দিল্লি, 2 মে: কোরোনা পরিস্থিতিতে চিন থেকে মুখ ফিরিয়েছে আন্তর্জাতিক বাণিজ্যমহল। ভারতকে এই সুযোগ কাজে লাগাত হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। তাঁর মতে এই সময় ভারতের শিল্প সংস্থাগুলিকে প্রযুক্তিগতভাবে তৈরি থাকতে হবে, আমদানি ও রপ্তানি প্রশস্ত করতে হবে, যাতে করে বিদেশি লগ্নির পরিমাণ বাড়ে।
মন্ত্রীর মতে, বিশ্বব্যাপী কোরোনা সংক্রমণের কারণে চিনের প্রতি গোটা পৃথিবীতে যে "ঘৃণা"র পরিবেশ তৈরি হয়েছে সুযোগ বুঝে তা কাজে লাগাতে হবে ভারতীয় শিল্প সংস্থাগুলিকে। FICCI-এর মহিলা সদস্যদের সঙ্গে একটি অনলাইন সেমিনারে অংশগ্রহণ করে আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী বলেন, "আরও একটি বড় প্যাকেজ শেয়ার করেছি আজ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে। সেই প্যাকেজটির বিষয়ে প্রধানমন্ত্রীও যথেষ্ট আশাবাদী। খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ঘোষণা করেবেন তিনি।"
যদিও এদিন ওই "প্যাকেজ"টি সম্পর্কে এর বেশি জানাননি ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী।তবে লকডাউনে যে ক্ষতি হয়েছে ও হচ্ছে দেশের ছোট শিল্প ক্ষেত্রে আগামী 1 বছরে তা পুনর্গঠন সম্ভব হবে বলে জানান মন্ত্রী। রিজার্ভ ব্যাঙ্ক এই ক্ষেত্রের ঋণ পরিশোধের সময়সীমা 31 মার্চ 2020 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2020 করেছে বলেও জানান নীতিন গড়করি।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, সুবর্ণ সুযোগ এসেছে ভারতীয় শিল্প ক্ষেত্রের জন্যে। যেহেতু জাপান, অ্যামেরিকা, জার্মানি সহ ইউরোপের বহু দেশ কোরোনা প্রকোপের পর চিনের সঙ্গে কোনওরকম বাণিজ্য সংযোগে যেতে রাজি হচ্ছে না।