903 জন ৷ যা আক্রান্তের নিরিখে একদিনে সর্বোচ্চ ৷ এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6 লাখ 25 হাজার 544 ৷ অন্যদিকে , একদিনে মৃত্যু হয়েছে 379 জনের ৷ এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 213 জনের ৷ দেশে সুস্থতার হার বাড়ছে ৷ এখনও পর্যন্ত 60.73 শতাংশ মানুষ সুস্থ হয়েছেন ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন 3 লাখ 79 হাজার 892 জন ৷
আক্রান্তের নিরিখে অ্যামেরিকা , ব্রাজ়িল , রাশিয়ার পরেই বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷ দেশে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে ৷ গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছেন 6 হাজার 330 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 1 লাখ 86 হাজার 626 -এ । তারপরই রয়েছে তামিলনাড়ু । গত 24 ঘণ্টায় এরাজ্যে আক্রান্ত হয়েছেন 4 হাজার 343 জন । যা নিয়ে এখানে মোট কোরোনা আক্রান্ত 98 হাজার 392 জন ।
দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে দিল্লিতেও । গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 2 হাজার 373 জন । এখানে এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 92 হাজার 175 জন । সংক্রমণ বাড়ছে গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে ।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে মোট 92 লাখ 97 হাজার 749 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । শুধুমাত্র গতকালই 2 লাখ 41 হাজার 576 জনের নমুনা পরীক্ষা হয়েছে ।