কলকাতা, 6 এপ্রিল : দেশে ক্রমাগত বেড়েই চলেছে কোরোনা সংক্রমণ । এই অবস্থায় সরকারকে সমস্ত রকম সহযোগিতা করবে বলে জানিয়েছে মাওবাদীরা। মালকানগিরি কোরাপুট -বিশাখা বিভাগের সম্পাদক কৈলাসম একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করেছেন । যেখানে বলা হয়েছে, এই পরিস্থিতিতে তারা সরকারের কোনও প্রচেষ্টা ব্যর্থ হতে দেবে না । এর পাশপাশি পুলিশকেও এই সময় কোনও রকম আক্রমণ করা হবে না ।
মাওবাদীদের কোরাপুট -বিশাখা বিভাগের সম্পাদক বলেন, "কোরোনার ফলে দেশে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে । হাজার হাজার মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে ভরতি হচ্ছেন হাসপাতালে । তাই এই পরিস্থিতিতে আমরা সরকারি কোনও কাজে বাধা দেব না ।"
কৈলাসম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, PLGA এবং মাওবাদী সহযোগী সংগঠনগুলির থেকেও পুলিশকে আক্রমণ করা হবে না । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশি সিদ্ধান্তের বিপরীত আচরণ করা উচিত নয় ।
এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার জনগণের জন্য পর্যাপ্ত পরিমাণ সামগ্রীর দাবি জানিয়েছে তারা ।