ETV Bharat / bharat

মেয়ে পড়ে অঙ্গনওয়াড়িতে, জেলাশাসক বাবার প্রশংসায় রাজ্যপাল - madhyapradesh

মেয়েকে অঙ্গনওয়াড়িতে পড়িয়ে রাজ্যপালের প্রশংসাপত্র পেলেন IAS অফিসার পঙ্কজ জৈন ।

রাজ্যপালের প্রশংসাপত্র পেলেন IAS অফিসার পঙ্কজ জৈন
author img

By

Published : May 28, 2019, 2:04 PM IST

ভোপাল, 28 মে : পেশায় IAS অফিসার । বৈভব, প্রতিপত্তি, ক্ষমতায় তিনি আর পাঁচ জনের থেকে অনেকটাই আলাদা । সহজেই মেয়েকে অনেক নামী বেসরকারি স্কুলে পড়াতে পারতেন । কিন্তু তিনি তা করেননি ।

মেয়েকে ভরতি করেছিলেন অঙ্গনওয়াড়িতে । কারণ তাঁর মতে এখানেও পড়াশোনা হয় । ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলায় । সেখানেরই জেলাশাসক পঙ্কজ জৈন । একজন IAS অফিসার হয়ে মেয়েকে সাধারণ অঙ্গনওয়াড়িতে ভরতি করার খবর চাউর হয়ে যায় মুহূর্তে । এই খবর কানে পৌঁছায় রাজ্যপালের । তারপরই রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল প্রশংসা করে চিঠি দেন পঙ্কজকে । এই চিঠিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।

কিন্তু কেন মেয়েকে ভরতি করলেন অঙ্গনওয়াড়িতে ? পঙ্কজের বক্তব্য , এখানে অনেক ভালো পড়াশোনা হয় । অনেকক্ষেত্রে বেসরকারি স্কুলের থেকেও ভালো । শুধু নিজের মেয়েকে ভরতি করা নয়, অন্যদেরও এমন পদক্ষেপ করতে আহ্বান জানান তিনি । তাঁর কথায়, "দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তাঁদের সন্তানদের এমন স্কুলে পাঠান তবে অঙ্গনওয়াড়িগুলির আরও উন্নতি হবে ।"

এমনই সিদ্ধান্তের জন্য পঙ্কজ জৈনের প্রশংসা করেন আনন্দিবেন প্যাটেল । রাজ্যপাল প্রশংসাপত্রে লেখেন, সরকারি কর্মচারীরা সমাজের অনুপ্রেরণা । আপনার প্রচেষ্টায় সরকারি কর্মচারীদের দায়িত্ব বাড়বে । এমন পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে । আশা করছি, আপনি এভাবেই আগামী দিনে এগিয়ে চলবেন ।

অঙ্গনওয়াড়ি নিয়ে সমালোচনা কম নয় । নিন্দুকেরা বলেন, নিম্নবিত্ত পরিবার থেকেই সন্তানদের এখানে পাঠানো হয় । একাধিক বিতর্কের মুখে সরকারের এই পদক্ষেপ । সন্দেহ নেই পঙ্কজ জৈনের মতো জেলাশাসকের এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করল ।

ভোপাল, 28 মে : পেশায় IAS অফিসার । বৈভব, প্রতিপত্তি, ক্ষমতায় তিনি আর পাঁচ জনের থেকে অনেকটাই আলাদা । সহজেই মেয়েকে অনেক নামী বেসরকারি স্কুলে পড়াতে পারতেন । কিন্তু তিনি তা করেননি ।

মেয়েকে ভরতি করেছিলেন অঙ্গনওয়াড়িতে । কারণ তাঁর মতে এখানেও পড়াশোনা হয় । ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলায় । সেখানেরই জেলাশাসক পঙ্কজ জৈন । একজন IAS অফিসার হয়ে মেয়েকে সাধারণ অঙ্গনওয়াড়িতে ভরতি করার খবর চাউর হয়ে যায় মুহূর্তে । এই খবর কানে পৌঁছায় রাজ্যপালের । তারপরই রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল প্রশংসা করে চিঠি দেন পঙ্কজকে । এই চিঠিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।

কিন্তু কেন মেয়েকে ভরতি করলেন অঙ্গনওয়াড়িতে ? পঙ্কজের বক্তব্য , এখানে অনেক ভালো পড়াশোনা হয় । অনেকক্ষেত্রে বেসরকারি স্কুলের থেকেও ভালো । শুধু নিজের মেয়েকে ভরতি করা নয়, অন্যদেরও এমন পদক্ষেপ করতে আহ্বান জানান তিনি । তাঁর কথায়, "দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তাঁদের সন্তানদের এমন স্কুলে পাঠান তবে অঙ্গনওয়াড়িগুলির আরও উন্নতি হবে ।"

এমনই সিদ্ধান্তের জন্য পঙ্কজ জৈনের প্রশংসা করেন আনন্দিবেন প্যাটেল । রাজ্যপাল প্রশংসাপত্রে লেখেন, সরকারি কর্মচারীরা সমাজের অনুপ্রেরণা । আপনার প্রচেষ্টায় সরকারি কর্মচারীদের দায়িত্ব বাড়বে । এমন পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে । আশা করছি, আপনি এভাবেই আগামী দিনে এগিয়ে চলবেন ।

অঙ্গনওয়াড়ি নিয়ে সমালোচনা কম নয় । নিন্দুকেরা বলেন, নিম্নবিত্ত পরিবার থেকেই সন্তানদের এখানে পাঠানো হয় । একাধিক বিতর্কের মুখে সরকারের এই পদক্ষেপ । সন্দেহ নেই পঙ্কজ জৈনের মতো জেলাশাসকের এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করল ।

New Delhi, May 28 (ANI): At least 16 people, including eight primary school children, suffered injuries in a suspected stabbing attack in the Japanese city of Kawasaki on early Tuesday. Authorities have confirmed that two children and an adult were without vital signs after the incident took place near Noborito Park. A male suspect, likely in his 40s or 50s, reportedly began slashing at people waiting at the station and was badly hurt after stabbing himself in the shoulder. He was detained on the spot by the police later. The attack took place during the wee hours of the day. Footage broadcast on local television channels showed that emergency medical tents were put up to treat the wounded.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.