ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণে শীর্ষে অ্যামেরিকা, সুস্থতার হার বেশি ভারতে - ভারত কোরোনা

ভারতেও ক্রমে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । তবে, সুস্থতার হারে ভারত অন্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে ।

Corona
Corona
author img

By

Published : Sep 28, 2020, 3:43 PM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : বিশ্বে কোরোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে । আক্রান্তের সংখ্যা প্রায় 33 মিলিয়ন ছুঁইছুঁই । কোরোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সুস্থতার হারে বিশ্বে এগিয়ে ভারত । রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ সাত দিনে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 37 হাজার জনের । বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9 লাখ 83 হাজার ।

অ্যামেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে কোরোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সেখানে আক্রান্ত হয়েছেন 70 লাখ 32 হাজার 524 জন । মৃত্যু হয়েছে 2 লাখ 3 হাজার 657 জনের ।

ভারতেও ক্রমে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । তবে, সুস্থতার হারে ভারত অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে । সোমবার পর্যন্ত ভারতে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 60 লাখ অতিক্রান্ত । যার মধ্যে 50 লাখ মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । শেষ 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 82 হাজার মানুষ । দেশে কোরোনা সুস্থতার হার 82 শতাংশ । অপরদিকে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে কোরোনায় দৈনিক মৃতের হারও সবচেয়ে কম । কোরোনায় দেশে মৃত্যু হয়েছে মোট 95 হাজার জনের ।

দিল্লি, 28 সেপ্টেম্বর : বিশ্বে কোরোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে । আক্রান্তের সংখ্যা প্রায় 33 মিলিয়ন ছুঁইছুঁই । কোরোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সুস্থতার হারে বিশ্বে এগিয়ে ভারত । রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেষ সাত দিনে কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 37 হাজার জনের । বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 9 লাখ 83 হাজার ।

অ্যামেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে কোরোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সেখানে আক্রান্ত হয়েছেন 70 লাখ 32 হাজার 524 জন । মৃত্যু হয়েছে 2 লাখ 3 হাজার 657 জনের ।

ভারতেও ক্রমে বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । তবে, সুস্থতার হারে ভারত অন্য দেশের তুলনায় অনেক এগিয়ে রয়েছে । সোমবার পর্যন্ত ভারতে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 60 লাখ অতিক্রান্ত । যার মধ্যে 50 লাখ মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন । শেষ 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত হয়েছেন 82 হাজার মানুষ । দেশে কোরোনা সুস্থতার হার 82 শতাংশ । অপরদিকে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে কোরোনায় দৈনিক মৃতের হারও সবচেয়ে কম । কোরোনায় দেশে মৃত্যু হয়েছে মোট 95 হাজার জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.