ভোপাল, 28 মে : পেশায় IAS অফিসার । বৈভব, প্রতিপত্তি, ক্ষমতায় তিনি আর পাঁচ জনের থেকে অনেকটাই আলাদা । সহজেই মেয়েকে অনেক নামী বেসরকারি স্কুলে পড়াতে পারতেন । কিন্তু তিনি তা করেননি ।
মেয়েকে ভরতি করেছিলেন অঙ্গনওয়াড়িতে । কারণ তাঁর মতে এখানেও পড়াশোনা হয় । ঘটনা মধ্যপ্রদেশের কাটনি জেলায় । সেখানেরই জেলাশাসক পঙ্কজ জৈন । একজন IAS অফিসার হয়ে মেয়েকে সাধারণ অঙ্গনওয়াড়িতে ভরতি করার খবর চাউর হয়ে যায় মুহূর্তে । এই খবর কানে পৌঁছায় রাজ্যপালের । তারপরই রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল প্রশংসা করে চিঠি দেন পঙ্কজকে । এই চিঠিই এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ।
কিন্তু কেন মেয়েকে ভরতি করলেন অঙ্গনওয়াড়িতে ? পঙ্কজের বক্তব্য , এখানে অনেক ভালো পড়াশোনা হয় । অনেকক্ষেত্রে বেসরকারি স্কুলের থেকেও ভালো । শুধু নিজের মেয়েকে ভরতি করা নয়, অন্যদেরও এমন পদক্ষেপ করতে আহ্বান জানান তিনি । তাঁর কথায়, "দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তাঁদের সন্তানদের এমন স্কুলে পাঠান তবে অঙ্গনওয়াড়িগুলির আরও উন্নতি হবে ।"
এমনই সিদ্ধান্তের জন্য পঙ্কজ জৈনের প্রশংসা করেন আনন্দিবেন প্যাটেল । রাজ্যপাল প্রশংসাপত্রে লেখেন, সরকারি কর্মচারীরা সমাজের অনুপ্রেরণা । আপনার প্রচেষ্টায় সরকারি কর্মচারীদের দায়িত্ব বাড়বে । এমন পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে । আশা করছি, আপনি এভাবেই আগামী দিনে এগিয়ে চলবেন ।
অঙ্গনওয়াড়ি নিয়ে সমালোচনা কম নয় । নিন্দুকেরা বলেন, নিম্নবিত্ত পরিবার থেকেই সন্তানদের এখানে পাঠানো হয় । একাধিক বিতর্কের মুখে সরকারের এই পদক্ষেপ । সন্দেহ নেই পঙ্কজ জৈনের মতো জেলাশাসকের এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত তৈরি করল ।